For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Makar Sankranti Wishes : প্রিয়জনদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে এই মেসেজগুলি পাঠান

|

ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব মকর সংক্রান্তি। ভারতে এই উৎসব বিভিন্ন নামে এবং আলাদা আচার-অনুষ্টানের মাধ্যমে উদযাপন করে থাকেন। ভারতবর্ষের উত্তরাঞ্চলে মকর সংক্রান্তি লোহ্রি নামে পরিচিত এবং দেশের দক্ষিণাঞ্চলে এটি পোঙ্গাল নামে পরিচিত। আবার অসমের মানুষজনেরা এই উৎসবটিকে ভোগালি বিহু নামে উদযাপন করে থাকেন। তবে, ভারতের কেন্দ্রীয় অঞ্চলে বসবাসরত লোকেরা মকর সংক্রান্তিকে সুকরত হিসেবে চেনেন।

মকর সংক্রান্তি কয়েকটি ভারতীয় উৎসবগুলির মধ্যে অন্যতম। এই দিনে সারা দেশের মানুষেরা নতুন কাটা শস্য থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রস্তুত করেন। দেব-দেবীদের কাছে ভোগ হিসেবে প্রদান করার পর, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই ভোগ বিতরণ করা হয়। এছাড়াও, ঘুড়ি ওড়ানো এবং নাচ-গানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি।

Makar Sankranti Wishes

মকর সংক্রান্তির দিনে বাড়ির প্রবীণরা ছোটদের সুখ, সাফল্য এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ করেন। ভারতের কিছু গ্রামাঞ্চলে শিশুরা তাদের দাদু-দিদা এবং মা-বাবার কাছ থেকে ভালবাসার চিহ্ন হিসেবে শস্য এবং তিলের বীজ পেয়ে থাকে। পাশাপাশি মানুষ তাদের প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করে এবং তাদের সাফল্যের জন্য প্রার্থনা করে। আপনি যদি আপনার প্রিয়জনকে মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তবে, আপনার জন্য এখানে রইল বিশেষ কিছু বার্তা, দেখে নিন সেগুলি -

১)

১)

"রঙিন ঘুড়ি যেমন মহাকাশে উড়ে যায়,

আমিও একইভাবে আপনার জীবনে সাফল্য কামনা করি।"

২)

২)

"মকর সংক্রান্তির আগুন আপনার জীবনের সমস্ত দুঃখ জ্বালিয়ে দিক,

ফিরিয়ে আনুক সমস্ত আনন্দ ও হাসিকে।"

মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা জানাই

৩)

৩)

"আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক ওপরে উঠুন,

যেভাবে ঘুড়ি আকাশে উড়ে যায়।"

মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই

৪)

৪)

"এই মকর সংক্রান্তি আপনার জীবনে নতুন সূচনা এবং সাফল্য বয়ে আনুক।

আপনাকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই।"

৫)

৫)

"আশা করি আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন,পূর্ণ হোক আপনার সমস্ত লক্ষ্য।"

শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা

৬)

৬)

"এই মকর সংক্রান্তির উদীয়মান সূর্য আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনুক।"

আপনাকে ও আপনার পরিবারকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা

৭)

৭)

"মকর সংক্রান্তির মাধ্যমেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক,রইল আমার শুভ কামনা।"

৮)

৮)

"আনন্দ, নিষ্ঠা, আন্তরিকতা এবং অনেক আশা নিয়েআপনাকে ও আপনার পরিবারকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা।"

৯)

৯)

"সমস্ত সুখ, দুঃখ, আনন্দ নিয়ে এগিয়ে চলুন জীবনের পথে।"

শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা

১০)

১০)

"তোমার জীবন ভালবাসায় ভরে উঠুক,

তোমার জীবন সম্পদে পূর্ণ হোক

তুমি সুখী হও।"

শুভ মকর সংক্রান্তি

English summary

Happy Makar Sankranti 2024: Wishes, quotes, greetings, images, WhatsApp and Facebook status in Bengali

Makar Sankranti is one of the most important festivals celebrated among the Hindus throughout the world. If you are looking for some best wishes, messages, greetings to convey to your loved ones then scroll down this article.
X
Desktop Bottom Promotion