For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ফেং শুই মতে কীভাবে সাজাবেন শোওয়ার ঘর

|

(ছবি) ফেং শুই মতে কীভাবে সাজাবেন শোয়ার ঘর
চীন থেকে এলেও ফেং শুই কিন্তু ভারতেও কম জনপ্রিয় নয়। অনেক ভারতীয়ই নিজের নতুন বাড়ি সাজানোর ক্ষেত্রে ফেং শুইকে গুরুত্ব দেন।

ফেং শুই আপনার বাড়িতে শান্তি নিয়ে আসে। তবে যে যাই বলুক বাড়ির প্রাণকেন্দ্র কিন্তু শোওয়ার ঘর। রাতের ঘুমটুকু গভীর না হলে জীবনে শান্তি আসা বেশ কষ্টকর। তাই ফেং শুই করতে গেলে শোওয়ার ঘর প্রথমেই বেছে নেওয়া উচিত। কিন্তু কীভাবে ফেং শুই করবেন তা কি জানা আছে?

ফেং শুই অনুসারে, যখন আমরা ঘুমোই আমরা অসহায় থাকি। সে সময় যদি কোনও ঋণাত্মক শক্তি আমাদের চারিপাশে থাকে আমরা তাদের দিকে আকৃষ্ট হই। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। এই ধরণের সমস্যা এড়াতে ফেং শুইয়ের জুড়ি মেলা ভার।

আপনার শোয়ার ঘরের ফেং শুই টোটকা

ইলেকট্রনিক দ্রব্যাদি সরিয়ে দিন

ইলেকট্রনিক দ্রব্যাদি সরিয়ে দিন

টেলিভিশন, কম্পিউটার, ল্য়াপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক দ্রব্যাদি শোয়ার ঘর থেকে সরিয়ে দিন। এই ধরণের বৈদ্যুতিন দ্রব্যাদি ধনাত্মক শক্তির প্রবেশে বাধা দেয়।

বিছানার দিকনির্ণয়

বিছানার দিকনির্ণয়

ফেং শুই মতে বিভিন্ন দিকে রাখা যায় খাট, কিন্তু সেটা কোন দিকে রাখা হবে তা আপনার জীবনের কোন বিষয়টিকে আপনি প্রাধান্য দিতে চান তার উপর নির্ভর করবে। তবে সাধারণভাবে দেওয়াল ঘেঁষেই রাখা হয় বিছানা। যাতে শোয়ার সময় মাথা থাকে দেওয়ালের দিকে। তবে খেয়াল রাখবেন শোয়ার সময় আপনার মাথা যেন কোনও দেওয়ালের কোণের দিকে না থাকে। আপনার পা যে দরজার দিকে না থাকে শোয়ার সময়।

ফেংশুই মতে ঘরের দেওয়ালের রং

ফেংশুই মতে ঘরের দেওয়ালের রং

ফেংশুই মতে পার্থিব রংগুলিই সবচেয়ে বেশি কার্যকরী। খয়েরি রং, হাল্কা বালু রং, শোয়ার ঘরের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। লাল, গোলাপী, বেগুনী, ল্যাভেন্ডার, কোরাল অরেঞ্জ রংগুলিই ভাল লাগে।

আয়না

আয়না

শোয়ার ঘরের ক্ষেত্রে আয়নার কথা ভুলে গেলে চলবে না। যদি আপনার মাথা বা শরীরের উপরিভাগ আয়নায় প্রতিফলিত হয় শোয়ার সময় তাহলে আয়নার দিক পরিবর্তন করা উচিত। আয়না যদি শোয়ার সময় আপনার মাথার পিছনের দেওয়ালে থাকে এবং তাতে আপনার ছবি যদি প্রতফলিত না হয় তাহলে ঠিক আছে। নয়তো আপনার শুতে যাওয়ার সময় কাপড় দিয়ে আয়নাটি ঢেকে দিন যাতে আপনার ছবি প্রতিফলিত হচ্ছে।

English summary

How To Feng Shui Your Bedroom

How To Feng Shui Your Bedroom
X
Desktop Bottom Promotion