For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Apara Ekadashi 2022 : অপরা একাদশীর দিন ভুলেও এই ৬ কাজ করবেন না, হতে পারে ঘোর অমঙ্গল!

|

বছরে ২৪টি একাদশী তিথির প্রত্যেকটির আলাদা আলাদা নাম এবং তাৎপর্য রয়েছে। প্রতি একাদশী তিথিতেই সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী। এটি অচলা একাদশী নামেও পরিচিত। এ বছর অপরা একাদশী পড়েছে ২৬ মে, বৃহস্পতিবার।

Do not do this work on Apara Ekadashi

ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভক্তি সহকারে অপরা একাদশী ব্রত পালন করলে সকল পাপ নাশ হয়, জীবনে সুখ আসে। তবে একাদশীর দিন বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত, নইলে ঘোর বিপদ হতে পারে -

ভাত খাবেন না

ভাত খাবেন না

ধর্মীয় বিশ্বাস অনুসারে, একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয়। এ দিন যাঁরা ভাত খান তাঁরা পরের জন্মে সরীসৃপ প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়।

এ নিয়ে আরেকটি মতবাদও প্রচলিত আছে - মা শক্তিকে ক্রোধের আগুন থেকে বাঁচানোর জন্য মহর্ষি মেধা নিজের শরীর ত্যাগ করেন। এরপর তাঁর শরীরের অংশ ধরিত্রীতে মিশে যায়। যে দিন এই ঘটনা ঘটে সেদিনটি ছিল একাদশী তিথি। মহর্ষি মেধার দেহ মাটির সঙ্গে মিলিয়ে গিয়ে সেখান থেকে ধান ও বার্লি গাছ উৎপন্ন হয়। এই কারণেই হিন্দু শাস্ত্রে ধান এবং বার্লি প্রাণী হিসেবে বিবেচিত হয়। তাই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে, একাদশীতে ভাত খাওয়া হল মহর্ষি মেধার মাংস ও রক্ত ​​খাওয়ার সমতুল্য।

রাগ করা উচিত নয়

রাগ করা উচিত নয়

একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়। এই দিনে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা উচিত। একাদশীর দিন রাগ করা উচিত নয় এবং ঝগড়া-ঝামেলা থেকেও দূরে থাকা উচিত। ভুল ধারণা বা খারাপ চিন্তাভাবনা মনে আনবেন না। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ দূরাচারী, সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।

ব্রহ্মচর্য পালন করুন

ব্রহ্মচর্য পালন করুন

অপরা একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করলে তাঁর আশীর্বাদ মেলে।

কাউকে অপমান করবেন না

কাউকে অপমান করবেন না

অপরা একাদশীর দিন গুরুজনদের এবং কোনও মহিলাকে অপমান করবেন না। যাঁরা নারীকে সম্মান করে না, তাঁদেরকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কেবল একদশীতেই নয়, কোনও দিনই কাউকে অপমান করা উচিত নয়। মনে করা হয়, এই দিনে ক্রুদ্ধ হলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন, ফলে জীবনে সুখ-শান্তি থাকে না।

আমিষ খাবার খাবেন না

আমিষ খাবার খাবেন না

অপরা একাদশীর একদিন আগে থেকে আমিষ খাবার খাবেন না। এই নিয়ম না মানলে জীবনে বিভিন্ন সমস্যায় পড়বেন। যাঁরা ব্রত পালন করবেন না, তাঁদেরও একাদশীতে সাত্ত্বিক ভোজন করা উচিত।

সাবান ব্যবহার এবং নখ কাটা নিষিদ্ধ

সাবান ব্যবহার এবং নখ কাটা নিষিদ্ধ

একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল, সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। চুলও কাটবেন না।

English summary

Apara Ekadashi 2022: Do not do this work on Apara Ekadashi

Apara Ekadashi 2022: Don’t do this work even by forgetting on this day. Read on.
X
Desktop Bottom Promotion