For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সপ্তাহের কোন দিন কোন মন্ত্রটি পাঠ করলে মনের সব ইচ্ছা পূরণ হবে জানা আছে?

হিন্দু ধর্মের উপর লেখা একাধিক বইয়ে এমনটা উল্লেখ পাওয়া যায় যে মন্ত্র হল আসলে এমন কিছু শব্দের সমষ্টি, যার অন্দরে লুকিয়ে রয়েছে প্রচুর শক্তি।

|

শাস্ত্র মতে মন্ত্র হল সেই শক্তি যাকে কাজে লাগিয়ে মনের যে কোনও ইচ্ছা পূরণ করা সম্ভব। আমাদের অনেকেই এমন ধরণা আছে যে মন্ত্র শুধু পুজোর সময় পাঠ করা উচিত। এই ধরণা কিন্তু একেবারে ঠিক নয়। কারণ দিনের যে কোনও সময়ই মনে মনে মন্ত্রচ্চারণ করা যায়। আর এমনটা যদি করতে পারেন, তাহলে মহাবিশ্ব আপানার মনের সব ইচ্ছা পূরণ করার পিছনে লেগে পরবে। ফলে নিজের বাড়ি, গাড়ি তো হবেই, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চুরম সফলতার স্বাদ পেতেও কেউ আটকাতে পারবে না।

হিন্দু ধর্মের উপর লেখা একাধিক বইয়ে এমনটা উল্লেখ পাওয়া যায় যে মন্ত্র হল আসলে এমন কিছু শব্দের সমষ্টি, যার অন্দরে লুকিয়ে রয়েছে প্রচুর শক্তি। তাই তো যে কোনও মন্ত্রচ্চারণ করলে আমাদের আশেপাশে পজেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে। ফলে খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারে হ্রাস পায়। শুধু তাই নয়, সপ্তাহের সাতটি দিনের জন্য সাতটি আলাদা আলাদ মন্ত্র আছে। তাই বিশেষ দিনে যদি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আরও বেশি মাত্রায় সুফল পাওয়া যায়। তাই আর অপেক্ষা নয়, জীবন সুন্দর করে তুলতে এবং মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ করতে এই প্রবন্ধটি একবার পড়তেই হবে। তাহলেই দেখবেন জীবনটা একেবারে বদলে যাবে।

আসলে এই লেখায় বার অনুসারে কোন দিন কোন মন্ত্র পাঠ করলে বেশি উপকার পাওয়া যায়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

১. রোবিবার:

১. রোবিবার:

শাস্ত্র মতে সপ্তাহের শুরুর দিনটি মা দূর্গা এবং সূর্য দেবের আরাধনা করার দিন। তাই তো এই দিন মা এবং দেবকে প্রসন্ন করতে বিশেষ কিছু মন্ত্র পাঠ করতেই হবে। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে মা দূর্গা হলেন সর্বশক্তির আধার। তাই তো তাঁর আরধনা করলে জীবনের সব কষ্ট মিটে যেতে শুরু করে। সেই সঙ্গে সুখ-শান্তির ঝাঁপি ভরে ওঠে। অন্যদিকে সূর্য দেবের আরাধনা করলে রোগ-ব্যাধির থেকে মুক্তি মিলবে। সেই সঙ্গে মনের সব ইচ্ছা পূরণ হতেও দেখবেন সময় লাগবে না। প্রসঙ্গত, মায়ের আরধনা করার সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল- "ওম শ্রী দূর্গায় নমহ"। আর সূর্য দেবকে মনে মনে ডাকতে যে মন্ত্রটি পাঠ করার প্রয়োজন রয়েছে, সেটি হল- "আম সূর্যায় নমহ"।

২. সোমবার:

২. সোমবার:

এই দিনটি হল ভগবান শিবের দিন। তাই তো দেবের ছবি মনে মনে ভেবে যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল- "ওম নমঃ শিবায়"। এই মন্ত্রটি সারা দিন ধরে মনে মনে জপ করলে যে কোনও বাঁধা সরে যেতে সময় লাগবে না। শুধু তাই নয়, মনের সব ইচ্ছা তো পূরণ হবেই, সই সঙ্গে কু-দৃষ্টির কারণে খারাপ কোনও ঘটনা ঘটার আশঙ্কাও কমবে।

৩. মঙ্গলবার:

৩. মঙ্গলবার:

মনের মতো চাকরি পাচ্ছেন না? সেই সঙ্গে অর্থ কষ্টও আছে? তাহলে বন্ধু প্রতি মঙ্গলবার হনুমান জি মন্ত্র পাঠ করুন। দেখবেন জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগবে না। আসলে এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে আমাদের সব কষ্ট দূর হয়। সেই সঙ্গে মন শান্ত হয়, ব্রেন পাওয়ার বাড়ে। মেলে আরও অনেক উপকার। তাই অফুরন্ত সুখ-শান্তির সন্ধান যদি পেতে চান, তাহলে প্রতি মঙ্গলবার "ওম শ্রী হানুমাতে নমহঃ", এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন!

৪. বুধবার:

৪. বুধবার:

অনেক টাকার মালিক হয়ে উঠতে তো সবাই চায়। কিন্তু কজনই বা সেই স্বপ্ন পূরণ করতে পারে বলুন! কিন্তু আপনি যদি চান তাহলে নিমেষে আপনার এই স্বপ্ন পূর হতে পারে কিন্তু! কীভাবে এমনটা সম্ভব, তাই ভাবছেন নিশ্চয়? শাস্ত্র মতে প্রতি বুধবার গণেশ ঠাকুরের মন্ত্র পাঠ করলে পকেট ভর্তি টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন তো পূরণ হয়ই, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চুরান্ত সাফল্য লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। আসলে শ্রী গণেশ হলেন সমৃদ্ধির দেবতা। তাই তো দেবের আরাধনা করলে সুখ এবং সমৃদ্ধি রোজের সঙ্গী হয়। এক্ষেত্রে যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল- "ওম শ্রী গণেশায় নমহঃ"।

৫. বহস্পতিবার:

৫. বহস্পতিবার:

সপ্তাহের এই দিনটি সবর্শক্তিমান ভগবান বিষ্ণুর দিন। আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে একবার ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারেন, তাহলে জীবন বদলে যেতে সময় লাগবে না। শুধু তাই নয়, কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, সব ক্ষেত্রেই সফলতা রোজের সঙ্গী হয়ে উঠবে। তাহলে আর আপেক্ষা কেন, প্রতিপক্ষকে পিছনে ফেলে যদি সামনে এগিয়ে যেতে চান, তাহলে সপ্তাহের এই বিশেষ দিনটিতে ভগবান বিষ্ণুর আরধনা করতে ভুলবেন না যেন। আর এমনটা করার সময় যে মন্ত্রটি জপ করতে হবে, সেটি হল- "ওম নামো নারায়ানা"।

৬. শুক্রবার:

৬. শুক্রবার:

রবিবারের মতো শুক্রবারও হল মা দূর্গার দিন। এদিন মাকে মনে মনে আরাধনা করলে মনের জোড় তো বাড়বেই, সেই সঙ্গে ভয় দূরে পালাবে, সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটবে চোখে পরার মতো। শুধু কী তাই, কর্মক্ষেত্রে চোখে পরার মতো সফলতা লাভের সম্ভাবনাও বাড়বে। মা দুর্গাকে প্রসন্ন করতে "ওম শ্রী দুর্গায় নমহঃ", এই মন্ত্রটি পাঠ করতে হবে। তাহলেই কেল্লা ফতে!

৭. শনিবার:

৭. শনিবার:

সপ্তাহের একেবারে শেষ দিনটি হল শনি দেব এবং হনুমান জির দিন। এদিন হনুমান জির আরাধনা করলে মনের জোড় বৃদ্ধি পায়। সেই সঙ্গে সব ধরনের বাঁধা পেরিয়ে যেতে শুরু করে। ফলে জীবন সুন্দর হয়ে উঠতে সময় লাগে না। আর যদি শনি দেবকে প্রসন্ন করতে পারেন, তাহলে তো কথাই নেই! হনুমান জির নাম করার সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল- "ওম হানুমাতে নামাহঃ"। আর শনি দেবকে প্রসন্ন করতে যে মন্ত্রটি পাঠ করা জরুরি, সেটি হল- "ওম শনি দেবায় নমহঃ"।

Read more about: ধর্ম
English summary

Chant these everyday Mantra 9 times daily as per the day of concerned god or goddess to get benefit.

SUNDAY IS THE DAY OF GODDESS DURGA AND SUN GOD. 2. MONDAY - MONDAY IS THE DAY OF LORD SHIVA. 3. TUESDAY - TUESDAY IS THE DAY OF LORD HANUMAN. 4. WEDNESDAY - WEDNESDAY IS THE DAY OF LORD GANESHA. 5. THURSDAY - THURSDAY IS THE DAY OF LORD VISHNU, GURU, SHIRDI SAI BABA AND LORD BRIHASPATI. 6. FRIDAY - FRIDAY IS THE DAY OF GODDESS DURGA. 7. SATURDAY - SATURDAY IS THE DAY OF LORD HANUMAN AND LORD SHANI. Chant these everyday Mantra 9 times daily as per the day of concerned god or goddess to get benefit.
Story first published: Wednesday, April 4, 2018, 11:18 [IST]
X
Desktop Bottom Promotion