For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Diwali Puja Mantra : দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দীপাবলিতে এই মন্ত্রগুলি পাঠ করুন!

|

হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব দীপাবলি। প্রতিবছর গোটা ভারতজুড়ে মহা আড়ম্বরের সহিত পালিত হয় এই উৎসব। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। বাঙালীরা আবার এই সময় ধুমধাম করে কালী পুজো করে থাকেন। তবে অনেক বাঙালীও দীপাবলির সময় লক্ষ্মী পুজো করেন, যাকে বলে দীপান্বিতা লক্ষ্মীপুজো।

এমন কয়েকটি মন্ত্র রয়েছে, যার মাধ্যমে আপনি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন। দেখে নিন সেই ১০টি মহালক্ষ্মী মন্ত্র -

১)

১)

ওঁ শ্রীং হ্রীং ক্লীং ত্রিভুবন মহালক্ষ্ম্যৈ অস্মাঙ্ক দারিদ্র নাশয প্রচুর ধন দেহি দেহি ক্লীং হ্রীং শ্রীং ওঁ ।।

মহালক্ষ্মীর এই মন্ত্রটি আপনাকে ৭২ দিনের মধ্যে ১২,৫০০০ বার পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন!

২)

২)

ওঁ শ্রীং হ্রীং ক্লীং ঐং সৌং ওঁ হ্রীং ক এ ই ল হ্রীং হ স ক হ ল হ্রীং সকল হ্রীং সৌং ঐং ক্লীং হ্রীং শ্রী ওঁ।

এই মন্ত্র দিওয়ালির শুভ সময়ে পড়তে পারেন। এটি করলে দিওয়ালির সময় উপকৃত হবেন।

৩)

৩)

ওঁ হ্রীং শ্রীং ক্রীং শ্রীং ক্রীং ক্লীং শ্রীং মহালক্ষ্মী মম গৃহ ধনং পুরয পুরয চিন্তায়ৈ দুরয দুরয স্বহা। এই মন্ত্রকে বলা হয় সাফল্যের মন্ত্র।

প্রতিদিন অফিসে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করা উচিত। এতে আপনি প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবেন।

৪)

৪)

ওঁ সর্ববাঁধা বিনির্মুক্ত, ধন ধন্যঃ সুতান্বিতঃ। মনুষ্য মৎপ্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ঃ ওঁ ।।

প্রতিদিন দেবী লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করলে আশীর্বাদ মিলবে। বিশ্বাস করা হয় যে, এই মন্ত্র জপ করলে আপনার সম্পদ ও উপার্জন বাড়বে। তাই এই মহালক্ষ্মী মন্ত্রটি সর্বদা জপ করা উচিত।

৫)

৫)

ওঁ শ্রী মহালক্ষ্ম্যৈ চ বিদ্মহে বিষ্ণু পত্ন্যৈ চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ ওঁ।।

মা লক্ষ্মীর আশীর্বাদ যার উপর পড়ে তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। এই মন্ত্রটি জপ করলে আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন।

৬)

৬)

ওঁ শ্রীং শ্রীয়েং নমঃ।।

এই মহালক্ষ্মী মন্ত্রটি সর্বদা জপ করা উচিত। বিশ্বাস করা হয় যে, এই মন্ত্রটি সর্বদা জপ করলে সুখ-সম্পদের কোনও অভাব হয় না। এই মন্ত্রটি খুবই উপকারি।

আরও পড়ুন :দীপাবলি ২০২০ : জেনে নিন দীপাবলি ও লক্ষ্মী পুজোর দিন-ক্ষণ

৭)

৭)

ওঁ ঐং হ্রীং শ্রীং জ্যেষ্ঠ লক্ষ্মী স্বয়ম্ভুবে হ্রীং জ্যেষ্ঠায়ৈ নমঃ।।

এটি মন্ত্রটি মহালক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য। প্রতিদিন দেবী লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করলে উপকৃত হবেন। বিশ্বাস করা হয় যে, এই মন্ত্রটি জপ করলে আপনার সম্পদ ও উপার্জন বাড়বে।

৮)

৮)

ওঁ হ্রীং ক্লীন মহালক্ষ্ম্যৈ নমঃ।।

এই মন্ত্রটি দিওয়ালির শুভ সময় পাঠ করতে পারেন। এই মন্ত্রটি পাঠ করলে আপনার দিওয়ালির সুখ দ্বিগুণ হবে।

৯)

৯)

ওঁ হ্রীং ক্ষ্রৈং শ্রীং লক্ষ্মী নৃসিংহায় নমঃ।।

ওঁ ক্লীন ক্ষ্রৈং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ।।

প্রতিদিন দেবী লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করলে অনেক উপকার পাবেন। তাই এই মহালক্ষ্মী মন্ত্রটি সর্বদা জপ করা উচিত।

১০)

১০)

ওঁ শ্রীং হ্রীং ক্লীং শ্রীং সিদ্ধ লক্ষ্ম্যৈ নমঃ।।

এই মন্ত্রটি জপ করে আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন। এই মন্ত্রটি প্রতিদিন জপ করা উচিত।

English summary

Diwali Puja Mantra: Chant these Maha Lakshmi Mantras for wealth & prosperity

Here are some of the Diwali Puja Mantras/Lakshmi Puja Mantras to make all your desires come true during this Diwali.
X
Desktop Bottom Promotion