For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dhanteras 2022 : ২৩ অক্টোবর ধনতেরাস, জেনে নিন শুভক্ষণ, গুরুত্ব ও পূজা বিধি

|

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস বা ধনত্রয়োদশী উদযাপিত হয়। এই দিনে ভগবান ধন্বন্তরী এবং দেবী লক্ষ্মী ও কুবের দেবের পূজা করা হয়। সোনা, রুপো, বাসনপত্র অথবা যে কোনও ধাতুর জিনিস কেনারও চল আছে ধনতেরাসের দিন। ধনতেরাস উপলক্ষে যমদেবের নামেও প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে।

Dhanteras 2022 Date and Time

বিশ্বাস করা হয়, ধনতেরাসের দিনে কেনা স্থাবর-অস্থাবর সম্পত্তি তেরো গুণ বৃদ্ধি পায়। চলুন জেনে নেওয়া যাক, ধনতেরাসের তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও গুরুত্ব সম্পর্কে -

ধনতেরাসের তিথি ও শুভক্ষণ

ধনতেরাসের তিথি ও শুভক্ষণ

পঞ্জিকা অনুসারে, ২০২২ সালে ধনতেরাস পড়েছে ২৩ অক্টোবর, রবিবার।

ত্রয়োদশী তিথি শুরু - ২২ অক্টোবর, সন্ধ্যা ৬টা ০২ মিনিটে।

ত্রয়োদশী তিথি শেষ - ২৩ অক্টোবর, সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে।

ধনতেরাস পুজোর সময় - বিকেল ৪টা ৪৮ থেকে ০৬টা ০৩ পর্যন্ত

প্রদোষ কাল - বিকেল ৪টা ৪৮ থেকে সন্ধ্যা ৭টা ২০

ধনতেরাস পূজা বিধি

ধনতেরাস পূজা বিধি

ধনতেরাসের দিন সন্ধ্যায় উত্তর দিকে কুবের ও ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন। মা লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন। ধূপ, প্রদীপ জ্বালিয়ে সঠিক নিয়ম মেনে পূজা করুন। ফুল, ফল, মিষ্টি অর্পণ করুন। কুবের দেবতাকে সাদা মিষ্টি এবং ধন্বন্তরীকে হলুদ মিষ্টি নিবেদন করবেন। পূজার সময় 'ওঁ হ্রীং কুবেরায় নমঃ' মন্ত্রটি জপ করবেন। ভগবান ধন্বন্তরীকে খুশি করতে এই দিনে ধন্বন্তরী স্তোত্র পাঠ করুন।

ধনতেরাসের তাৎপর্য

ধনতেরাসের তাৎপর্য

পৌরাণিক কাহিনী অনুসারে, সমুদ্র মন্থনের সময় এই দিনেই ভগবান ধন্বন্তরী নিজের হাতে অমৃত কলস নিয়ে আবির্ভূত হন। তাই এই দিনে তাঁর পূজা করা হয়। ধনতেরাসের দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ধন্বন্তরির পূজা করার রীতি আছে। দেবী লক্ষ্মী ও কুবেরের পূজায় ধন লাভ হয়। আর, ধন্বন্তরীর উপাসনায় পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন লাভ হয়। এই তিথিতে সোনা, রুপা, কাঁসা, পিতল বা সাধ্যমতো যে কোনও ধাতু ক্রয় করে গৃহে আনলে পারিবারিক সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Dhanteras 2022 : Date, Shubh Muhurat, Rituals, Puja Vidhi And Significance in Bengali

Let's find out Dhanteras 2022 Date, time, significance, Shubh Muhurat, Puja Vidhi, and other important details.
X
Desktop Bottom Promotion