For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কড়াইশুঁটি ও পুদিনার স্যুপ

ওজন কমাতে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করছেন? স্যুপ তাহলে এক অত্যাবশ্যক খাদ্য, যা আপনার পেটও ভরাবে, আবার ওজনও বাড়তে দেবে না।

Posted By: riddhi
|

ওজন কমাতে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করছেন? স্যুপ তাহলে এক অত্যাবশ্যক খাদ্য, যা আপনার পেটও ভরাবে, আবার ওজনও বাড়তে দেবে না। কড়াইশুঁটি ও পুদিনার স্যুপ খুব ভাল, পেট ভরতি রাখতে। দুটো সামগ্রীই খুব উপকারি। দুপুর বা রাতের খাবার হিসেবে বা মূল খাবারের অঙ্গ হিসেবে এটা সব সময়ই খাওয়া যায়। এমনকি বাড়িতে ছোটখাট পার্টিতেও অতিথিদের স্টার্টার হিসেবে এই পদটি পরিবেশন করতেই পারেন। উচ্চ মাত্রায় ফাইবার ও কোলেস্টেরলের মাত্রা কম হওয়ায়, এই স্যুপটা স্বাস্থ্যের পক্ষে আদর্শ। জেনে নিন কী করে বানাবেন কড়াইশুঁটি ও পুদিনার স্যুপ।

প্রস্তুতির সময় : ১০ মিনিট
রান্নার সময় : ২০ মিনিট

উপাদান :
১. কড়াইশুঁটি- ২ কাপ
২. মাখন - ১ চা চামচ
৩. নুন - স্বাদ অনুসারে
৪. জল - ২ কাপ
৫. পেঁয়াজ - ১/৪ কাপ (কুচোনো)
৬. দুধ - ১/২ কাপ
৭. তাজা পুদিনা পাতা - ১ চা চামচ
৮. কালো গোলমরিচ - ১/২ চা চামচ (টাটকা গুঁড়ো করা)

সবকটি উপাদানই খুব সহজে পাওয়া যায়। তাহলে এবার চলুন শুরু করা যাক রান্না। প্রণালীটা দেখে নিন।

উপায়:
১. একটা কড়াই গরম করুন, তাতে মাখন দিন। এবার পেয়াঁজ দিন ও হালকা করে ভেজে নিন।

কি করে কড়াইশুঁটির স্যুপ বানাবেন

২. এবার এতে কড়াইশুঁটি ও জল দিন। নুন দিন এবার।

৩.ফুটতে দিন।

৪. হাত দিয়ে টিপে দেখুন কড়াইশুঁটিগুলো ভাল করে সেদ্ধ হয়েছে কি না।

৫. ঠাণ্ডা হলে মিক্সিতে দিন। আপনার কড়াইশুঁটি র মিশ্রণ তৈরী।

৬.এবার আর একটা প্যানে, জল, দুধ ও কড়াইশুঁটির মিশ্রণটা দিন। ভাল করে মেশান। এবার এতে গোলমরিচ ও পুদিনা পাতা মেশান।

৭. কিছুক্ষণ ফুটতে দিন, তাহলেই আপনার স্যুপ তৈরি।

পদটি তৈরি হয়ে গেলে সুন্দর একটা পাত্রে পরিবেশন করুন। সঙ্গে রাখুন ব্রেড স্টিক।

[ of 5 - Users]
WHAT OTHERS ARE READING
English summary

কি করে কড়াইশুঁটির স্যুপ বানাবেন । সহজ কিছু পদ্ধতিতে কড়াইশুঁটির স্যুপ বানান। কড়াইশুঁটি দিয়ে রান্নার প্রণালী। কড়াইশুঁটি ও পুদিনার স্যুপ

While you are on a crash diet, soup is one of the food items that keeps you full for long without adding any calories to your diet. Green peas and mint soup is a soup which is very filling. Both the ingredients are very healthy. You can have it at lunch or dinner or have it before your main course.
Story first published: Wednesday, April 19, 2017, 17:39 [IST]
X
Desktop Bottom Promotion