For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Spaghetti Meatballs Recipe: সন্ধে হলেই ভাজাভুজি খেতে মন চায়? বানিয়ে ফেলুন স্প্যাগেটি মিটবল

Posted By:
|

সন্ধে হলেই ভাজাভুজি খেতে প্রাণ একেবারে হাঁকুপাঁকু করে অনেকেরই। প্রায়ই দোকান থেকে চাউমিন, রোল, চপ, পকোড়া, শিঙাড়া কিনে আনা হয়। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাওয়াও ঠিক না, তাহলে রোগভোগ অনিবার্য। তাই সন্ধের জন্য বাড়িতেই বানিয়ে নিন মুখরোচরক সব খাবার। আজ আপনাদের জন্য রইল স্প্যাগেটি মিটবল তৈরির রেসিপি।

Spaghetti Meatballs Recipe

স্প্যাগেটি মিটবল তৈরির উপকরণ

এক পাউন্ড প্যাকেট স্প্যাগেটি

এক কাপ চিকেন বা মটন কিমা

একটা ডিম

পেঁয়াজ কুচি পরিমাণমতো

কয়েক কোয়া রসুন কুচি

পরিমাণমতো কাঁচা লঙ্কা কুচি

১ কাপ টম্যাটো বাটা

ধনেপাতা কুচি পরিমাণমতো

আধা কাপ ব্রেড ক্রাম্বস

আধা কাপ পনির গ্রেট করা

১টি তেজপাতা

১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

স্বাদমতো নুন

রান্নার জন্য সাদা তেল

স্প্যাগেটি মিটবল বানানোর পদ্ধতি

১) প্রথমে স্প্যাগেটি সেদ্ধ করে জল ঝরিয়ে একপাশে রাখুন।

২) মাংসের কিমা , ব্রেড ক্রাম্বস, ধনেপাতা কুচি, পনির, ডিম, রসুন কুচি, নুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিন ভালো করে।

৩) এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিন।

৪) কড়াইতে তেল গরম করে তাতে মিটবলগুলো ভালো করে ভেজে তুলে নিন।

৪) ওই তেলেই তেজপাতা আর পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর একে একে টম্যাটো পিউরি, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে নেড়ে নিন।

৫) গ্রেভি ফোটা শুরু হলে মিটবলগুলো দিয়ে ঢেকে দিন। হালকা আঁচে ১০ মিনিট মতো রান্না করুন।

৬) এবার প্লেটে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে ওপরে মিটবল ও সস ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন স্প্যাগেটি মিটবল।

[ of 5 - Users]
English summary

Spaghetti Meatballs Recipe in Bengali

Check out the recipe to make the delicious Spaghetti Meatballs.
Story first published: Friday, February 3, 2023, 11:13 [IST]
X
Desktop Bottom Promotion