For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আম প্রেমীদের জন্য রইল সুস্বাদু ‘ম্যাঙ্গো মস্তানি’, দেখে নিন রেসিপি

Posted By:
|

আট থেকে আশি সকলেরই পছন্দের ফল আম। খুব কম মানুষই আছেন, যারা আম খেতে ভালবাসেন না। যারা গরম পছন্দ করেন না, তারাও শুধুমাত্র আম খাওয়ার জন্য গ্রীষ্মকাল আসার অপেক্ষায় থাকে। তাই আম প্রেমীদের কাছে গরমকালটা বেশ স্পেশাল। কেবলমাত্র কাঁচা-পাকা অবস্থাতেই আম খাওয়া হয় না, পাশাপাশি আমের চাটনি, আম পোড়া শরবত, ম্যাঙ্গো শেকও বেশ জনপ্রিয়। আম আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার করে।

আজ এই আর্টিকেলে আপনাদের জন্য রইল আমের একটি সুস্বাদু রেসিপি, 'ম্যাঙ্গো মস্তানি'। গরমের জন্য তো ভীষণই ভাল। এই ম্যাঙ্গো মস্তানি মূলত পুনেতে পাওয়া যায়। একবার এটি খেলে বারবার খেতে ইচ্ছে হবে! তাহলে আসুন জেনে নেওয়া যাক এর রেসিপি।

Mango Mastani Recipe

ম্যাঙ্গো মস্তানি তৈরির উপকরণ

১০০ গ্রাম ম্যাঙ্গো পাল্প

ম্যাঙ্গো আইসক্রিম

১০০ গ্রাম চিনি

২০০ মিলি দুধ

সামান্য এলাচ গুঁড়ো

আমন্ড কুচি

আরও পড়ুন : গরমে খান আম পোড়া শরবত, দেখে নিন রেসিপি

ম্যাঙ্গো মস্তানি তৈরির পদ্ধতি

১) সর্বপ্রথমে ব্লেন্ডারে ম্যাঙ্গো পাল্প, চিনি ও দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

২) তারপর গ্লাসে ঢেলে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

৩) এবার ফ্রিজ থেকে বের করুন এবং আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন।

৪) এরপর গ্লাসে ঢেলে তাতে দিন ম্যাঙ্গো আইসক্রিম আর আমন্ড কুচি।

৫) সব শেষে ছড়িয়ে দিন এলাচের গুঁড়ো।

আরও পড়ুন : Cucumber Smoothie Recipe : তীব্র গরম থেকে বাঁচতে পান করুন কিউকামবার স্মুদি, দেখুন কীভাবে বানাবেন

[ of 5 - Users]
English summary

Mango Mastani Recipe In Bengali

Here is how to make Mango Mastani Recipe at home.
X
Desktop Bottom Promotion