Just In
- 5 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 14 hrs ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
- 15 hrs ago
Shani Jayanti 2022 : শনিদেবকে তুষ্ট করতে পালন করুন শনি জয়ন্তী, জেনে নিন তিথি ও শুভক্ষণ
- 21 hrs ago
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ২৫ মে-র রাশিফল
Maha Shivratri 2022 : রাশি মেনে শিবলিঙ্গের অভিষেক করুন, সারা বছর বজায় থাকবে সুখ-শান্তি!
এবার পয়লা মার্চ, মঙ্গলবার দেশজুড়ে মহাশিবরাত্রি পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রতি বছর মহাশিবরাত্রি উদযাপিত হয়। এই দিনে মহা আড়ম্বরে মহাদেবের পূজা করা হয়। মহাশিবরাত্রিতে ভক্তিভরে ভোলেনাথের পূজা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, এমনটাই বিশ্বাস করেন হিন্দুরা।
এবার মহাশিবরাত্রিতে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। মঙ্গল, শনি, বুধ, চন্দ্র ও শুক্র এই দিনে একসঙ্গে মকর রাশিতে থাকবে। তাই, এই শিবরাত্রিতে রাশি অনুযায়ী শিবের আরাধনা করা অত্যন্ত ফলদায়ক হবে।

মেষ রাশি
এই মহাশিবরাত্রিতে মেষ রাশির জাতকরা গঙ্গা জলে চিনি ও গুড় মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। আর, শিব পঞ্চাক্ষর মন্ত্র 'ওঁ নমঃ শিবায়' ১০৮ বার জপ করুন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের উচিত শিবলিঙ্গে গরুর দুধ ও দই দিয়ে অভিষেক করা। এতে করে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। এছাড়া, চাকরির সমস্যাও দূর হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। ডান হাতে ভগবান শিবকে ধুতুরা অর্পণ করুন। এতে মানসিক সমস্যা দূর হবে।

কর্কট রাশি
দুধে মিশ্রী ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এতে স্বাস্থ্যজনিত সমস্যা দূর হবে এবং পরিবারে সুখ থাকবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা জলে লাল চন্দন মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এতে চাকরি সংক্রান্ত সমস্যা ও পারিবারিক সমস্যা দূর হবে। মনের সব ইচ্ছা পূরণ হবে।

কন্যা রাশি
জলে সবুজ দূর্বা এবং ভাং মিশিয়ে শিবের অভিষেক করুন। মহাশিবরাত্রির দিনে এটি করলে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

তুলা রাশি
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে গরুর দুধে তৈরি ঘি ও গোলাপ পারফিউম দিয়ে অভিষেক করুন। এতে আর্থিক সমস্যা দূর হবে।

বৃশ্চিক রাশি
শিবরাত্রির দিন সকালে জলে চিনি ও মধু মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এতে পরিবারে সুখ-শান্তি আসবে। সেই সঙ্গে দূর হবে পারিবারিক কলহ।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের উচিত দুধে চিনি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা। এর সঙ্গে ১১ বার শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করুন। এতে কেরিয়ার সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে।

মকর রাশি
শিবলিঙ্গে তিলের তেল দিয়ে অভিষেক করুন। এছাড়াও, বেলপত্রে সাদা চন্দন লাগিয়ে ডান হাতে মহাদেবকে অর্পণ করুন। এতে প্রতিটি কাজে সফলতা আসবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। সেই সঙ্গে শিবকে বেল পাতার মালা অর্পণ করুন। এতে করে ধন লাভ হবে।

মীন রাশি
মীন রাশির জাতকরা জলে কেশর মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এটি করলে প্রতিটি কাজে সাফল্য আসবে।