Just In
- 13 hrs ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
- 15 hrs ago
দৈনিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি ২০২১
- 24 hrs ago
চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন
- 1 day ago
গর্ভাবস্থায় এই সাতটি কাজ কখনোই করবেন না, মারাত্মক বিপদ হতে পারে
Don't Miss
সরস্বতী পূজা ২০২১ : বসন্ত পঞ্চমীতে কেন হলুদ রঙের পোশাক পরা হয়? জেনে নিন এর কারণ
আজ, সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। এবছর অর্থাৎ ২০২১ সালে নির্ঘণ্ট অনুযায়ী সরস্বতী পুজো পড়েছে ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরার দিন। সরস্বতী পুজো মানেই , সকাল সকাল স্নান সেরে সেজে-গুজে মায়ের চরণে অঞ্জলি দেওয়ার ধুম, সারাটা দিন বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো। আর, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্কুল, কলেজ, প্যান্ডেলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া, ছোটদের হাতে খড়ি।
সরস্বতী পুজোর দিন ছেলে মেয়ে নির্বিশেষে হলুদ পোশাক পরে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা করে। কিন্তু, আপনি কি জানেন, সরস্বতী পুজোর দিন কেন হলুদ রঙের পোশাক পরা হয়? কখনও কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে? তাহলে আসুন জেনে নেওয়া যাক এর কারণ।
সরস্বতী পুজোয় কেন হলুদ রঙের পোশাক পরা হয়?
সরস্বতী পুজোর দিনটিকে বসন্ত পঞ্চমী-ও বলা হয়। ধরা হয়, এই দিন থেকে শীত শেষ হয়ে বসন্ত কালের সূচনা হল। এই দিনটিতে হলুদ রঙকে শুভ হিসেবে বিবেচনা করার অনেকগুলি কারণ রয়েছে।
ষড়ঋতুর শেষ ঋতু হল বসন্ত। ঋতুরাজ বসন্তকে অন্যতম ভাগ্যবান মরসুম হিসেবে বিবেচনা করা হয় এবং এই কালকে প্রতীকায়িত করে বাসন্তী রং। আর, বাসন্তী ও হলুদ রং একে অপরের পরিপূরক। এই সময় উজ্জ্বল সূর্যের আলোয় প্রকৃতি ঝলমল করে ওঠে। বসন্ত কাল ঝলকানো তাপ, কঠোর শীত এবং ভারী বৃষ্টির মধ্যে ভারসাম্যতা মজায় রাখে। এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়, তাজা ফল এবং ফুল ফোটে।
সরস্বতী পূজা ২০২১ : জেনে নিন পূজা বিধি এবং কী করবেন
বাসন্তী বা হলুদ রং যে কোনও শুভকাজে শুভারম্ভের কথা ব্যক্ত করে। উজ্জ্বল হলুদ রঙ হল শক্তি, সমৃদ্ধি, ভাগ্য এবং ইতিবাচকতার প্রতীক। হলুদ রং আমাদের অন্তরাত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে এবং মানসিকভাবেও আমাদের শক্তিশালী করে।
এছাড়াও বিশ্বাস করা হয় যে, বসন্ত পঞ্চমীতে সূর্যের 'উত্তরায়ণ' এর ফলে পৃথিবীর উপর আসা সূর্যের হলুদ রশ্মি সমৃদ্ধির ইঙ্গিত দেয় এবং আমাদেরকে সূর্যের মতো সতেজ হতে শেখায়। এটি বসন্ত পঞ্চমীতে হলুদ রঙকে খুব গুরুত্বপূর্ণ করে তোলে। এই কারণে বসন্তের প্রথম দিনটিতে এই রংয়ের পোশাক পরা হয়।