For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিস্কুটের লাডডু বানানোর সহজ রেসিপি

বিস্কুটের লাডডু বানানোর সহজ রেসিপি

Posted By:
|

লাডডু তো অনেক খেয়েছেন। কিন্তু এই লাডডুটার কথা কখন শুনেছেন? শুনতে যতই আজব লাগুক না কেন, একথা কিন্তু ঠিক যে বিস্কুট দিয়েও লাডডু বানানো সম্ভব। আর এই লাডডুগুলির স্বাদ, সাধারণ লাডডুর থেকে কোনও অংশে কম হয় না।

এটি বানানো খুব সহজ। আর খেতেই সুস্বাদু। তাহলে অপেক্ষা কিসের চলুন অভিনব এই পদটি বানানোর প্রস্তুতি শুরু করা যাক।

পরিবেশন করবেন- ৪ পিস

উপকরণ গোছাতে সময় লাগবে- ১০ মিনিট

বানাতে সময় লাগবে- ২৫ মিনিট

উপকরণ:
১. মারি বিস্কুট- ১ প্য়াকেট
২. কনডেন্স দুধ- হাফ কাপ
৩. কোকো পাউডার- ৪ চামচ
৪. সাধারণ দুধ- ২ চামচ
৫. ড্রাই ফল- ২ চামচ (ভালো করে কাটা)
৬. চকোলেট- হাফ বাটি
৭. কোকোনাট পাউডার- ৪ চামচ

বানানোর পদ্ধতি:
১. একটা মিক্সারে বিস্কুটগুলো দিয়ে তার পাউডার বানিয়ে ফেলুন। তারপর একটা বাটিতে ২-৩ চামচ কনডেন্স দুধ এবংপরিমাণ মতো কোকো পাউডার নিয়ে দুটি উপকরণ ভালো করে মেশান।

বিস্কুটের লাডডু বানানোর সহজ রেসিপি

২. যখন দেখবেন থকথকে একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে, তখন মিশ্রনটিতে বিস্কুটের পাউডার এবং ড্রাই ফল যোগ করুন।

৩. আপনার যদি ইচ্ছা হয় তাহলে বেশি করে কনডেন্স দুধ এবং কোকো পাউডার মিলিয়ে মিশ্রনটি বানাতে পারেন। এমনটা করলে লাডডুটা খেতে খুব ক্রিমি হবে।

৪. এবার মিশ্রনটা আরেক বার ভালো করে মিশিয়ে তা দিয়ে লাডডুর মতো করে গোল গোল বল বানিয়ে ফেলুন।

৫. হাতের চাটুতে অল্প করে ঘি লাগিয়ে মিশ্রনটি থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল লাডডু বানান। যখন সবকটি বানানো হয়ে যাবে তখন সেগুলি একটা প্লেটে রেখে চকোলেট দিয়ে দিন তার উপর।

৬. এবার লাডডুগুলো ১০-১২ মিনিটের জন্য় ফ্রিজে রেখে পরিবেশন করুন।

কেমন লাগলো এই নতুন ধরনের লাডডুটা খেতে? আমাদের তা জানাতে ভুলবেন না যেন!

[ of 5 - Users]
Read more about: রেসিপি
English summary

বিস্কুটের লাডডু বানানোর সহজ রেসিপি

Diwali means lots of yummy foods, and sweets take a special place among those. Diwali is one of the most favourite festivals for kids, as they are fond of sweets and fried foods.
Story first published: Monday, February 13, 2017, 12:06 [IST]
X
Desktop Bottom Promotion