For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mahashivratri 2023: শিবরাত্রিতে ভুলেও নয় এই ৬ কাজ, জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল!

|

মহাশিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের মহা রাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই প্রতি বছর শিবরাত্রি পালন করা হয়। পুরাণ মতে, দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহের দিন এই শিবরাত্রি। এই তিথিতে ভক্তিভরে শিব-পার্বতীর আরাধনায় অজ্ঞতা, অন্ধকার দুর হয়। পূরণ হয় মনের সকল বাসনা।

Dos and Donts on Mahashivratri

হিন্দুশাস্ত্র অনুসারে, মহাদেবকে তুষ্ট করতে ও তাঁর আশীর্বাদ পাওয়ার সবচেয়ে উত্তম উপায় হল মহাশিবরাত্রি ব্রত পালন। তবে শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। ভোলেনাথ যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, তেমনই তাঁর পুজোয় সামান্য ভুল হলেই তিনি খুব তাড়াতাড়ি রুষ্ট হয়ে যান। তাই শিব পুজোর সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে।

মহাশিবরাত্রি ব্রতের নিয়ম

মহাশিবরাত্রি ব্রতের নিয়ম

মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহুর্তে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর বাড়ির পূজা ঘরে বা কাছাকাছি কোনও শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। ছোটো ঘটিতে জল ও দুধ ভরে, তার সঙ্গে ফল, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, ভাং বা সিদ্ধি শিবলিঙ্গে অর্পণ করুন। পঞ্চামৃত দিয়েও শিবের অভিষেক করতে পারেন। ভক্তিভরে মহাদেবের পূজার্চনা করুন। মহাশিবরাত্রির ব্রত কথা শুনুন এই দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন। গোটা রাত্রি প্রদীপ জ্বালিয়ে রাখুন।

এই ধাতব পাত্র দিয়ে অভিষেক করুন

এই ধাতব পাত্র দিয়ে অভিষেক করুন

শিবের মাথায় জল ঢালার সময় স্টিল বা লোহার পাত্র ব্যবহার করবেন না। সর্বদা পিতল, কাঁসা, রূপা বা অষ্টধাতুর পাত্র দিয়েই শিবলিঙ্গের অভিষেক করুন।

শিব পূজায় এই ভুল করবেন না

শিব পূজায় এই ভুল করবেন না

শিবলিঙ্গের অভিষেকের জন্য তামার ঘট ব্যবহার করবেন না। কথিত আছে তামার পাত্র থেকে দুধ নিবেদন করলে শুভ ফল মেলে না। তামার পাত্রে দুধ রাখলে দুধ সংক্রমিত হয়ে যায় এবং তা আর নিবেদনের উপযোগী থাকে না। আর, শিবলিঙ্গে নিবেদনের জন্য শুধুমাত্র গরুর দুধ ব্যবহার করুন।

এই জিনিসগুলি নিবেদন করবেন না

এই জিনিসগুলি নিবেদন করবেন না

শাস্ত্র অনুসারে, শিবলিঙ্গে সিঁদুর ও কুমকুম ব্যবহার অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শিব পূজায় চন্দনের তিলক ব্যবহার করাই সবচেয়ে উত্তম বলে মনে করা হয়। এ ছাড়া, শিব পূজায় হলুদও ব্যবহার করা হয় না। এর পরিবর্তে, আবির, গুলাল এবং অক্ষত ব্যবহার করুন।

ভাঙা চাল অর্পণ করবেন না

ভাঙা চাল অর্পণ করবেন না

শিব পূজায় অক্ষত ব্যবহার বাধ্যতামূলক বলে মনে করা হয়। তবে কখনই ভাঙা চাল নিবেদন করবেন না। সর্বদা গোটা চাল ব্যবহার করুন। কমপক্ষে তিন বার পরিষ্কার জলে ধুয়ে তবেই মহাদেবের কাছে অক্ষত অর্পণ করুন।

তুলসী নিবেদন করবেন না

তুলসী নিবেদন করবেন না

মহাদেবের কাছে কখনই তুলসী পাতা নিবেদন করবেন না। এর পরিবর্তে বেলপত্র, গাঁজা পাতা ও ধুতুরা নিবেদন করুন। শিব আরাধনায় শমী পাতাও ব্যবহৃত হয়।

শঙ্খ বাজাবেন না

শঙ্খ বাজাবেন না

শিব পুরাণ মতে, ভুল করেও শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা উচিত নয়। শিবলিঙ্গে শঙ্খ থেকে জল অর্পণ করবেন না। এমনকি, শিবের পূজার সময় শঙ্খ বাজানোও নিষিদ্ধ।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

English summary

Maha Shivratri 2023: Things You Should Avoid During Maha Shivratri Puja in Bengali

This year, Maha Shivratri will be celebrated on 18 february 2023. And ahead of the festival, check out the dos and don'ts.
X
Desktop Bottom Promotion