For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Durga Puja 2022 : এ বছর মা দুর্গার আগমন ও গমন কীসে? জানুন শুভ না অশুভ সময় আসছে

|

দুর্গা পুজোর আর বেশি দেরি নেই। ঘরে ঘরে শুরু হয়ে গেছে পুজোর শপিং, প্ল্যানিং। ঘরের মেয়ের ঘরে ফেরার আনন্দে বাঙালিদের মধ্যে এখন সাজো সাজো রব। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা বিশ্ববাসীর কেমন কাটবে।

Maa Durga Vahan

সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনেই আগমন ও গমন করেন। জেনে নিন, ২০২২ সালে দেবী দুর্গা কোন বাহনে চেপে মর্ত্যে আগমন করবেন এবং কোন বাহনে করে কৈলাশ ফিরে যাবেন -

দুর্গা পূজার তিথি

দুর্গা পূজার তিথি

এ বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। দেবীপক্ষের শুরু। মহাষষ্ঠী পড়েছে ০১ অক্টোবর এবং বিজয়া দশমী পড়েছে ০৫ অক্টোবর।

মা দুর্গার আগমন ও গমন

মা দুর্গার আগমন ও গমন

পুরাণ অনুযায়ী, মা দুর্গার মর্ত্যে আগমন ও গমনের জন্য বিভিন্ন যানবাহন রয়েছে। দেবীর প্রত্যেকটি বাহন থেকে ভবিষ্যতে কী হতে চলেছে তার সঙ্কেতও মেলে। শাস্ত্র অনুযায়ী, দেবীর আসা ও যাওয়া নির্ভর করে সপ্তমী ও দশমী তিথি কোন বার পড়েছে তার উপর। যেমন - সপ্তমী বা দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন ও গমন নির্দেশ করে। আর, শনিবার বা মঙ্গলবার হলে বাহন হবে ঘোটক। আবার, বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা। বুধবার হলে বাহন হয় নৌকা। তবে, একই বাহনে দেবীর আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বয়ে আনে।

দেবীর আগমন কীসে?

দেবীর আগমন কীসে?

২০২২ সালে দেবী দুর্গার আগমন হবে গজে, অর্থাৎ হস্তি বা হাতিতে চড়ে মা দুর্গা পা রাখবেন মর্ত্যে।

গজে দেবীর আগমনের ফলে শস্যপূর্ণ বসুন্ধরা দেখা যায়। চারিদিকে শস্যের উৎপাদন বেড়ে যায়। সুখ, সমৃদ্ধি বজায় থাকে।

দেবীর গমন কীসে?

দেবীর গমন কীসে?

চলতি বছর দেবীর গমন হবে নৌকায়। যার ফল খুব একটা শুভ নয়। শস্য বৃদ্ধি হলেও জল বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এর ফলে বন্যার আশঙ্কা থেকেই যায়।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Durga Puja 2022 : Maa Durga Vehicle in 2022 is Elephant; Know significance of Maa Durga Vahan in Bengali

Durga Puja 2022 : Maa Durga Vehicle in 2022 is Elephant; Know significance of Maa Durga Vahaan.
Story first published: Monday, September 19, 2022, 17:23 [IST]
X
Desktop Bottom Promotion