Just In
Don't Miss
গণেশ চতুর্থী ২০২০ : আপনার প্রিয়জনদের জন্য রইল গণেশ পুজোর শুভেচ্ছা বার্তা
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ। অন্যদিকে, নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা। মহারাষ্ট্র , গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে খুবই জনপ্রিয় এই গণেশ পুজো। অত্যন্ত ধুমধামের সহিত এই পুজো করা হয়। এইবছর ২২ অগাষ্ট গণেশ চতুর্থী। এই উৎসব চলবে দশদিন।
এইদিন গণেশের প্রতিমা এনে পুজো করা হয়। পুজোর আনন্দে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন একে অপরের সাথে মিশে যান। হিন্দুরা বিশ্বাস করেন, এইদিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। গণেশ চতুর্থীতে আপনার নিকট বা প্রিয়জনদের কাছে শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে পারেন। এখানে আপনাদের জন্য কিছু মেসেজ বা শুভেচ্ছা বার্তা রইল।

১)
আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে
আপনার জীবনে সুখ, আনন্দ আনতে
ভগবান গণেশ সবসময় পাশে আছেন।
শুভ গণেশ চতুর্থী

২)
আপনাকে জ্ঞানের আলোয় ভরিয়ে দিতে,
আপনার পরামর্শদাতা হতে,
আপনার পথপ্রদর্শক ও আপনার রক্ষক হতে
ভগবান গণেশ সর্বদা পাশে আছেন...
শুভ গণেশ চতুর্থী

৩)
সবাইকে সুন্দর ও বর্ণময় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। এই উৎসব আপনার জীবনে অনেক হাসি ও আনন্দ বয়ে আনুক... শুভ গণেশ চতুর্থী

৪)
সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা... এই উৎসবের বর্ণময় রঙগুলি আপনার জীবনের প্রতিটি মূহুর্তে উজ্জ্বল হয়ে উঠুক। শুভ গণেশ চতুর্থী

৫)
ভগবান তোমাকে শান্তি, ভালবাসা ও আশীর্বাদ প্রদান করুক। শুভ গণেশ চতুর্থী...

৬)
ভগবান আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক, আপনার জীবনে শুভারম্ভ হোক। শুভ গণেশ চতুর্থী...
গণেশ চতুর্থী ২০২০ : কেন করা হয় গণেশ পুজো? জেনে নিন এই উৎসবের তাৎপর্য