Just In
- 11 min ago
Shani Jayanti 2022 : শনি জয়ন্তীতে এই জিনিসগুলি দান করুন, জীবনে থাকবে না কোনও ঝুট-ঝামেলা!
- 7 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৬ মে-এর রাশিফল
- 15 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 1 day ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
৫০ বছর পর অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে অভূতপূর্ব সংযোগ, এই তিন রাশির জাতকদের বিরাট লাভ হবে!
চলতি বছর ৩ মে, মঙ্গলবার পড়েছে অক্ষয় তৃতীয়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার অক্ষয় তৃতীয়া মঙ্গল রোহিণী নক্ষত্রের শোভন যোগে পালন করা হবে। ৫০ বছর পরে এরকম শুভ সংযোগ তৈরি হচ্ছে, যা বিভিন্ন রাশির জাতকদের জন্য লাভজনক হবে। পাঁচ দশক পর এবার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় দু'টি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবে এবং দু'টি গ্রহ নিজ রাশিতেই থাকবে। শুভ যোগ এবং গ্রহের অবস্থানের কারণে অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান ও দান করলে পুণ্য লাভ হবে।
এ বছর অক্ষয় তৃতীয়ায়, চাঁদ নিজের উচ্চ রাশি বৃষে আসবে এবং শুক্র থাকবে নিজের উচ্চ রাশি মীনে। অন্যদিকে, শনি তাঁর নিজের রাশি কুম্ভে এবং বৃহস্পতি নিজের রাশিতে মীনে থাকবে। এই চার গ্রহের অবস্থানের জন্য অক্ষয় তৃতীয়ায় শুভ সংযোগ তৈরি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের অক্ষয় তৃতীয়ায় কোন কোন রাশির আর্থিক লাভ হবে -
{photo-feature}
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।