For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঘোড়ার খুরের নাল বাড়িতে রাখলে কী কী উপকার পাওয়া যায় জানা আছে?

খেয়াল করে দেখবেন অনেকেই বাড়ির সদর দরজার উপরে ঘোড়ার খুরের নাল লাগিয়ে থাকেন। কেন এমনটা করেন, জানা আছে?

|

খেয়াল করে দেখবেন অনেকেই বাড়ির সদর দরজার উপরে ঘোড়ার খুরের নাল লাগিয়ে থাকেন। কেন এমনটা করেন, জানা আছে?

জানি বন্ধু উত্তরটা দেওয়া হয়তো সম্ভব হবে না। কারণ একটি স্টাডিতে প্রায় হাজার জনকে একই প্রশ্ন করেছিলেন বাস্তু বিশেষজ্ঞরা। তাতে বেশিরভাগই সঠিক উত্তর দিতে পারেননি। কিন্তু সুখ-শান্তিতে থাকতে গেলে যে এই প্রশ্নের উত্তর জানাটা একান্ত প্রয়োজন। আর তাই তো এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া। আজ এই লেখায় এমন একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হবে, যা পড়তে পড়তে আপনার চোখ কপালে উঠতে বাধ্য!

বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়িতে ঘোড়ার খুরের নাল লাগালে বা ড্রয়িং রুমের কোনও জায়গায় তা রাখলে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। শুধু তাই নয়, গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। তবে এখানেই শেষ নয়, বাস্তু বিশেষজ্ঞদের মতে ঘোড়ার খুরের নাল সঙ্গে রাখলে মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন...

১. গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে:

১. গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে:

একথা নিশ্চয় আর বলে দিতে হবে না যে কর্মক্ষেত্রে আমরা কতটা সাফলতা লাভ করবো, তা পরিশ্রমের পাশাপাশি অনেকাংশে লাকের উপরও নির্ভর করে থাকে। তাই গুড লাক যদি রোজের সঙ্গী হয়ে ওঠে, তাহলে সফলতার স্বাদ পেতে সময় লাগে না। শুধু তাই নয়, সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে। মধ্যো কথা জীবনে সুখে-শান্তিতে থাকতে যা কিছুর প্রয়োজন পরে, তা সবই মেলে ভাগ্য ফিরে গেলে। তাই তো বলি বন্ধু মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা যদি পূরণ করতে হয়, তাহলে আজই বাড়িতে ঘোড়ার খুরের নাল এনে রাখতে ভুলবেন না যেন! কারণ এমটা করলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে ভাগ্য ফিরে যেতে সময় লাগে না।

২. খারাপ শক্তির প্রবেশ আটকে যায়:

২. খারাপ শক্তির প্রবেশ আটকে যায়:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির সদর দরজায় ঘোড়ার খুরের নাল লাগালে বাড়ির ভিতরে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়। শুধু তাই নয়, কালো যাদুর প্রভাবও কমতে থাকে। ফলে কারও কু-দৃষ্টির কারণে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। সেই সঙ্গে ভূ-প্রসের মতো খারাপ শক্তিও দূরে থাকতে বাধ্য হয়।

৩. রোগের প্রকোপ কমে:

৩. রোগের প্রকোপ কমে:

শুনতে আজব লাগলেও বাস্তু বিশেষজ্ঞরা এমনটা বিশ্বাস করেন যে বাড়িতে ঘোড়ার খুরের নাল এনে রাখলে গৃহস্থের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রোগ-ব্যাধির প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে শুভ শক্তির প্রভাবে শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রাগ এবং স্ট্রেস লেভেলও কমে যায়।

৪. বৈবাহিক জীবন সুখে শান্তিতে ভরে ওঠে:

৪. বৈবাহিক জীবন সুখে শান্তিতে ভরে ওঠে:

এমনটা বিশ্বাস করা হয় যে বেডরুমে ঘোড়ার খুরের নাল রাখলে স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটে। সেই সঙ্গে অকারণ ঝগরা-ঝাটি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। ফলে স্বাভাবিকভাবেই বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে। প্রসঙ্গত, আজকের দিনে ডিভোর্স রেট যে হারে বাড়ছে, তাতে প্রতিটি বাড়িতেই ঘোড়ার খুরের নাল লাগানোর প্রয়োজন যে বেড়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

৫. খাবারের অভাব কোনও দিন হয় না:

৫. খাবারের অভাব কোনও দিন হয় না:

বাস্তু শাস্ত্র অনুসারে রান্না ঘরের যে স্থানে কাঁচা খাবার রাখেন, সেখানে কালো কাপড় জড়িয়ে যদি ঘোড়ার খুরের নাল রাখতে পারেন, তাহলে দেখবেন কোনও দিন গৃহস্তে খাবারের ঘাটতি হবে না। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, খেয়াল করে যদি শনিবার ঘোড়ার খুরের নাল এনে রান্না ঘরে রাখতে পারেন, তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়। তাকণ এমনটা করলে বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। ফলে সুখ এবং সমৃদ্ধি রোজের সঙ্গী হয়ে ওঠে।

৬. শনির মহাদেশা থেকে বেঁচে থাকা সম্ভব হয়:

৬. শনির মহাদেশা থেকে বেঁচে থাকা সম্ভব হয়:

ঘোড়ার খুরের নাল থেকে অল্প পরিমাণ লোহা কেটে তা দিয়ে বানানো আংটি যদি পরতে পারেন, তাহলে কারও খারাপ দৃষ্টির কারণে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি শনি দেবের প্রকাপ থেকেও বেঁচে থাকাও সম্ভব হয়। প্রসঙ্গত, একবার শনির দৃষ্টি যদি পরে যায়, তাহলে টানা সাত বছর খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাই তো বলি বন্ধু, জীবনে যদি কঠিন সময়ের সম্মুখিন হতে না চান, তাহলে এই টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

Read more about: ধর্ম
English summary

6 reasons why every household should have a horseshoe

The horseshoe is considered very lucky and used to be hung in many homes to protect and attract good fortune for the family residing inside.
Story first published: Monday, May 7, 2018, 11:15 [IST]
X
Desktop Bottom Promotion