For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাবা-মায়েদের মেনে চলতে হবে এই ৪ টে জিনিস

বাবা-মায়ের রোলে সাফল্য় পেতে চোখ রাখুন এই লেখায়।

By Nayan Munshi
|

বাবা-মা হওয়া যে খুব একটা সহজ কাজ নয়, তা হয়তো এতদিনে সব বাবা-মায়েরাই বুঝে গেছেন। কারণটা খুব সহজ। যতদিন নতুন সদস্য় না আসবে, ততদিন আপনারা স্বাধীন। যেই না বাড়িতে ছোট্ট সোনার আর্বিভাব হবে, সেই থেকেই বদলে যাবে সব কিছু। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার তাগিদে কখন যে সময় চলে যাবে তা বুঝতেই পারবেন না আপনি। আর আপনাদের এই বলিদানের উপরই স্তাপিত হবে আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্য়ত।

নতুন বাবা-মায়েরা বাচ্চাদের বড় করে তোলার সময় যাতে কোনও অসুবিধার সম্মুখিন না হন, তাই তো এই প্রবন্ধে এমন কিছু বিষয়ের উপর জোর দেওয়া হল যা বাবা-মায়েদের মেনে চলা একান্ত কাম্য়।

বাবা-মায়েদের মেনে চলতে হবে এই ৪ টে জিনিস

সব সময় চোখ খোলা রাখুন:
ছেলে-মেয়েরা যখন ছোট থাকে, তখন কোনটা ঠিক, কোনটা ভুল তা বোঝার মতো ক্ষমতা তাদের থাকে না। তাই তো বাবা-মায়েদের সব সময় চোখ খোলা রাখতে হবে, যাতে তাদের বাচ্চা কোনও অসুবিধায় জড়িয়ে না পরে। মনে রাখবেন, আপনার বাচ্চা খুব চুপচাপ হয়ে গেলেই জানবেন সে কিছু বলতে চায় আপনাদের। তখন কিন্তু তাদের সময় দেওয়াটা জরুরি।

বাচ্চার শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন:
আপনার বাচ্চা কিন্তু অনেকটা সময় স্কুলে কাটায়। তাই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব দরকার। এমনটা করলে আপনি আপনার বাচ্চার সম্পর্কে এমন অনেক কিছু জানতে পারবেন যা সে বাড়িতে একেবারেই করে না। মনে রাখবেন বাবা-মায়েদের সঙ্গে যদি শিক্ষকেরা হাত মিলিয়ে একসঙ্গে বাচ্চাকে বড় করে তোলেন তাহলে ফল হয় অনেক ভালো।

সামাজিক হতে হবে:
বাচ্চাকে মিশতে দেবেন। এমনটা ভাববেন না যে স্কুলে তো অনেকটা সময়ই সে বন্ধুদের সঙ্গে কাটায়, তাহলে আলাদা করে আবার এসবের কী প্রয়োজন আছে! এটা একেবারেই ভুল ধরণা। কারণ বাচ্চার সার্বিক বিকাশের জন্য় সামাজিক হওয়াটা একান্ত কাম্য়। এমনটা না হলে কিন্তু নানা অসুবিধা দেখা দিতে পারে।

বাচ্চাকে স্বাধীনচেতা করুন:
ছোট থেকেই বাচ্চাদের স্বাধীনভাবে ভাবার জন্য় অনুপ্রাণিত করুন। এমনটা করলে তাদের মনোবল বৃদ্ধি পাবে, সেই সঙ্গে জীবন সম্পর্কে অনেক ভুল ধরণাই তাদের মনে বাসা বাঁধতে পারবে না, যা বাচ্চাদের সাফল্য়ের জন্য় খুব দরকারি।

English summary

বাবা-মায়েদের অবশ্য় করণীয় চারটি জিনিস।

Being a parent requires phenomenal degrees of patience, commitment and sacrifice alike. Oftentimes, the challenges of parenthood can literally suck the life out of you. However, it is this very sacrifice and commitment that goes into shaping a child who'd become a valuable part of society, inevitably contributing to the development of society. In this article, we look at the most basic goals and objectives every parent must fulfill.. These can also be cited as instructions for parents as far as bringing up a child goes.
Story first published: Thursday, January 12, 2017, 14:16 [IST]
X
Desktop Bottom Promotion