For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Maha Shivratri 2022: শিবরাত্রির পূজায় এই রঙের পোশাক ভুলেও পরবেন না, রূষ্ট হবেন মহাদেব!

|

শিব পূজার সবচেয়ে শ্রেষ্ঠ ও পবিত্র দিন মহাদশিবরাত্রি। হিন্দুশাস্ত্র অনুসারে, দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহের দিন এই শিবরাত্রি। এই দিনে ভক্তিভরে তাঁর আরাধনা করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়। সকল ব্রতের মতো শিবরাত্রির ব্রতেরও বিশেষ কিছু নিয়ম আছে। ব্রতের দিন উপোস থেকে গঙ্গাজল, দুধ, ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গে রাত্রি চার প্রহরে চার বার স্নান করিয়ে বেলপাতা, ধুতুরা, আকন্দ, নীল অপরাজিতা এবং ফল মিষ্টি নিবেদনে মহাদেবের আরাধনা করা উচিত।

Which colour should we wear on Mahashivratri

তবে কেবল ভক্তিভরে পুজো করলেই হবে না, আপনার পোশাক নির্বাচনের দিকেও বিশেষ নজর দিন। জেনে নিন পূজার সময় কোন রঙের এবং কেমন পোশাক পরবেন -

শিবরাত্রিতে কোন রঙের পোশাক পরা উচিত নয়

শিবরাত্রিতে কোন রঙের পোশাক পরা উচিত নয়

মহাশিবরাত্রিতে ভোলেনাথের পূজার সময় কালো রঙের পোশাক ভুল করেও পরবেন না। মনে করা হয়, মহাদেব কালো রং পছন্দ করেন না। কালো রঙের পোশাক দেখে তিনি ক্রুদ্ধ হতে পারেন।

শিব পূজায় কোন রঙের পোশাক পরবেন

শিব পূজায় কোন রঙের পোশাক পরবেন

ভোলেনাথের পুজোর সময় সবুজ রঙের বস্ত্র পরিধান করা উচিত। মহাদেব সবুজ রং পছন্দ করেন। তবে সবুজ পোশাক না থাকলে লাল, সাদা, হলুদ, কেশর রঙের পোশাকও পরতে পারেন।

কোন ধরনের পোশাক পরতে হবে

কোন ধরনের পোশাক পরতে হবে

স্নানের পর পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করুন। পুজোর সময় সুতির কাপড় পরা উচিত, কারণ সুতির কাপড়কে শুদ্ধ বলে মনে করা হয়। এছাড়াও এটি আরামদায়ক এবং হালকা।

চামড়ার কিছু ব্যবহার করবেন না

চামড়ার কিছু ব্যবহার করবেন না

পোশাক যে কোনও ধরনের পরতে পারেন, তবে চামড়া ব্যবহার না করাই ভালো। যেমন - অনেকেই পুরুষই প্যান্টের সঙ্গে চামড়ার বেল্ট পরেন। এক্ষেত্রে ধুতি বা পায়জামা পরা ভালো।

English summary

Maha Shivratri 2022: What Color Clothes To Wear On This Auspicious Day in Bengali

Maha Shivratri 2022: Here in this article we are sharing what color clothes to wear on this auspicious day on Shivratri. Take a look.
X
Desktop Bottom Promotion