Just In
- 15 hrs ago
সন্ধ্যায় চায়ের আড্ডায় জমিয়ে খান মুখরোচক ক্রিসপি প্রন, রইল প্রণালী
- 22 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ১৫ অগস্টের রাশিফল
- 1 day ago
সাপ্তাহিক রাশিফল : এই সপ্তাহে আপনার জীবনে কী ঘটবে? জেনে নিন
- 1 day ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ১৪ অগস্টের রাশিফল
রাবড়ি খেতে ভালবাসেন? কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন আপেল রাবড়ি, রইল রেসিপি
মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম জন্মজন্মান্তরের। কথায় বলে মাছে-ভাতে বাঙালি, কিন্তু শেষপাতে আবার একটু মিষ্টিমুখ না হলে বাঙালির পেটপুজো যেন ঠিক জমে না। রোজকার খাবারের শেষে পাতে সামান্য মিষ্টি দেখলেই বাঙালির মন জুড়িয়ে যায়। এমন অনেকেই আছেন যাঁরা মিষ্টির মধ্যে রাবড়ি খেতে খুব ভালবাসেন। তাঁদের জন্যই আজ আমরা নিয়ে এসেছি আপেল রাবড়ি। বাড়িতেই খুব কম সময়েই তৈরি করতে পারেন এই সুস্বাদু মিষ্টির পদটি।
আপেল রাবড়ি তৈরির উপকরণ
৩টি বড় আপেল
২ লিটার ফুল ফ্যাট দুধ
পরিমাণমতো চিনি
তিন টেবিল চামচ ভাঙা কাজু বাদাম
তিন টেবিল চামচ কিশমিশ
দুই চা চামচ পেস্তা
পরিমাণমতো ঘি
১৫০ গ্রাম মাওয়া
আপেল রাবড়ি তৈরির পদ্ধতি
১) মাঝারি আঁচে কড়াইতে দুধ ফোটাতে বসান। দুধ ঘন ঘন নাড়তে থাকবেন।
২) আপেলগুলো গ্রেট করে নিন।
৩) গ্যাসে প্যান বসিয়ে ঘি দিন, তাতে গ্রেট করা আপেলগুলি দিয়ে একটু নেড়ে নিন। তারপর তাতে ২ চামচ চিনি দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট ভেজে নামিয়ে নিন।
৪) দুধ বেশ কিছুক্ষণ ফোটার পর তাতে পরিমাণমতো চিনি দিয়ে নাড়ুন ভালভাবে। এরপর দুধ ফুটে ফুটে ঘন হয়ে এলে তাতে মাওয়া মিশিয়ে দিন। মাঝারি আঁচে আরও ৭-৮ মিনিট নাড়ুন।
৫) এবার আপেলগুলো দিয়ে আরও ১০-১২ মিনিট রান্না করুন। নাড়তে থাকবেন ঘন ঘন।
৬) রাবড়ি ফুটে একেবারে থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। তাতে কাজুবাদাম, কিশমিশ আর পেস্তা মিশিয়ে দিন। তারপর নামিয়ে নিন।
৭) রাবড়ি ঠান্ডা হয়ে এলে ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করুন। তবে শীতকালে গরম গরমও খেতে পারেন।