For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

March 2022 Festivals : শিবরাত্রি ও দোলযাত্রা ছাড়াও একাধিক উৎসব রয়েছে মার্চে, দেখে নিন সম্পূর্ণ তালিকা

|

ব্রত ও উৎসবের দিক থেকে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এ বছরেও মার্চ মাসে একাধিক ব্রত, উৎসব পালিত হবে। মার্চ মাস শুরু হয়েছে মহাশিবরাত্রি দিয়ে। দোলযাত্রা, হোলিও এই মাসেই উদযাপন করা হবে।

Festivals and Vrats in the month of March 2022

আসুন জেনে নেওয়া যাক, মার্চ মাসে কবে কোন ব্রত ও উৎসব পালন করা হবে।

০১ মার্চ ২০২২ : মহাশিবরাত্রি

০১ মার্চ ২০২২ : মহাশিবরাত্রি

মহাদেবের পুজোর সবচেয়ে সেরা দিন মহাশিবরাত্রি। হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই দিনে ভক্তিভরে ভোলেনাথের পুজো করলে সকল মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। পুরাণ অনুযায়ী, শিবরাত্রির দিনেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল।

০২ মার্চ ২০২২ : ফাল্গুন অমাবস্যা

০২ মার্চ ২০২২ : ফাল্গুন অমাবস্যা

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে ফাল্গুন অমাবস্যা বলা হয়। ফাল্গুনী অমাবস্যায় পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশে দান, তর্পণ, শ্রাদ্ধকর্ম করা শুভ বলে মনে করা হয়। এবার ২ মার্চ পড়েছে ফাল্গুন অমাবস্যা।

০৪ মার্চ ২০২২ : রামকৃষ্ণ জয়ন্তী

০৪ মার্চ ২০২২ : রামকৃষ্ণ জয়ন্তী

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭তম জন্মতিথি উৎসব পালিত হবে ৪ মার্চ, শুক্রবার। এ দিন বেলুড় মঠ-সহ বিশ্বের সব আশ্রমেই মহা আড়ম্বরে জন্মতিথি অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণদেবের পুজোর পাশাপাশি এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

১৪ মার্চ ২০২২ : আমলকী একাদশী

১৪ মার্চ ২০২২ : আমলকী একাদশী

পঞ্জিকা অনুযায়ী, ফাল্গুন শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী হিসেবে পরিচিত। এই বছর ১৪ মার্চ পড়েছে আমলকী একাদশী।

১৫ মার্চ ২০২২ : মীন সংক্রান্তি, প্রদোষ ব্রত (শুক্ল)

১৫ মার্চ ২০২২ : মীন সংক্রান্তি, প্রদোষ ব্রত (শুক্ল)

১৫ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের মীন রাশিতে প্রবেশকে মীন সংক্রান্তি বলা হয়। মীন সংক্রান্তির সময় বিবাহ বা অন্য কোনও মাঙ্গলিক কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। এ দিন প্রদোষ ব্রতও পড়েছে। শিব ভক্তদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

১৮ মার্চ ২০২২ : দোলযাত্রা

১৮ মার্চ ২০২২ : দোলযাত্রা

এই বছর দোলযাত্রা বা দোলপূর্ণিমা পড়েছে ১৮ মার্চ। একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা, ভালবাসা বিনিময় এবং মিষ্টি মুখ করার উৎসব হল দোল। তবে দোল বা বসন্ত উৎসব কেবল বাংলার উৎসব নয়। বাংলায় দোল এবং অন্যান্য প্রদেশে হোলি নামে পালিত হলেও, আসলে বসন্ত উৎসব হল শ্রীকৃষ্ণের আরাধনার উৎসব।

১৯ মার্চ ২০২২ : হোলি

১৯ মার্চ ২০২২ : হোলি

হোলি সাধারণত দোলের পরের দিন পালন করা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হোলি। এ বছর ১৯ মার্চ হোলি উদযাপিত হবে।

২৮ মার্চ ২০২২ : পাপমোচিনী একাদশী

২৮ মার্চ ২০২২ : পাপমোচিনী একাদশী

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপমোচিনী একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত ধরণের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এ বছর ২৮ মার্চ পড়েছে পাপমোচিনী একাদশী।

২৯ মার্চ ২০২২ : প্রদোষ ব্রত (কৃষ্ণ)

২৯ মার্চ ২০২২ : প্রদোষ ব্রত (কৃষ্ণ)

এই দিনটি ভগবান শিবের জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে, এদিন ভক্তিভরে ব্রত পালন করলে মনের সব ইচ্ছা পূরণ হয়।

৩০ মার্চ ২০২২ : মাসিক শিবরাত্রি

৩০ মার্চ ২০২২ : মাসিক শিবরাত্রি

শিব ভক্তদের জন্য মাসিক শিবরাত্রি খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভক্তরা ব্রত রাখে এবং ভগবান শিবের উপাসনা করে।

English summary

Festivals and Vrats in the month of March 2022

March 2022 Festivals and Vrats List in Bengali: Let us know about the list of fasts and festivals falling in March month. Take a look.
X
Desktop Bottom Promotion