For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পয়লা বৈশাখ, রামনবমী ছাড়াও এপ্রিল মাসে এই উৎসবগুলি উদযাপিত হবে, রইল সম্পূর্ণ তালিকা

|

ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল শুরু হয়ে গিয়েছে। এই মাসে অনেক বড় উৎসব পালিত হতে চলেছে। ব্রত এবং উৎসবের দিক দিয়ে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ, চৈত্র নবরাত্রি, রামনবমী, হনুমান জয়ন্তীর মতো উৎসব উদযাপিত হবে এপ্রিল মাসে।

Festivals and Vrats in the Month of April 2021

তাহলে আসুন জেনে নেওয়া যাক, এপ্রিল মাসে কোন কোন উৎসব উদযাপিত হবে এবং সেগুলির সঠিক দিন-ক্ষণ।

গুড ফ্রাইডে : ২ এপ্রিল ২০২১

গুড ফ্রাইডে : ২ এপ্রিল ২০২১

এই বছর গুড ফ্রাইডে ২ এপ্রিল পালিত হবে। খ্রীষ্টধর্মের মানুষদের কাছে এটি একটি বিশেষ দিন। বিশ্বাস করা হয় যে, এই দিন যীশুখ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল।

শীতলা অষ্টমী এবং ইস্টার : ৪ এপ্রিল ২০২১

শীতলা অষ্টমী এবং ইস্টার : ৪ এপ্রিল ২০২১

শীতলা অষ্টমীর দিন বাসি খাবার খাওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এটি করলে সমস্ত ধরণের রোগ থেকে মুক্তি মেলে। এছাড়া, এই বছর ইস্টার ৪ এপ্রিল উদযাপিত হবে।

পাপমোচনী একাদশী : ৭ এপ্রিল ২০২১

পাপমোচনী একাদশী : ৭ এপ্রিল ২০২১

একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়। এই একাদশী তিথিকে সমস্ত পাপের বিনাশকারী বলা হয়। এবছর পাপমোচনী একাদশী ৭ এপ্রিল, বুধবার পড়েছে।

প্রদোষ ব্রত : ৯ এপ্রিল ২০২১

প্রদোষ ব্রত : ৯ এপ্রিল ২০২১

একাদশীর মতোই প্রতি মাসে দু'বার প্রদোষ ব্রত রাখা হয়। চৈত্র মাসের প্রথম প্রদোষ ব্রত (কৃষ্ণপক্ষ) ৯ এপ্রিল পড়েছে। এই দিনটি শিবের পুজো করা হয়।

মাসিক শিবরাত্রি : ১০ এপ্রিল ২০২১

মাসিক শিবরাত্রি : ১০ এপ্রিল ২০২১

মাসিক শিবরাত্রি পড়েছে ১০ এপ্রিল। এই দিনে, ভগবান শিবের পূজা করা হয়।

সোমবতী অমাবস্যা : ১২ এপ্রিল ২০২১

সোমবতী অমাবস্যা : ১২ এপ্রিল ২০২১

সোমবার অমাবস্যা তিথি পড়লে একে সোমবতী অমাবস্যা বলা হয়। এই দিনে হরিদ্বার কুম্ভের দ্বিতীয় শাহী স্নানও আছে।

রমজান : ১২ এপ্রিল ২০২১

রমজান : ১২ এপ্রিল ২০২১

২০২১ সালের রমজান মাস ১২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং এটি ১২ মে সমাপ্ত হবে।

চৈত্র নবরাত্রি শুরু : ১৩ এপ্রিল ২০২১

চৈত্র নবরাত্রি শুরু : ১৩ এপ্রিল ২০২১

এই দিনে চৈত্র নবরাত্রি শুরু হবে। এই দিনে ঘটস্থাপন করা হবে।

পয়লা বৈশাখ : ১৫ এপ্রিল ২০২১

পয়লা বৈশাখ : ১৫ এপ্রিল ২০২১

এবছর ১৫ এপ্রিল পয়লা বৈশাখ পড়েছে। পয়লা বৈশাখের মাধ্যমেই বাংলা নতুন বছরের শুরু হয়। প্রত্যেক বাঙালীর কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে এই দিনটি মহাধুমধাম করে পালিত হয়।

এর ঠিক আগের দিন অর্থাৎ ১৪ এপ্রিল পড়েছে চড়ক পূজা।পশ্চিম বাংলায় এই উৎসব জাঁকজমক করে পালিত হয়।

মাসিক রাশিফল : এপ্রিল মাসে কোন রাশির জাতকদের ভাগ্য ভালো হবে? জানতে পড়ুন এপ্রিল মাসের রাশিফলমাসিক রাশিফল : এপ্রিল মাসে কোন রাশির জাতকদের ভাগ্য ভালো হবে? জানতে পড়ুন এপ্রিল মাসের রাশিফল

রামনবমী : ২১ এপ্রিল ২০২১

রামনবমী : ২১ এপ্রিল ২০২১

ধর্মীয় বিশ্বাস অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এই বছরের ২১ এপ্রিল, রামনবমী উদযাপিত হবে।

এবছর বাসন্তী পুজো আয়োজিত হতে চলেছে ১৯ এপ্রিল, আর অন্নপূর্ণা পুজো পড়েছে ২০ এপ্রিল।

কামদা একাদশী : ২৩ এপ্রিল ২০২১

কামদা একাদশী : ২৩ এপ্রিল ২০২১

২৩ এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করা হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

মহাবীর জয়ন্তী : ২৫ এপ্রিল ২০২১

মহাবীর জয়ন্তী : ২৫ এপ্রিল ২০২১

এই বছর মহাবীর জয়ন্তী ২৫ এপ্রিল পড়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন।

চৈত্র পূর্ণিমা ও হনুমান জয়ন্তী : ২৭ এপ্রিল ২০২১

চৈত্র পূর্ণিমা ও হনুমান জয়ন্তী : ২৭ এপ্রিল ২০২১

ধর্মীয় বিশ্বাস অনুসারে, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে হনুমান জয়ন্তী পালিত হবে। এই দিনে হরিদ্বার কুম্ভের তৃতীয় এবং অন্তিম স্নান হবে।

English summary

Festivals and Vrats in the Month of April 2021

Look at the festivals in the month of April 2021 to gear up for the celebrations.
X
Desktop Bottom Promotion