For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dussehra 2022 : দশেরার দিন কেন রাবণ দহন করা হয়? জেনে নিন আসল কারণ!

|

হিন্দু বাঙালিরা যখন দুর্গাপুজো পালন করেন, তখন ভারতের কোথাও কোথাও পালিত হয় দশেরা বা নবরাত্রি। দশেরা কোথাও কোথাও পরিচিত দশহরা বা দশাইন নামে। কোনও কোনও জায়গায় একে বিজয়া দশমী-ও বলা হয়। এই বছর অর্থাৎ ২০২২ সালে দশেরা বা বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, বুধবার।

dussehra

দশেরার ইতিহাস নিয়ে নানান মতামত শোনা যায়। আসলে, দশেরা হল দেবীপক্ষের দশম দিন বা নবরাত্রির দশম দিন। হিন্দুমতে বিশ্বাস করা হয়, এইদিন লঙ্কার রাজা দশানন রাবণকে হারিয়ে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। দশহরা শব্দের অর্থ - দশ মানে দশানন রাবণ, আর হরা মানে হার। দশেরার দিন ভারতের বিভিন্ন জায়গায় রাবণ দহনের মাধ্যমে এই দিন পালন করা হয়। সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ দশহরা বা দশেরা উৎসবটি আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে উদযাপিত হয়।

আরও শোনা যায়, ৯ রাত্রি ১০ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন। সুতরাং এই দিন দেবীর জয়ের দিন। 'বিজয়া দশমী' মা দুর্গার হাতে মহিষাসুরের পরাভবকেও ব্যক্ত করে। মহিষাসুরই হোন আর রাবণই হোন, এই দিনটি আসলে অশুভ শক্তির পরাজয়কেই মনে করায় অর্থাৎ অশুভকে বিনাশ করে শুভ শক্তির সূচনা ৷ নবরাত্রির দেবীশক্তির আরাধানাও শেষ হয় এই দিনে।

English summary

Dussehra 2022 : Date, History and Significance

This year dussehra is on 5 october. Read on to know the history and significance.
X
Desktop Bottom Promotion