For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আজ চন্দ্রগ্রহণের দিন এই সাবধনতাগুলি অবলম্বন না করলে কিন্তু বেজায় বিপদ!

আজ, ২৭ জুলাই রাত্রে এ বছরের দ্বীতিয় এবং শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। আর বিশেষজ্ঞদের মতে প্রায় ৪৫ মিনিট ধরে হতে চলা এই গ্রহণের প্রভাব কম-বেশি সকলের উপরই পরবে।

|

আজ, ২৭ জুলাই রাত্রে এ বছরের দ্বীতিয় এবং শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। আর বিশেষজ্ঞদের মতে প্রায় ৪৫ মিনিট ধরে হতে চলা এই গ্রহণের প্রভাব কম-বেশি সকলের উপরই পরবে। শুধু তাই নয়, এই প্রভাবে কারও জীবন বদলে যেতে পারে, তো কারও জীবনে সর্বনাশের ছোঁয়াও লাগতে পারে। তবে বেশ কিছু নিয়ম রয়েছে, যা আজকের দিনে যদি মেনে চলা না হয়, তাহলে কিন্তু সকলেরই বিপদ!

বিশেষজ্ঞদের মতে এতক্ষণ ধরে গ্রহণ হওয়ার কারণে প্রতিটি মানুষের উপর যেমন কম-বেশি এর খারাপ-ভাল প্রভাব পরবে, তেমনি সার্বিকভাবে পৃথিবীর উপর মারাত্মক প্রভাব পরতে চলেছে এবং এই কারণে কোনও কোনও জায়গায় সুনামি হতে পারে, তো কোনও কোনও জায়গা ভলকেনিক ইরাপশন এবং সাইক্লোনের প্রকোপেও পরতে পারে।

এবার নিশ্চয় বুঝতে পেরেছেন বন্ধু, এই গ্রহণ কিন্তু একেবারেই আর পাঁচটা গ্রহণের মতো নয়। তাই তো এই প্রবন্ধে আলোচিত নিয়মগুলি সারাদিন ধরে কেউ মেনে না চলে তাহলে কিন্তু বেজায় বিপদ! প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষযগুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...

১. ভাবী মায়েরা সাবধান:

১. ভাবী মায়েরা সাবধান:

গ্রহণ হতে চলেছে আজ রাত্রে। কিন্তু বিশেষজ্ঞদের মতে "সুতক কাল" শুরু হয়ে গেছে ৯ ঘন্টা আগে থাকেই। তাই তো আজ সারা দিন ভাবী মায়েদের বাড়ির বাইরে বেরতে মানা করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কারণ তাদের মতে আজকের দিনে অন্তঃসত্ত্বা মহিলারা বাড়ির বাইরে বেরলে তাদের শরীরের উপর মারাত্মক খারাপ প্রভাব পরার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সাবধান!

২. আজকের দিনে পার্টি ভুলে যান:

২. আজকের দিনে পার্টি ভুলে যান:

শুনতে আজব লাগলেও এমনটা বিশ্বাস করা হয় যে এমন দিনে বাড়িতে কোনও উৎসবের আয়োজন করলে পরিবারের প্রতিটি সদস্যের খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। কিন্তু কেন এমনটা হয়, সে সম্পর্কে কিন্তু আজ পর্যন্ত কেউই কোনও স্পষ্ট ধরণার সন্ধান দিতে পারেননি। কিন্তু যেহেতু সবাই আমরা কোনও না কোনও ক্ষতি হওয়ার চিন্তায় ভয়ে ভয়ে বাঁচি, তাই কোনও প্রশ্ন না তুলেই অনেকে এই নিয়ম যুগ যুগ ধরে মেনে চলেছে। তাই এই বিষয়ে জানানোর কর্তব্য আমাদের। কিন্তু নিয়মটি মেনে চলবেন কিনা, তা আপনাদের সিদ্ধান্ত!

৩. ভগবান শিব এবং হনুমান চল্লিশা:

৩. ভগবান শিব এবং হনুমান চল্লিশা:

বিশেষজ্ঞদের মতে আজ সারা দিন ধরে মনে মনে "ওম নমঃ শিবায়", মন্ত্রটি জপ করলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। একই উপকার মেলে হনুমান চল্লিশা পাঠ করলেও। তাই আপনি যদি চান আপনার এবং পরিবারের কারও উপর চন্দ্র গ্রহণের কোনও খারাপ প্রভাব না পরুক, তাহলে এই দুটি মন্ত্র জপ করতে ভুলবেন না যেন!

৪. আমিষ খাবার:

৪. আমিষ খাবার:

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে আজকের দিনে আমিষ খাবার না খাওয়াই ভাল। কারণ বেশ কিছু প্রচীন পুঁথি অনুসারে গ্রহণের দিনে আমিষ খাবার খেলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে একের পর এক খারাপ ঘটনার আশঙ্কা যেমন বৃদ্ধি পায়, তেমনি কর্মক্ষেত্রে থেকে সামাজিক জীবন, সবক্ষেত্রেই সম্মানহানীর সম্ভাবনাও বাড়ে।

৫. দই এবং দুধে তুলসি পাতা:

৫. দই এবং দুধে তুলসি পাতা:

আজকের দিনে দই এবং দুধ খেতে মানা করা হয় হয়। শুধু তাই নয়, রেফ্রিজারেটর যদি এই দুই দুগ্ধজাত খাবারগুলি রাখতে হয়, তাহলে তাতে তুলসি পাতা ফেলে রাখা উচিত। কারণ এমনটা করলে খাবার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি গ্রহণের কারণে খাবারগুলির ফরক কোনও খারাপ প্রভাব পরার সম্ভাবনাও কমে।

৬. তুলসি পাতা ছেঁড়া নৈব নৈব চ:

৬. তুলসি পাতা ছেঁড়া নৈব নৈব চ:

এমনটা বিশ্বাস করা হয় গ্রহণের দিনে তুলসি পাতা ছিঁড়লে একাধিক ক্ষতি হয়। বিশেষত বাড়ির প্রতিটি কোণায় নেগেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে যে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে। প্রসঙ্গত, তুলসি পাতা যদি ছিঁড়তেই হয়, তাহলে সুতক কালের আগে ছিঁড়বেন, পরে নয় কিন্তু!

৭. ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেবেন:

৭. ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেবেন:

চন্দ্র গ্রহনের সময় ভুলেও ঠাকুর ঘরের দরজা খুলে রাখবেন না যেন! কারণ এমনটা করলে দেব-দেবীদের উপরও গ্রহণের খারাপ প্রভাব পরতে পারে। ফলে তাদের ক্ষমতা কমতে শুরু করবে। আর এমনটা হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কাও যে বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৮. ভুলেও নতুন জামা-কাপড় কিনবেন না:

৮. ভুলেও নতুন জামা-কাপড় কিনবেন না:

সুখে-শান্তিতে থাকতে ভুলেও আজকের দিনে নতুন জামা-কাপড় অথবা জুতো কিনবে না যেন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে গ্রহণের দিনটি মোটও শুভ হয় না। তাই তো আজকের দিনে নতুন কিছু কেনা যেমন উচিত নয়, তেমনি কোনও কাজ শুরু করা থেকেও বিরত থাকা উচিত। প্রসঙ্গত, একই কারণে আজকের দিনে নতুন বই কিনতেও কিন্তু মানা করে থাকেন বিশেষজ্ঞরা।

Read more about: ধর্ম
English summary

Mistakes To Avoid During Lunar Eclipse Day

The lunar eclipse of July 27, 2018, will be the longest lunar eclipse of the century and the second big eclipse of the year. The first lunar eclipse took place on Jan 31, 2018. As the eclipse is approaching, the predictions are that the eclipse can cause various disastrous effects on the earth. As per the predictions of astrologers, the eclipse might cause a tsunami, volcano eruption, cyclone, or even fire incidents. Amidst these chances, it is suggested that you do not make the below-mentioned twenty mistakes.
Story first published: Friday, July 27, 2018, 11:09 [IST]
X
Desktop Bottom Promotion