For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Navratri 2021 : কবে থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি? জানুন ঘটস্থাপনার শুভ মুহুর্ত

|

হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হল নবরাত্রি বা দুর্গা পূজা। প্রতি বছর শারদীয়া নবরাত্রি শুরু হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথির মাধ্যমে। নয় দিন ধরে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে, এই সময়ে দেবী নিজে পৃথিবীতে আসেন এবং তাঁর ভক্তদের আশীর্বাদ করেন। পিতৃপক্ষ শেষ হলেই শুরু হয় শারদীয়া নবরাত্রি।

Navratri Calendar 2021 : Start and End Date, Kalash Sthapana Date and Muhurat

২০২১-এ কত তারিখ থেকে নবরাত্রি শুরু হচ্ছে এবং ঘটস্থাপনের শুভ সময় কখন, জেনে নিন।

শারদীয়া নবরাত্রি কবে থেকে শুরু?

শারদীয়া নবরাত্রি কবে থেকে শুরু?

এই বছর অর্থাৎ ২০২১ সালে, শারদীয়া নবরাত্রি ৭ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই দিনে ঘটস্থাপন করা হবে। নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর পূজা করা হয়।

ঘটস্থাপনার শুভ সময়

ঘটস্থাপনার শুভ সময়

২০২১-এ নবরাত্রির ঘটস্থাপনা হবে ৭ অক্টোবর, বৃহস্পতিবার

ঘটস্থপনার মূহুর্ত - সকাল ০৫টা ৩০ থেকে সকাল ০৬টা ১৭ মিনিটে

২০২১-এর শারদীয়া নবরাত্রির দিনক্ষণ

২০২১-এর শারদীয়া নবরাত্রির দিনক্ষণ

৭ অক্টোবর, বৃহস্পতিবার - প্রতিপদ, মা শৈলপুত্রীর পূজা

৮ অক্টোবর, শুক্রবার - দ্বিতীয়া, মা ব্রহ্মচারিণীর পূজা

৯ অক্টোবর, শনিবার - তৃতীয়া, মা চন্দ্রঘণ্টা এবং মা কুষ্মাণ্ডা পূজা

১০ অক্টোবর, রবিবার - পঞ্চমী, মা স্কন্দমাতার পূজা

১১ অক্টোবর, সোমবার - ষষ্ঠী, মা কাত্যায়নী পূজা

১২ অক্টোবর, মঙ্গলবার - সপ্তমী, মা কালরাত্রি পূজা

১৩ অক্টোবর, বুধবার - দুর্গা অষ্টমী, কুমারী পূজা, সন্ধি পূজা, মা মহাগৌরী পূজা

১৪ অক্টোবর, বৃহস্পতিবার - মহানবমী, Ayudha Puja

১৫ অক্টোবর, শুক্রবার - দশমী, দুর্গা বিসর্জন, বিজয়া দশমী

English summary

Navratri Calendar 2021 : Start and End Date, Kalash Sthapana Date and Muhurat in Bengali

Navratri 2021 is being started from October 7th, 2021 and ends on October 15th, 2021. Check out the date and shubh muhurat for kalash sthapana.
Story first published: Wednesday, October 6, 2021, 10:15 [IST]
X
Desktop Bottom Promotion