Just In
- 3 hrs ago
রোজ একই রকম ভাবে ওটস খেতে খেতে বিরক্ত? স্বাদ বদলাতে বানিয়ে নিন ওটসের উপমা
- 4 hrs ago
গর্ভাবস্থায় খিদে মেটাতে ডায়েটে রাখুন এই ৫ পুষ্টিকর খাবার!
- 9 hrs ago
Surya Gochar 2022 : সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, কেমন কাটবে আপনার এই গোচরকাল? জেনে নিন
- 16 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ১৮ অগস্টের রাশিফল
Nag Panchami 2022 : কালসর্প দোষ কাটাতে নাগদেবের পুজো করুন! জেনে নিন নাগ পঞ্চমীর তিথি ও শুভক্ষণ
আজ নাগ পঞ্চমী। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই উত্সব। এই দিনে নাগ দেবতার পূজা করা হয়। শাস্ত্র মতে, পঞ্চমী তিথির অধিপতি নাগ দেবতা। এই দিনে যথাযথভাবে নাগ দেবতার পূজা করলে কোষ্ঠীতে থাকা কালসর্প দোষ দূর হয় এবং সকল মনস্কামনা পূরণ হয়।
সাপ ভগবান শিবের খুব প্রিয়। এই পবিত্র দিনে সর্প দেবতার পূজা করে ভগবান শঙ্করও খুশি হন। চলুন জেনে নেওয়া যাক নাগ পঞ্চমীর তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও গুরুত্ব সম্পর্কে -

নাগ পঞ্চমীর তিথি ও শুভক্ষণ
২০২২ সালে নাগ পঞ্চমী পড়েছে ২ অগস্ট, মঙ্গলবার।
পঞ্চমী তিথি শুরু হবে - ২ অগস্ট, সকাল ৫টা ১৩ মিনিটে
পঞ্চমী তিথি শেষ হবে - ৩ অগস্ট, সকাল ৫টা ৪১ মিনিটে
নাগ পঞ্চমী পূজা মুহূর্ত - ২ অগস্ট, সকাল ৫টা ১৩ মিনিট থেকে সকাল ৭টা ৪৬ মিনিট পর্যন্ত।

নাগ পঞ্চমী পূজা বিধি
নাগ পঞ্চমীর দিন অনন্ত, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীর, কর্কট, শঙ্খ নামক অষ্টনাগের পূজা করা হয়। এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ছোটো চৌকির উপর নাগদেবের ছবি বা মূর্তি রাখুন। তারপর হলুদ, রোলি, চাল, মিষ্টি, ফুল ও ফল নিবেদন করে সঠিক বিধি মেনে নাগ দেবতার পূজা করুন। কাঁচা দুধ, ঘি, চিনি ভাল করে মিশিয়ে নাগ দেবতার কাছে অর্পণ করুন। এরপর আরতি করুন এবং নাগ পঞ্চমী ব্রত কথা পড়ুন। এই পবিত্র দিনে শিবলিঙ্গে জল নিবেদন করা খুব শুভ।

নাগ পঞ্চমী পূজার গুরুত্ব
বিশ্বাস করা হয়, নাগ পঞ্চমীর দিন যথাযথভাবে নাগ দেবতার পুজো করলে জীবনের সকল ঝুট-ঝামেলা দূর হয়, জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং অভাব অনটন ঘোচে। সর্প দংশনের ভয় থেকেও মুক্তি পাওয়া যায় বলেও মনে করা হয়। এই দিনে সাপের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নাগ পঞ্চমীর দিনে সাপকে দুধ দিয়ে স্নান ও দুধ খাওয়ালে অক্ষয় পুণ্য প্রাপ্তি হয়।
Disclaimer : এই আর্টিকেলে দেওয়া তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা পূর্ণ সত্য এবং সঠিক৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।