For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজয়া দশমী : এবার উমার বিদায়ের পালা, জেনে নিন দশমীর নির্ঘণ্ট

|

আজ 'বিজয় দশমী'। দশমী মানেই বিষাদের সুর, কারণ উমার এবার বিদায় বেলা। আবার এক বছরের অপেক্ষা। স্বভাবতই মন খারাপ সমস্ত মর্ত্যবাসীর। তবে আমাদের মন যতই ভারাক্রান্ত হোক না কেন, মনে রাখতে হবে যে আজই উমার বিজয়ের দিন। পুরাণ অনুসারে, নয় দিন নয় রাত্রি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার পর দশম দিনে জয়ী হয়েছিলেন দেবী দুর্গা। তাই তাঁকে বিজয়া বলা হয়।

শ্রীচণ্ডীর কাহিনি অনুযায়ী, দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণাচতুর্দশীতে এবং মহিষাসুরকে বধ করেন শুক্লপক্ষের দশমীতে। তাই দশমীতে এই বিজয়কেই বিজয়া দশমী চিহ্নিত করা হয়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, ২০২১ সালের বিজয়া দশমীর নির্ঘণ্ট।

Vijayadashami 2021 date and time

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

দশমী তিথি আরম্ভ - ১৪ অক্টোবর, বাংলার ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টা বেজে ৫৪ মিনিটে।

দশমী তিথি শেষ - ১৫ অক্টোবর, বাংলার ২৮ আশ্বিন, শুক্রবার। সন্ধ্যা ৬টা বেজে ০৩ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

দশমী তিথি আরম্ভ - ১৪ অক্টোবর, বাংলার ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ডে।

দশমী তিথি শেষ - ১৫ অক্টোবর, বাংলার ২৮ আশ্বিন, শুক্রবার। রাত ৮টা ২০ মিনিট ১০ সেকেন্ডে।

দশেরা

বিজয়া দশমীর দিনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হয় দশেরা। রাবণ দহনের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। যদিও এর কাহিনী অনেকটাই আলাদা। পৌরাণিক কাহিনী অনুসারে, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতেই লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন রাম। দশহরা শব্দের অর্থ - দশ মানে দশানন রাবণ, আর হরা মানে হার।

মহিষাসুরই হোন আর রাবণই হোন, এই দিনটি আসলে অশুভ শক্তির পরাজয়কেই মনে করায় অর্থাৎ অশুভকে বিনাশ করে শুভ শক্তির সূচনা৷

English summary

Durga Visarjan 2021 : Date, Time and Significance of Vijayadashami

The tenth day is known as Vijayadashami or Dussehra and this year Durga Visarjan will be done on the same date too, i.e, 15 October 2021. Read on to know more.
Story first published: Friday, October 15, 2021, 0:02 [IST]
X
Desktop Bottom Promotion