For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Festivals in December 2022: ডিসেম্বরে কোন কোন উৎসব উদযাপিত হবে? দেখে নিন ব্রত ও উৎসবের সম্পূর্ণ তালিকা

|

ডিসেম্বর মাস এলেই নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে নতুন বছরকে স্বাগত জানানোর আগে প্রতি বছরই ডিসেম্বর মাসে অনেক বড় বড় উৎসব উদযাপিত হয়ে থাকে। এই মাসের সবচেয়ে বড় আকর্ষণ হল বড়দিন বা ক্রিসমাস। গোটা বিশ্বে জাঁকজমক করে ক্রিসমাস উদযাপিত হয়।

December 2022 Festival Calendar

২০২২ সালের ডিসেম্বরে মাসেও অনেক উৎসব উদযাপিত হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, ডিসেম্বর মাসে কবে কোন উৎসব উদযাপন হবে -

গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী : ০৩ ডিসেম্বর, শনিবার

গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী : ০৩ ডিসেম্বর, শনিবার

অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী। কথিত আছে, মহাভারতের যুদ্ধের সময় মোক্ষদা একাদশীর দিন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। তাই এই তারিখে গীতা জয়ন্তীও পালিত হয়। গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত শুভ।

এই দিনে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে ভগবানের আরাধনা করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী একই তিথিতে পড়ার কারণে, এই দিনে ব্রত রাখার গুরুত্ব অনেক বেশি। এই দিনে শ্রী কৃষ্ণের উপাসনা করাও খুব ফলদায়ক হতে পারে।

দত্তাত্রেয় জয়ন্তী : ৭ ডিসেম্বর, বুধবার

দত্তাত্রেয় জয়ন্তী : ৭ ডিসেম্বর, বুধবার

অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয় জয়ন্তী পালন করা হয়। এই দিনটি দত্ত পূর্ণিমা নামেও পরিচিত। মহাযোগীশ্বর দত্তাত্রেয়-কে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অবতার মনে করা হয় এবং অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে তিনি অবতরণ করেন। এবার দত্তাত্রেয় জয়ন্তী পালিত হবে ৭ ডিসেম্বর, বুধবার।

সফলা একাদশী : ১৯ ডিসেম্বর, সোমবার

সফলা একাদশী : ১৯ ডিসেম্বর, সোমবার

পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় সফলা একাদশী। এটি বছরের শেষ একাদশী। এই দিনে লক্ষ্মী-নারায়ণের আরাধনা করা হয়। শাস্ত্র মতে, সফলা একাদশী ব্রত পালনে জীবনের সকল ঝুট-ঝামেলা দূর হয় এবং কাজে সাফল্য আসে। এ বছর সফলা একাদশী পড়েছে ১৯ ডিসেম্বর।

বড়দিন : ২৫ ডিসেম্বর, রবিবার

বড়দিন : ২৫ ডিসেম্বর, রবিবার

ভারত-সহ গোটা বিশ্বে ২৫ ডিসেম্বর মহা ধুমধাম করে বড়দিন উদযাপিত হয়। খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব এটি। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট। যদিও আজও তাঁর জন্ম তারিখ নিয়ে অনেক সংশয় রয়েছে।

গুরু গোবিন্দ সিং জয়ন্তী : ২৯ ডিসেম্বর, মঙ্গলবার

গুরু গোবিন্দ সিং জয়ন্তী : ২৯ ডিসেম্বর, মঙ্গলবার

গুরু গোবিন্দ সিং হলেন শিখ ধর্মের দশম গুরু। ১৬৬৬ সালে পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। মানব সমাজের উন্নতি এবং জাতির নৈতিক মূল্যবোধ রক্ষায় তাঁর ত্যাগ ও বলিদান ভোলার মতো নয়। তিনিই খালসা সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন।

English summary

December 2022 Festival Calendar : Festivals and Vrats in the month of December 2022 In Bengali

To know about those festivals that will be celebrated in December month, check out this article.
Story first published: Wednesday, November 30, 2022, 15:29 [IST]
X
Desktop Bottom Promotion