Just In
- 9 min ago
Chicken Maharani Recipe : নৈশভোজে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন মহারানী, রইল রেসিপি
- 2 hrs ago
আই লাইনার শেষ হয়ে গিয়েছে? আইশ্যাডো দিয়েই তৈরি করে ফেলুন নানা রঙের আই লাইনার!
- 8 hrs ago
Devshayani Ekadashi 2022 : দেবশয়নী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য
- 16 hrs ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০৫ জুলাইয়ের রাশিফল
Ambubachi 2022 : ২২ জুন থেকে অম্বুবাচী শুরু, জেনে নিন সঠিক সময় ও আচার
প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচী পড়ে। এই সময় দেবী রজস্বলা হন বলে ধর্মীয় বিশ্বাস। সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। শাস্ত্র অনুসারে, সূর্যদেব আর্দ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থান কালে অর্থাৎ মিথুন রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ১০ ডিগ্রি পর্যন্ত সময়কালে ধরিত্রী ঋতুমতী হন, তখনই পালন করা হয় অম্বুবাচী। ধরিত্রী মা সিক্ত এবং উর্বরা হয়ে ওঠেন। আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে অম্বুবাচী কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ কবে -
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
অম্বুবাচী শুরু - ২২ জুন, বুধবার। বাংলার ৭ আষাঢ়।
সময় - বেলা ১১টা ৪৪ মিনিট।
অম্বুবাচী শেষ - ২৫ জুন, শনিবার। বাংলার ১০ আষাঢ়।
সময় - রাত ১১টা ৩৪ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে
অম্বুবাচী শুরু - ২২ জুন, বুধবার। বাংলার ৭ আষাঢ়।
সময় - রাত ৮টা ১৮ মিনিট ১৩ সেকেন্ড।
অম্বুবাচী শেষ - ২৬ জুন, রবিবার। বাংলার ১১ আষাঢ়।
সময় - ৮টা ৪১ মিনিট ৫১ সেকেন্ড।
অম্বুবাচীর সময় কোনও শুভ অনুষ্ঠান, যেমন - বিবাহ, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, উপনয়ন, ইত্যাদি করা হয় না। কৃষিকাজ বন্ধ থাকে। জমিতে কোনও রকম খোঁড়াখুড়ি থেকে বিরত থাকা হয়। এমনকি এ সময় কোনও মন্দিরেও প্রবেশ করা যায় না। গৃহ দেবতারও পুজো করা হয় না। অসমের কামাক্ষ্যা মন্দিরে অম্বুবাচীর সময় বিশেষ উৎসব পালন করা হয়। বিরাট অম্বুবাচী মেলার আয়োজন করা হয়।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।