For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শিশুর মস্তিষ্ক উন্নয়নের টিপ্স

By Tulika Ghoshal
|

আমাদের পরিবারে যখন একটি নতুন শিশু জন্ম নেয়, আমরা তার সুরক্ষার জন্য সচেতন হয়ে উঠি এবং তার বৃদ্ধির জন্য যা দরকার তা নিশ্চিত করতে চাই| আজকে আমরা শিশুর মস্তিষ্কের বিকাশ নিয়ে আলোচনা করব|

শিশুর বিকাশের জন্য অনেক পরিস্থিতি দায়ী| ভাল পরিমানের স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য ও ভাল যত্ন, শিশুর বিকাশের বিভিন্ন পর্যায়ে সাহায্য করে|

মাসে মাসে শিশুর উন্নয়ন পূর্ণবয়স্কদের তুলনায় একটু দ্রুতই হয়ে থাকে| এইজন্যই আপনাকে নিশ্চিত হতে হবে আপনি শিশুকে কি খাওয়াচ্ছেন| সঠিক সময়ে নিয়মিত খাবারে তাদের পেট ভর্তি রাখলে শিশুর খিটখিটে স্বভাব এড়ানো যায়|

শিশুরা বেড়ে ওঠার সময় তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করতে শুরু করে| তাদের এই প্রয়োজন পূরণ না হলে তারা ঘ্যানঘ্যান করতে শুরু করে| এই পরিস্থিতিতে আপনার মেজাজ না হারিয়ে সহজ উপায় অবস্থা মোকাবিলা করতে শিখুন|

শিশুরা খুব সহজেই শিখতে এবং উপলব্ধি করতে পারে| আর বাচ্চার ভালোভাবে বৃদ্ধির জন্য এই প্রবন্ধে শিশুর মস্তিষ্কের বিকাশের টিপ্স দেখে নিন|

শিশুর মস্তিষ্ক উন্নয়নের টিপ্স

বুকে জড়িয়ে ধরুন

শিশুদের বুকে জড়িয়ে ধরলে তারা নিজেদের সুরক্ষিত মনে করে| এতে তাদের স্নায়ু শান্ত হয় এবং মস্তিষ্কের ভাল উন্নয়নে সাহায্য করে|

চোখের যোগাযোগ

আপনি যখন তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলেন এবং তাদের স্পর্শ করেন, আপনার এই সকল ভঙ্গিমা তাদের সুনিশ্চয়ত্ব জীবনযাপন করতে সাহায্য করবে| এই কথোপকথন শিশুদের প্রতিক্রিয়া শিখতে সাহায্য করবে|

স্পর্শ

আপনার স্পর্শ শিশুকে পারস্পরিকভাবে সক্রিয় হতে শেখাবে| দেখুন কিভাবে তারা তাদের ছোট্ট হাত দিয়ে আপনার আঙ্গুল জড়িয়ে ধরে| দুমাসের মধ্যে শিশু বিশ্লেষণ করতে শিখে যায় যে আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই তারা আপনার কাছ থেকে জানতে এবং উপলব্ধি করতে চাইবে|

ঝুমঝুমি

তাদের দোলনার ওপর ঝুমঝুমি রেখে দিন যাতে তারা এটার ঝনঝন শব্দে আমোদিত হতে পারে| তারা ঝুমঝুমির আওয়াজে আনন্দ উপভোগ করতে শেখে| এটা তাদের কান্না থেকে মনকে বিমুখ করতে সাহায্য করে|

রঙের খেলা

আপনার সন্তানের কাছাকাছি অনেক রঙের ব্যবস্থা করুন| এটি তাদের বিশ্লেষণ এবং বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য শিখতে সাহায্য করবে| এটি শিশুর মস্তিষ্কের উন্নয়নের জন্য অন্যতম টিপ্স|

টুকি টুকি খেলুন

আপনি শিশুর সঙ্গে টুকি টুকি খেললে তাদেরকে বস্তু সম্পর্কে বিশ্লেষণ করতে সাহায্য করবে| এটি সন্তানের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে|

আপনার জানা যদি এই বিষয়ে কোন তথ্য থাকে যা আপনি যোগ করতে চান, তাহলে আমাদের সাথে শেয়ার করতে দ্বিধা বোধ করবেন না|

English summary

শিশুর মস্তিষ্ক উন্নয়নের টিপ্স | শিশুর মস্তিষ্ক উন্নয়নের ছয়টি টিপ্স | শিশুর মস্তিষ্ক উন্নয়নের সেরা টিপ্স | শিশুর মস্তিষ্ক উন্নয়নের সেরা ছয়টি টিপ্স | শিশুর মস্তিষ্ক উন্নয়নের টিপ্স | শিশুর মস্তিষ্ক উন্নয়নের ছয়টি টিপ্স

When we have a new kid in our family, we become very protective about them and make sure everything is perfect for their growth. Today, we shall discuss about the tips on baby's brain development.
Story first published: Monday, November 28, 2016, 15:22 [IST]
X
Desktop Bottom Promotion