For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Hajj 2022 : হজে গিয়ে কেন 'শয়তানকে পাথর মারা' হয়? জেনে নিন হজ যাত্রা সংক্রান্ত কিছু তথ্য

|

করোনা অতিমারীর কারণে গত দু'বছর বন্ধ ছিল হজ যাত্রা। তবে এ বার খানিকটা কমেছে অসুখের প্রাবল্য। তাই অনুমতি মিলেছে হজের (Hajj 2022)। চলতি বছর মুসলমানদের পবিত্রতম হজ যাত্রা শুরু হচ্ছে ০৭ জুলাই থেকে, যা চলবে ১২ জুলাই পর্যন্ত। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হল হজ যাত্রা। ইসলামে বিশ্বাস করা হয় যে, আল্লাহর কৃপা লাভের জন্য জীবনে একবার হজ যাত্রা করা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা আবশ্যিক। যিনি হজ সম্পাদনের জন্য গমন করেন তাকে বলা হয় হাজী।

Facts About Hajj And The Pilgrimage To Mecca

হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে সারা বিশ্বের মুসলমানরা সমবেত হন। সেখানে হজ যাত্রীরা বেশ কিছু দিন অবস্থান করেন এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। চলুন জেনে নেওয়া যাক, হজ যাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

ইসলামের ৫টি স্তম্ভ

ইসলামের ৫টি স্তম্ভ

হজ যাত্রা হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। ইসলামে ৫টি স্তম্ভের মধ্যে রয়েছে - কলমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া এবং হজে যাওয়া।

হজ যাত্রা সংক্রান্ত তথ্য

হজ যাত্রা সংক্রান্ত তথ্য

হজে পুরুষরা সাদা পোশাক পরে এবং মহিলারা এমন পোশাক পরিধান করে, যা তাদের মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখে। এই সময় যাত্রীদের পারফিউম লাগানো, নখ কাটা বা চুল-দাড়ি কাটা নিষিদ্ধ থাকে। এছাড়াও, হজ যাত্রার সময় যাত্রীদের ঝগড়া বা বিতর্ক করার অনুমতি থাকে না।

হজের নিয়ম

হজের নিয়ম

যাঁরা হজ করতে যান তাঁদের প্রথমে সাতবার কাবা শরিফ প্রদক্ষিণ করতে হয়। ইসলাম ধর্ম মতে কাবা-কে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ তাঁরা যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে। কাবা হল সেই ভবন যার দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়েন। কাবাকে আল্লাহর ঘরও বলা হয়। কাবা সৌদি আরবের মক্কা শহরের মসজিদ আল-হারাম নামক মসজিদের মধ্যখানে অবস্থিত। প্রকৃতপক্ষে গোটা মসজিদটি কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে।

শয়তানকে পাথর মারা রীতি

শয়তানকে পাথর মারা রীতি

হজ পালনের সময় যে সব আচার-অনুষ্ঠান করা হয় তার মধ্যে একটি হল শয়তানকে পাথর মারা। হজের আনুষ্ঠানিকতায় মিনায় অবস্থান করে তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করতে হয়। পাথর নিক্ষেপের স্থানটিকে বলা হয় জামরা বা পাথরের স্তূপ। এটা শয়তানের প্রতীকী স্তম্ভ।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, হজরত ইব্রাহিম ঈশ্বরের নির্দেশে তাঁর পুত্র হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে যাচ্ছিলেন। জামরায় পৌঁছালে শয়তান তাঁর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে, যাতে তিনি ঈশ্বরের আদেশ না মানেন। তখন শয়তানকে লক্ষ্য করে তিনি পাথর নিক্ষেপ করেন। তাই আজও হজ পালনে শয়তানকে পাথর ছুঁড়ে মারার প্রথা রয়েছে। তিন শয়তানকে তাকবিরসহ পাথর নিক্ষেপ করা হজের অপরিহার্য অংশ। শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ হিসেবে এই পাথর নিক্ষেপ করা হয়।

হাজিরা মিনায় শয়তানকে পাথর মারেন, কোরবানি দেন, মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ করেন।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Hajj 2022 : Interesting Facts About Hajj And The Pilgrimage To Mecca In Bengali

Here are some interesting facts about hajj and the pilgrimage to mecca in bengali. Read on to know more.
Story first published: Thursday, July 7, 2022, 19:21 [IST]
X
Desktop Bottom Promotion