Just In
- 4 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 14 hrs ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
- 14 hrs ago
Shani Jayanti 2022 : শনিদেবকে তুষ্ট করতে পালন করুন শনি জয়ন্তী, জেনে নিন তিথি ও শুভক্ষণ
- 20 hrs ago
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ২৫ মে-র রাশিফল
Saraswati Puja 2022: রাশি মেনে করুন দেবী সরস্বতীর আরাধনা, জীবনে সাফল্য আসবেই!
বসন্ত পঞ্চমীর দিন বিদ্যা, বুদ্ধি ও শিল্পকলার দেবী সরস্বতীর পুজো করা হয়। এই শুভ দিনে সকল ছাত্র-ছাত্রীরা ভক্তিভরে বাগদেবীর আরাধনা করে। মায়ের কাছে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করে। এই দিন বাচ্চাদের হাতেখড়ি দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে। নিষ্ঠা-সহকারে দেবীর পুজো করলে সিদ্ধিলাভ হবেই হবে, এমন কথাই প্রচলিত রয়েছে। চলতি বছর ৫ ফেব্রুয়ারি, শনিবার সরস্বতী পুজো।
জ্যোতিষ মতে, রাশি মেনে সরস্বতী পুজোর দিন কিছু কাজ করলে শিক্ষার্থীরা সুফল পেতে পারেন। তাহলে জেনে নিন, আপনার রাশি অনুযায়ী সরস্বতী পুজোর দিন কী করবেন -

মেষ রাশি
দেবী সরস্বতীর পূজার সময় সরস্বতী কবচ পাঠ অবশ্যই করুন। এতে জ্ঞান লাভ হবে এবং একাগ্রতার অভাবও দূর হবে।

বৃষ রাশি
দেবী সরস্বতীকে প্রসন্ন করতে সাদা চন্দনের তিলক লাগান এবং ফুল অর্পণ করুন। এতে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।

মিথুন রাশি
মা সরস্বতীকে সবুজ রঙের কলম অর্পণ করুন। এই পেন দিয়েই আপনার সমস্ত কাজ করুন।

কর্কট রাশি
মা সরস্বতীকে পায়েসের ভোগ অর্পণ করুন। সঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত জাতকরা এর ফলে বিশাল উপকৃত হবেন।

সিংহ রাশি
দেবী সরস্বতীর পূজার সময় গায়ত্রী মন্ত্র জপ করুন। বিদেশে পড়াশোনা করছেন এমন জাতকদের ইচ্ছা পূরণ হবে।

কন্যা রাশি
দরিদ্র শিশুদের মধ্যে লেখাপড়ার সামগ্রী বিতরণ করুন - কলম, পেন্সিল, বই, খাতা, ইত্যাদি। এটা করলে কন্যা রাশির জাতকদের পড়াশোনায় আগত বাধা দূর হবে।

তুলা রাশি
বসন্ত পঞ্চমীর দিনে কোনও ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করুন। শিক্ষার্থীরা এমন করলে তাদের বাণীর সমস্যা দূর হবে এবং কথাবার্তায় মধুরতা আসবে।

বৃশ্চিক রাশি
ভক্তিভরে দেবী সরস্বতীর আরাধনা করুন। পূজার পর মা সরস্বতীর কাছে লাল রঙের কলম অর্পণ করুন। এর প্রভাবে স্মৃতিশক্তির সমস্যা দূর হবে।

ধনু রাশি
দেবীর কাছে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। এর ফলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আপনার উচ্চশিক্ষার ইচ্ছাও পূরণ হবে।

মকর রাশি
গরিবদের সাদা রঙের শস্য দান করুন। এর ফলে মা সরস্বতীর আশীর্বাদ পাবেন এবং আপনার বুদ্ধির বিকাশ ঘটবে।

কুম্ভ রাশি
দরিদ্র শিশুদের স্কুল ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করুন। আপনার উপর দেবী সরস্বতীর আশীর্বাদ থাকবে এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

মীন রাশি
ছোটো মেয়েদের হলুদ রঙের কাপড় দান করুন। এতে আপনার কর্মজীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। মায়ের আশীর্বাদ আপনার উপর থাকবে।