For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কালীপূজা ২০১৯ : দিন,ক্ষণ ও তাৎপর্য

|

সামনেই দীপাবলি। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরই চারিদিক ঝলমল করবে আলোয়, শুরু হবে উপহার বিনিময়, মিষ্টিমুখ। দীপাবলি বা দিওয়ালি ভারতের সর্বাধিক জনপ্রিয় উৎসব। বছর অতিক্রান্ত করে পুনরায় আগত দীপাবলি। তবে, আমরা সবাই দীপাবলির জন্য প্রস্তুতি নিলেও, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গুরুত্বপূর্ণ পুজো হল 'কালী পূজা', যা পূর্ব ভারতে বেশ জনপ্রিয়। এইসময়ের কালীপূজাকে বলা হয় দীপান্বিতা কালীপূজা। সর্বভারতীয় ক্ষেত্রে এইদিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও, কালী পূজা পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা সংলগ্ন অঞ্চলগুলির একটি গুরুত্বপূর্ণ পূজা। দীপান্বিতা কালীপূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি বা দিওয়ালি উৎসব পালিত হয়। এইবছর দীপাবলি ও দীপান্বিতা কালীপূজা পড়েছে ২৭ অক্টোবর।

Kali Puja

কালীপূজা প্রায় সারাবছরই হয়ে থাকে। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়। এছাড়াও, শনি ও মঙ্গলবারে, অন্যান্য অমাবস্যায় বা বিশেষ কোনও কামনাপূরণের উদ্দেশ্যেও কালী পূজা করা হয়।

বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসবে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বাংলার গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালীপ্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। তবে, দীপাবলির সময় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয় এবং এর আলাদাই গুরুত্ব আছে। এইদিন আলোকসজ্জা ও আতশবাজি উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়।

তবে, কালী পূজার এই আনুষ্ঠানিকতা অষ্টাদশ শতাব্দীর আগে ছিল না। এই বার্ষিক পূজা বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা প্রবর্তিত হয়েছিল এবং তা জনপ্রিয়তা পায়। পরে, তাঁর উত্তরাধিকার সূত্রে এই পূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে কালীপূজা বাংলায় দুর্গাপূজার মতোই এক বিরাট উৎসব।

২০১৯ সালের দীপান্বিতা কালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি -

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী

২৭ অক্টোবর ২০১৯, বাংলা তারিখ অনুযায়ী, ৯ কার্তিক ১৪২৬, রবিবার, অমাবস্যা শুরু হবে, দুপুর ১২টা বেজে ২৩ মিনিট নাগাদ।

একই দিনে শ্রীশ্রীকালীপূজা নিশীথরাত্রি ১০টা বেজে ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা বেজে ৪৪ মিনিটের মধ্যে।

অমাবস্যা শেষ হবে, ২৮ অক্টোবর ২০১৯, বাংলা তারিখ অনুযায়ী, ১০ কার্তিক ১৪২৬, সোমবার, সকাল
০৯টা বেজে ০৯ মিনিট নাগাদ।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী

২৭ অক্টোবর ২০১৯, বাংলা তারিখ অনুযায়ী, ৯ কার্তিক ১৪২৬, রবিবার, অমাবস্যা শুরু হবে, বেলা ১১টা বেজে ৪৪ মিনিট নাগাদ।

শ্রীশ্রীকালীপূজা নিশীথরাত্রির সময়সূচী একই থাকবে।

অমাবস্যা শেষ হবে, ২৮ অক্টোবর ২০১৯, বাংলা তারিখ অনুযায়ী, ১০ কার্তিক ১৪২৬, সোমবার, সকাল
০৯টা বেজে ৩৭ মিনিট নাগাদ।

কালীপূজার তাৎপর্য

অমাবস্যার রাতে দেবী লক্ষ্মীর পূজার পাশাপাশি কালী পুজোর তাৎপর্যও সমান গুরুত্বপূর্ণ। দেবী কালীর ভয়ঙ্কর চেহারার মধ্যেও সেই প্রেমময় এবং যত্নশীল মা-কে দেখা যায়। তিনি তাঁর ভক্তদের চারপাশে থাকা সমস্ত নেতিবাচক শক্তিগুলিকে ধ্বংস করে। তিনি হলেন সর্বোচ্চ শক্তির প্রকাশ। তিনি তাঁর ভক্তদের মধ্যে থেকে সমস্ত অশুচিতা, নেতিবাচকতা এবং অন্ধকার দূর করেন। দেবী কালীর উপাসনা করার মাধ্যমে একজন ভক্ত চিরকালের আশীর্বাদ লাভ করেন এবং তিনি তাঁর ভক্তকে সমস্ত ধরনের মন্দ থেকে মুক্ত করেন।

English summary

Kali Puja 2019 : Date, timings and Significance

Kali puja is dedicated to the worship of Goddess Kali. This year, Kali puja will be celebrated on 27 October, Sunday.
Story first published: Friday, October 25, 2019, 13:02 [IST]
X
Desktop Bottom Promotion