Just In
Don't Miss
জুন মাসে বিয়ের পরিকল্পনা করছেন? দেখে নিন বিবাহের শুভ তারিখ ও সময়
সাধারণত কোনও ভারতীয় বিয়েতে অনেক নিয়ম-কানুন থাকে তাই বিয়ের তারিখ ঠিক করার ক্ষেত্রে শুভ দিন-ক্ষণ দেখা হয়। বিশ্বাস করা হয়, শুভ দিনে চার হাত এক হলে বিবাহিত জীবন সুখের হয় এবং দম্পতিদের জীবনে সমৃদ্ধি বয়ে আনে। বিবাহ কেবলমাত্র দুটি মানুষের মিলনই নয়, পাশাপাশি দুটি পরিবারকে একত্রিত করার বিষয়েও সমান গুরুত্বপূর্ণ। বিবাহকে, কোনও মানুষের গোটা জীবনের ধার্মিক বন্ধন হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং, আপনি যদি ২০২০ সালের জুন মাসে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করে থাকেন, তবে দেখে নিন এই মাসে বিয়ের শুভ তারিখগুলি।

৮ জুন ২০২০, সোমবার
হিন্দু বিবাহের জন্য এটি এই মাসের প্রথম শুভ তারিখ। এই তারিখে শুভ মুহুর্ত পড়েছে সন্ধ্যে ০৭টা ৫৬ মিনিট থেকে ৯ জুন ভোর ৪টা ৫১ মিনিট পর্যন্ত। এই তারিখে নক্ষত্র উত্তরা আশাধা এবং তিথি চতুর্থী।

৯ জুন ২০২০, মঙ্গলবার
এটি দ্বিতীয় শুভ বিয়ের তারিখ। এই তারিখের শুভ মুহুর্ত ভোর ৪টা ৫১ মিনিট থেকে বেলা ১১টা ২৭ মিনিট পর্যন্ত। এই তারিখে নক্ষত্র হবে উত্তরা আশাধা এবং তিথি চতুর্থী।

১৩ জুন ২০২০, শনিবার
এই তারিখের শুভ মুহুর্ত শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হবে ১৪ জুন ভোর ৪টা ৫২ মিনিটে। এই তারিখের নক্ষত্র হবে উত্তরা ভাদ্রপদ এবং তিথি হবে অষ্টমী ও নবমী।

১৪ জুন ২০২০, রবিবার
এটি এই মাসে বিয়ের জন্য প্রথম শুভ রবিবার। শুভ মুহুর্ত পড়েছে ভোর ৪টা ৫২ মিনিট থেকে ১৫ জুন ভোর ৪টা ৫২ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ এবং রেবতী। তিথি হবে নবমী ও দশমী।

১৫ জুন ২০২০, সোমবার
এই তারিখের নক্ষত্র রেবতী এবং তিথি হবে দশমী। শুভ মুহুর্ত ভোর ৪টা ৫২ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে।

২৫ জুন ২০২০, বৃহস্পতিবার
২০২০ সালের জুন মাসে এটিই একমাত্র বৃহস্পতিবার, যা হিন্দু বিবাহের শুভ। এই দিনের শুভ মুহুর্ত পড়েছে বিকাল ৬টা ১২ মিনিট থেকে ২৬ জুন ভোর ৪টা ৫৪ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্র মাঘা এবং তিথি হবে পঞ্চমী।

২৬ জুন ২০২০, শুক্রবার
২০২০ সালের জুন মাসে এটিই একমাত্র শুক্রবার, যা হিন্দু বিবাহের শুভ। এই তারিখের শুভ সময় ভোর ৪টা ৫৪ মিনিট থেকে বেলা ১১টা ২৬ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্র মাঘা, তিথি পঞ্চমী ও ষষ্ঠী।

২৭ জুন ২০২০, শনিবার
এই তারিখের নক্ষত্র উত্তরা ফাল্গুনী এবং তিথি হবে সপ্তমী, অষ্টমী। শুভ মুহুর্ত রাত ১১টা ০৮ মিনিট থেকে ২৮ জুন ভোর ৪টা ৫৫ মিনিট পর্যন্ত।

২৮ জুন ২০২০, রবিবার
জুন মাসের এটিই শেষ শুভ তারিখ। এই তারিখের শুভ মুহুর্ত শুরু হবে দুপুর ১টা ৪৫ থেকে এবং শেষ হবে রাত ৮টা ১৪ মিনিটে। এই তারিখের নক্ষত্র হস্ত এবং তিথি অষ্টমী।