For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mokshada Ekadashi 2022 : পাপ থেকে পরিত্রাণের উপায় মোক্ষদা একাদশী, জেনে নিন পূজা বিধি ও তাৎপর্য

|

সনাতন ধর্মে একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রতি মাসে দু'টি একাদশী পড়ে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় মোক্ষদা একাদশী। গীতা জয়ন্তীও মোক্ষদা একাদশীর দিনেই পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন।

Mokshada Ekadashi 2022

চলুন জেনে নেওয়া যাক, চলতি বছরে মোক্ষদা একাদশী কবে পড়েছে এবং এর পূজা বিধি ও তাৎপর্য সম্পর্কে -

মোক্ষদা একাদশীর তিথি এবং শুভ মুহুর্ত

মোক্ষদা একাদশীর তিথি এবং শুভ মুহুর্ত

পঞ্জিকা অনুসারে, প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয়। ২০২২ সালে ৩ এবং ৪ ডিসেম্বর পড়েছে মোক্ষদা একাদশী।

একাদশী তিথি শুরু - ৩ ডিসেম্বর, সকাল ৫টা ৩৯ মিনিটে

একদশী তিথি শেষ - ৪ ডিসেম্বর, সকাল ৫টা ৩৪ মিনিটে।

মোক্ষদা একাদশীর গুরুত্ব

মোক্ষদা একাদশীর গুরুত্ব

একাদশীর দিনে ভক্তি ভরে ব্রত পালন, পূজার্চনা করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ মেলে। জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে। মোক্ষ লাভ হয়। মোক্ষদা একাদশীর ব্রত পালনে ব্যক্তির লোভ, আসক্তি, হিংসা ও সমস্ত পাপ নাশ হয়। এই দিনে যারা লক্ষ্মী-নারায়ণের পূজা করেন তাদের ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায়।

এ দিন পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করলে তাঁদেরও মোক্ষ লাভ হয়। কথিত আছে, এই ব্রতের প্রভাবে মানুষের পূর্বসূরিদের মোক্ষ প্রাপ্তি হয়। তাঁদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি মেলে। এ দিন গীতা জয়ন্তীও পালিত হয়। তাই মোক্ষদা একাদশীতে ভোরে স্নান সেরে শ্রীকৃষ্ণের সামনে ধূপ-প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে।

পূজা বিধি

পূজা বিধি

সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। বাড়ির মন্দির ভাল ভাবে পরিষ্কার করে চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে দিন। সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণুর পূজা করুন। রোলি, চন্দন, অক্ষত, হলুদ ফুল, ফল, মিষ্টি নিবেদন করুন। ধুপ, প্রদীপ এবং নৈবেদ্য অর্পণ করে শ্রী বিষ্ণুর পুজা করুন। বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। পূজা শেষে আরতি করুন।

রাতে নারায়ণকে তুষ্ট করতে নাচ,ভজন-কীর্তন ও স্তব করার মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে। এই দিন শ্রীমদ্ভাগবত গীতা পূজা এবং গীতা পাঠ করুন। গীতা পাঠে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয় এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Mokshada Ekadashi 2022 : Date, Shubh Muhurat, Puja Vidhi and Importance in Bengali

Mokshada Ekadashi 2022 will be observed on saturday, December 3. Check out the other details.
Story first published: Saturday, December 3, 2022, 15:21 [IST]
X
Desktop Bottom Promotion