For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Kamada Ekadashi : ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই শুভ সময়ে পূজা করুন, জেনে নিন কামদা একাদশীর মাহাত্ম্য

|

হিন্দু ধর্মে একাদশী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। একাদশী মাসে দুই বার পালন করা হয় - শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। সুতরাং, বছরে মোট ২৪টি একাদশী পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। এই দিনে সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। আর, ভক্তিভরে বিষ্ণু পূজা করলে তাঁর বিশেষ আশীর্বাদ মেলে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের কামদা একাদশীর তারিখ, শুভ সময়, এবং তাৎপর্য সম্পর্কে।

Kamada Ekadashi 2021 Date

কামদা একাদশীর শুভ মুহুর্ত

কামদা একাদশীর শুভ মুহুর্ত

একাদশীর তিথির সূচনা - ২২ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১১টা বেজে ৩৫মিনিটে

একাদশীর তিথি সমাপ্ত - ২৩ এপ্রিল, শুক্রবার রাত ০৯টা বেজে ৪৭ মিনিটে

পরান সময় - ২৪ এপ্রিল, সকাল ০৫টা ০৯ মিনিট থেকে সকাল ০৭টা ৪৩ মিনিট পর্যন্ত

কামদা একাদশীতে বিশেষ যোগ

কামদা একাদশীতে বিশেষ যোগ

নতুন কাজ শুরু করার জন্য এই দিনটি উত্তম হবে। এই দিনটিতে যে ব্যক্তি শুভ এবং মাঙ্গলিক কাজ শুরু করবেন, তাতে সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ গণনা অনুসারে, এই বছর কামদা একাদশী বৃদ্ধি এবং ধ্রুব যোগে উদযাপিত হবে। এই উভয় যোগই শুভ কাজ করার জন্য খুব ভাল বলে মানা হয়।

কামদা একাদশী পূজা বিধি

কামদা একাদশী পূজা বিধি

একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন। এরপরেই পূজা শুরু করুন। প্রথমে ব্রতর সঙ্কল্প গ্রহণ করুন। ভগবান বিষ্ণুর পূজা শুরু করে তাঁকে জল, ফল, ফুল, মিষ্টি, ইত্যাদি অর্পণ করুন। ভগবান বিষ্ণুর হলুদ রঙ খুব পছন্দের, তাই তাঁর পূজাতে হলুদ ফুল ব্যবহার করুন। ভগবান বিষ্ণুর আরতি করুন। ব্রতের সমস্ত নিয়ম সঠিকভাবে পালন করুন।

আরও পড়ুন : পুজোর সময় শঙ্খ বাজানো ও স্বস্তিক চিহ্ন দেওয়ার রীতি কেন রয়েছে জানেন?

English summary

Kamada Ekadashi 2021 : Date, Muhurat, Shubh Sanyog, Significance in Bengali

Know about the 2021 Kamada ekadashi date, time, shubh muhurat, importance and vrat puja vidhi in Bengali.
X
Desktop Bottom Promotion