For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শিশুকে স্নান করানোর সময় এই ভুলগুলি একেবারেই করবেন না...

|

পরিবারে নতুন সদস্য আসলে বাড়ির পরিবেশই একদম পাল্টে যায়। সর্বক্ষণ বাড়ির সবাই ছোট সদস্যকে নিয়েই মেতে থাকে। তাকে সময়মতো খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, এই সবেতেই দিন কাটে মা-বাবার। তবে এত যত্নের পরেও অনেক সময় আমরা নিজেদের অজান্তেই কিছু ছোট ছোট ভুল করে ফেলি। বিশেষ করে শিশুকে স্নান করানোর সময় আমরা কিছু ভুল পদ্ধতি অবলম্বন করি।

Never do these Five things while bathing your newborn

শিশুকে স্নান করানোর আগে তার তোয়ালে, শ্যাম্পু, শাওয়ার জেল, ময়েশ্চারাইজার, জামাকাপড়, ডায়াপার, ইত্যাদি রেডি করে তারপর তাকে স্নান করাতে বসুন। জল ১২০ ফারেনহাইট বা তার চেয়ে কম গরম হওয়া উচিত।

স্নানের সময় আপনার শিশুকে কখনও একা রাখবেন না

স্নানের সময় আপনার শিশুকে কখনও একা রাখবেন না

স্নানের সময় আপনার শিশুকে কখনই একা রাখবেন না, এতে বিপদ হতে পারে। কারণ ছোট্ট শিশুর নিজের দিকে খেয়াল রাখার ক্ষমতা থাকে না, ফলে জলের গভীরতা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। তাই সবসময় শিশুর কাছে কারুর থাকা উচিত।

ছোট গামলা ব্যবহার করুন

ছোট গামলা ব্যবহার করুন

স্নান করানোর গামলাটি বেশি বড় হলে সমস্যা হতে পারে, তাই ছোট গামলা ব্যবহার করুন। প্রথমে ঠান্ডা জল ভরে তারপরে পরিমাণমতো গরম জল মিশ্রিত করুন। এবার সেই ঈষদুষ্ণ জল দিয়ে শিশুকে স্নান করান।

শিশুকে স্নান করানোর আগে সর্বদা আপনার কনুই দিয়ে জলের তাপমাত্রা পরীক্ষা করে দেখবেন।

শিশুর মাথা ঢাকা দিন

শিশুর মাথা ঢাকা দিন

আপনি যেখানে বাচ্চাকে স্নান করাবেন সেই ঘরের তাপমাত্রা প্রায় ৭৫ ডিগ্রি ফারেনহাট হওয়া উচিত। স্নান করানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে শিশুর গা-হাত-পা মুছে দিন। এরপর পরিষ্কার শুকনো তোয়ালে দিয়ে আপনার শিশুর মাথাটি ঢেকে দিন। মাথা ঢাকা দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এইসময় তাদের মাথায় চুল কম থাকে ফলে দ্রুত ঠান্ডা লাগতে পারে।

প্রথমে শিশুর শরীর এবং শেষে মাথা ধোওয়া উচিত, যাতে মাথা দীর্ঘক্ষণ ভেজা না থাকে।

আপনার শিশুকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে এই পদ্ধতিগুলি অনুসরণ করুনআপনার শিশুকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন

খুব বেশি জল ব্যবহার না করা

খুব বেশি জল ব্যবহার না করা

আপনার শিশুর বয়স যদি তিন মাসের কম হয়, তাহলে আপনি একদিন ছাড়া একদিন তাকে স্নান করাতে পারেন। একদিন স্পঞ্জ স্নান এবং পরের দিন স্নান করাতে পারেন।

গামলায় খুব বেশি জল ভরে বা শিশুর উপর বেশি করে জল ঢেলে স্নান করাবেন না, এতে শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে।

যত্নের সাথে সামলানো

যত্নের সাথে সামলানো

কান বা নাকের ভেতর কোনও কিছু ঢুকিয়ে পরিষ্কার করবেন না। এতে ক্ষতি হতে পারে। যত্নের সঙ্গে কান এবং নাক পরিষ্কার করুন।

English summary

Never do these Five things while bathing your newborn

If you have a newborn and you are contemplating on how to make him bathe, here are some mistakes you need to avoid.
X
Desktop Bottom Promotion