For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Navratri Colours 2022 : নবরাত্রির নয় দিন এই ৯ রঙের পোশাক পরুন, ফিরবে সৌভাগ্য!

|

চলতি বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর, সোমবার থেকে। এই নয় দিনের উৎসবে মা দুর্গার নয়টি রুপের আরাধনা করা হয়। কথিত আছে, এই নয় দিন মা দুর্গা ভক্তদের বাড়িতেই অধিষ্ঠান করেন। নবরাত্রির সময় মা দুর্গাকে খুশি করতে চাইলে, নয় দিনের জন্য নব দেবীর পছন্দের রঙের পোশাক পরুন। বিশ্বাস করা হয়, এই নয় দিন মায়ের পছন্দের পোশাক পরলে তিনি খুব প্রসন্ন হন।

Navratri 2022 Colours List for 9 Days

আসুন জেনে নেওয়া যাক, নবরাত্রির কোন দিনে কোন রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয় -

প্রথম দিন

প্রথম দিন

নবরাত্রির প্রথম দিন দেবী শৈলপুত্রীর পূজা করা হয়। মা শৈলপুত্রীর প্রিয় রং লাল। এছাড়া, সাদা রঙও মায়ের পছন্দের। এই রঙ পবিত্রতা এবং সরলতার প্রতীক। তাই নবরাত্রির প্রথম দিন সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন।

দ্বিতীয় দিন

দ্বিতীয় দিন

শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মা ব্রহ্মচারিণীর পূজা হবে। এই দিনে লাল রং ব্যবহার করা খুব শুভ।

তৃতীয় দিন

তৃতীয় দিন

তৃতীয় দিন মা চন্দ্রঘন্টার পূজা করা হয়। দেবীর পূজায় রয়্যাল ব্লু ব্যবহার করা শুভ।

চতুর্থ দিন

চতুর্থ দিন

নবরাত্রির চতুর্থ দিন ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এ দিন মাতা কুষ্মাণ্ডার পুজো হবে। এই দিনে হলুদ রঙের পোশাক পরিধান করুন।

পঞ্চম দিন

পঞ্চম দিন

নবরাত্রির পঞ্চম দিন দেবী স্কন্দমাতার পূজা করা হয়। তাঁর পূজায় সবুজ রঙ ব্যবহার করা শুভ।

ষষ্ঠ দিন

ষষ্ঠ দিন

নবরাত্রির ষষ্ঠী তিথি পড়েছে ০১ অক্টোবর। এই দিন মা কাত্যায়নীর আরাধনা হবে। এ দিন গ্রে রং ব্যবহার করার চেষ্টা করুন।

সপ্তম দিন

সপ্তম দিন

নবরাত্রির সপ্তম দিনে মাতা কালরাত্রির পূজা করা হয়। মা কালরাত্রির পূজায় কমলা রঙ ব্যবহার করা খুব শুভ।

অষ্টম দিন

অষ্টম দিন

নবরাত্রির অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পূজা করা হয়। এ দিন মাকে পিকক গ্রিন কালারের পোশাক নিবেদন করা শুভ। কুমারী পূজাও হয় এই দিনে।

নবম দিন

নবম দিন

শারদীয়া নবরাত্রির নবমী তিথি ৪ অক্টোবর। নবমী তিথিতে মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। এই দিনে গোলাপী রঙের পোশাক পরিধান করুন।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Navratri 2022 Colours List for 9 Days: Date-wise List of Colors to Wear Every Day for Sharad Navaratri

Navratri 2022 Colours List for 9 Days: Date-wise List of Colors to Wear Every Day for Sharad Navaratri. Read on.
X
Desktop Bottom Promotion