For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুর্গাপূজা ২০১৯ : উত্তর কলকাতার কয়েকটি সেরা থিম পুজো

|

এবছরের শুরু হয়ে গিয়েছে বাঙালির দুর্গোৎসব। প্রত্যেক বাঙালীর ঘরে ঘরে এখন উৎসবের রেশ। আজ মহাষষ্ঠী। প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়েছেন পুজো প্রেমী মানুষেরা। ভিড় জমেছে গোটা কলকাতার প্রত্যেকটা পুজো মণ্ডপে। থিমের কারুকার্য দেখতে প্রত্যেক পুজো প্রেমী মানুষ মুখিয়ে আছে। থিমের দিক থেকে দক্ষিণ কলকাতার পাশাপাশি উত্তর কলকাতাও চলেছে সমান তালে। আর, উত্তর কলকাতার পুজো মানেই ঐতিহ্যের ছোয়া। যাঁর মধ্যে রয়েছে থিম সহ সাবেকি পুজোর মেলবন্ধন। দেখে নেওয়া যাক এবছরের উত্তর কলকাতার কিছু সেরা পুজোর থিম।

Durga Puja pandals

আহিরীটোলা সর্বজননীন

প্রতিবছরের মত এবারও দর্শনার্থীদের নতুনত্ব থিম উপহার দিতে সেজে উঠেছে আহিরীটোলা সর্বজননীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের থিম 'অজান্তে'। রাজাকে ভালোবেসে রানীর তৈরি স্থাপত্যের নাম রানী কী ভাও। তা রয়েছে সুদূর গুজরাতে। তবে এবার পুজোয় এই স্থাপত্য দেখতে হলে আপনাকে যেতে হবে উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে গোটা মণ্ডপ। প্রাচীন মূর্তির আদলে মূর্তি তৈরি করা হয়েছে মণ্ডপজুড়ে। স্থাপত্যের পাশাপাশি জল সঙ্কটকেও তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে।

চোরবাগান সর্বজনীন

উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো হল চোরবাগান সর্বজনীন, এবার ৮৪ তম বর্ষে পদার্পণ করল। এবছরের থিম হল 'দৃষ্টি থাক সৃষ্টিতে'। পরিবেশবান্ধব ভাবনা দিয়ে পুজোমণ্ডপ তৈরি করেছে এই পুজো। ১৫ লাখ ধুধুল দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। দেবী প্রতিমার গায়ে উজ্জ্বল সোনালি রঙ। চমক থাকছে আলোকসজ্জাতেও।

হাতিবাগান সর্বজনীন

এবছর ৮৫ তম বর্ষে পদার্পণ করল উত্তর কলকাতার অন্যতম বড়ো বাজেটের পুজো হাতিবাগান সর্বজনীন। থিম 'চালচিত্রের পাঁচালী'। রাজবাড়ির আদলে গড়ে তোলা হয়েছে মণ্ডপটি। সনাতনী মাতৃপ্রতিমা গড়ে তোলা হয়েছে। তবে, একটা নতুন চমক এনেছে এই পুজো। পুজো প্যান্ডেলে নাকি ছবি তুলবেন মা দুর্গা স্বয়ং! তাই আর সেলফি নয়, মা দুর্গার সামনে দাঁড়িয়ে ভক্তিভরে প্রণাম করলেই উঠবে আপনার ছবি। সেই ছবি ফুটে উঠবে সামনে রাখা স্ক্রিনে, ছবিটির সঙ্গে দেওয়া QR code স্ক্যান করলেই আপনার ছবি চলে আসবে আপনার মোবাইলে। পাশাপাশি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করার সুযোগও আছে!

দমদম পার্ক তরুণ সংঘ

৩৪ তম বর্ষে পদার্পণ করল দমদম পার্ক তরুণ সংঘ। এবছরের থিম হল 'ভাবুন'। যেখানে দেখানো হয়েছে আজ থেকে ৫০ বছর আগে পৃথিবীর গঠন ঠিক কেমন হবে। চারিদিক গজিয়ে উঠেছে বড় বড় ইমারত, মাটি বলে কিছুই নেই,গাছ, জল, অক্সিজেন সবকিছুরই কমতি।

জগৎ মুখার্জ্জী পার্ক

উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো জগৎ মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি এবছর ৮৩ তম বর্ষে পদার্পণ করল। তাদের এবছরের থিম হল 'গঙ্গাদর্শনে কাশী রুদ্রতীর্থ বারাণসী'। যাঁরা কাশী দর্শন করেননি তাঁরা কলকাতায় থেকেই কাশী দর্শন করতে পারবে। কাশীর বিখ্যাত দুর্গা মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।

কাশীবোস লেন

কাশীবোস লেন দুর্গাপুজো কমিটির এবছরের থিম 'প্রাণের অস্তিত্ব'। যেখানে দেখা যাবে পৃথিবীর সব উপাদানই আছে কিন্তু, জল নেই। আর, জল না থাকলে থাকবেনা প্রাণ। লোহার ছোট-বড় পাইপ, বাঁশ, ইট। প্রকৃতির প্রায় সমস্ত উপাদান নিয়েই তৈরি হয়েছে পুজোর মণ্ডপ।

টালা পার্ক প্রত্যয়

এবছরের থিম 'কল্পলোক'। মণ্ডপের মাধ্যমে দেবী আরাধনার বিষয়টিই ফুটিয়ে তোলা হচ্ছে। গতবছরের মতো এবছরও প্রতিমাতে থাকবে বিশেষ চমক।

দমদম তরুণ দল

এবছরের থিম 'দেবীপক্ষ'। ট্যাগলাইন হলো আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গানের লাইনটিই মণ্ডপের মাধ্যমে বর্ণনা করা হয়েছে।

Read more about: durga puja pandals
English summary

Durga Puja 2019 : Durga Puja themes in North Kolkata

Here is a look at the important Durga Puja pandals in north kolkata.
X
Desktop Bottom Promotion