For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দূর্গাপূজা ২০২০ : এবছর মহালয়ার একমাস পরে শুরু দুর্গাপুজো, জানুন এর কারণ

|

মা দূর্গার আগমনী বার্তা প্রকৃতিই সবার আগে আমাদের কাছে পৌঁছে দেয়। শরতের নীল আকাশে সাদা মেঘ, শিউলির সুবাস, কাশ ফুল, কুমোরটুলির প্রতিমা, এই সংকেতগুলির সাথে প্রতিটি বাঙালি অনুরণন করতে পারে যে দুর্গাপূজা আসছে। তবে দূর্গাপুজোর সাথে মহালয়ার খুব দৃঢ় সংযোগ আছে, কারণ মহালয়ার স্তোত্রপাঠ থেকেই সূচনা হয় দেবীপক্ষের। মাকে স্বাগত জানাতে মহালয়ার দিন থেকেই ঢাকে কাঠি পড়ে।

Durga Puja 2020 : Durga Puja To Begin One Month After Mahalaya, Know The Reasons Behind It

সচরাচর মহালয়া আর দূর্গাপুজোর মধ্যে ফারাক থাকে মূলত এক সপ্তাহের, কিন্তু এবার একটু অন্যরকম। প্রতিবছর মা আমাদের কাছে আসেন আশ্বিন মাসে। তবে এবছর আর সেটা হবে না, কারণ মা আশ্বিনের বদলে কার্তিক মাসে মর্ত্যে আগমন করবেন। ২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর, আর মহাষষ্ঠী পড়েছে ২২ অক্টোবর অর্থাৎ প্রায় একমাসের ব্যবধান। জানা গিয়েছে ১৯৮২ এবং ২০০১ সালেও এমন ঘটনা ঘটেছিল। তাহলে জেনে নেওয়া যাক কেন এমনটা হয়।

মহালয়া আর দূর্গাপুজোর মধ্যে কেন একমাসের ফারাক?

হিন্দু পঞ্জিকা মতে, প্রতি দুই-তিন বছর অন্তর একটি করে অতিরিক্ত মাস আসে। একেই বলা হয় অধিকমাস বা মলমাস। আর এই মলমাসে কোনও শুভ কাজ করা হয় না। তাই, পিতৃপক্ষ শেষ হওয়ার পরই দূর্গাপূজা এ বছর হবে না, কারণ পিতৃপক্ষের পরই আশ্বিন মাসের অধিকমাস বা মলমাস শুরু হবে।

অধিকমাস কেন আসে?

শাস্ত্র অনুযায়ী, সৌর বৎসর ৩৬৫ দিনে এবং চন্দ্র বৎসর ৩৫৪ দিনে গণনা করা হয়। আর এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকে ১১ দিনের। তিন বছরে এটি এক মাসের সমান হয়ে যায়। তাই, এই অতিরিক্ত মাসের পার্থক্য দূর করার জন্য প্রতি দুই-তিন বছর অন্তর যে অতিরিক্ত মাস আসে, তাকেই অধিকমাস বা মলমাস বলা হয়। ২০২০ সালে আশ্বিন মাসের অধিকমাস। আর এই মলমাসে সমস্ত পবিত্র কার্য বন্ধ থাকে।

আরও পড়ুন : পিতৃপক্ষ ২০২০ : পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রাদ্ধ, জানুন পিতৃপক্ষের সমস্ত গুরুত্বপূর্ণ তিথি

গোটা মাসে কোনও সূর্য সংক্রান্তি থাকে না বলে এই মাসটি মলিন হয়ে যায়। তাই একে মলমাস বলা হয়। আবার, একই মাসে দুটি অমাবস্যাকেও মলমাস হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়।

English summary

Durga Puja 2020 : Durga Puja To Begin One Month After Mahalaya, Know The Reasons Behind It

Durga Puja To Begin One Month After Mahalaya, Know The Reasons Behind It.
X
Desktop Bottom Promotion