For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কাসৌরি মালাই মুর্গ রেসিপি

Posted By:
|

ক্রিমে হাবুডুবু ঝাল ঝাল এই পদটি বানানো যতটা সোজা, স্বাদে ততটাই মুখরোচক। তাই তো সারা ভারতে এই মোগলাইয়া ডিশটির এত জনপ্রিয়তা। এমন স্বাদের রাজ্য় থেকে বাঙালি ভোজন রসিকেরা দূরে থাকবে, তা কেমন করে হয়। সেই কারণেই তো আজ বোল্ডস্কাই বাংলার রান্না ঘরে মুরগির মাংস দিয়ে বানানো হবে স্বাদে টইটম্বুর এই উত্তর ভারতীয় পদটি।

কাসৌরি মালাই মুর্গ বানাতে সময় লাগবে- ৬০ মিনিট

উপকরণ গোছাতে সময় লাগবে- ১০ মিনিট

পরিবেশন করবেন- ১ বাটি

কাসৌরি মালাই মুর্গ রেসিপি

যে যে উপকরণগুলি লাগবে:
১. মুরগির মাংস- ১ কেজি (মাঝারি মাপে কাটা)
২. পেঁয়াজ- ৪ টে (ছোট ছোট করে কাটা)
৩. রসুন- ৭ টা কোয়া
৪. আদা- ১ ইঞ্চি
৫. কাঁচা লঙ্কা- ৪ টে
৬. দই- হাফ কাপ
৭. ক্রিম- হাফ কাপ
৮. কাজুবাদামের পেস্ট- হাফ কাপ
৯. কসৌরি মেথি- ২ চামচ
১০. ধনে গুঁড়ো- ২ চামচ
১১. লঙ্কা গুঁড়ো- ১ চামচ
১২. হলুদ গুঁড়ো- ১ চিমটে
১৩. নুন- স্বাদ অনুসারে
১৪. তেল- পরিমাণ মতো

মশলা যা লাগবে:
১. শাহি জিরা- ১ চামচ
২. এলাচ- ৪ টে
৩. বড় এলাচ- ২ টো
৪. লবঙ্গ- ৪ টে
৫. দারচিনি- ১ ইঞ্চি
৬. তেজ পাতা- ২ টো

রান্নার পদ্ধতি:
১. মুরগির মাংসটা ভাল করে পরিষ্কার করে ভেজে নিন। মাংসটা ফ্রাই করার সময় খেয়াল রাখবেন সেগুলি যেন ভাজতে ভাজতে উজ্জ্বল সোনালী রঙের হয়ে যায়।
২. একই কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে মশলাগুলি দিয়ে দিন।
৩. কিছু সময় পরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা মেশান। ভাল করে নারাতে থাকুন যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায়।
৪. এবার রসুন এবং আদা মেশান।
৫. যখন দেখবেন মশলাগুলি সোনালি রঙের হয়ে গেছে, তখন তাতে আগে থেকে ফ্রাই করে রাখা মাংসের পিসগুলি দিয়ে দিন। এই সময় আঁচটা যেন বেশি থাকে।
৬. ২-৩ মিনিট পরে দই এবং কসৌরি মেথি দিয়ে ভাল করে নারাতে থাকুন যাতে সবকটি উপকরণ মিশে যেতে পারে।
৭. অল্প আঁচে মাংসটা রান্না করতে থাকুন। যখন দেখবেন দই থেকে জল কাটছে তখন কড়াইটা চাপা দিয়ে দিন।
৮. ১০-১২ মিনিট পরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা মেশান।
৯. মাঝারি আঁচে ৫-৬ মিনিট মাংসটা রান্না করুন।
১০. সময় হয়ে গেলে ক্রিম এবং কাজু বাদামের পেস্টটা মেশান।
১১. কিছু সময় পরে পরিমাণ মতো নুন এবং জল দিয়ে কড়াইটা চাপা দিয়ে দিন।
১২. মাংসটা রান্না হয়ে গেলে অল্প করে কসৌরি মেথি উপরে ছড়িয়ে দিয়ে আঁচটা বন্ধ করে দিন।
১৩. আপনার কসৈরি মালাই মুর্গ রেসিপি তৈরি। এবার সেটি গরম গরম ভাতের সঙ্গে অথবা রুমালি রুটি বা বাটার নানের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Read more about: রেসিপি
English summary

ক্রিমে হাবুডুবু ঝাল ঝাল এই পদটি বানানো যতটা সোজা, স্বাদে ততটাই মুখরোচক। তাই তো সারা ভারতে এই মোগলাইয়া ডিশটির এত জনপ্রিয়তা।

Kasuri Malai Murgh is a rich, creamy chicken curry made with cashew paste and fresh cream & flavoured with fresh ground pepper and dry fenugreek leaves. Kasuri Malai Murgh comes from Mughal Cuisine and is a perfect side dish with Rumali Roti or Naan.
Story first published: Saturday, May 27, 2017, 16:55 [IST]
X
Desktop Bottom Promotion