For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিশ্ব আলোকচিত্র দিবস: জেনে নিন এর ইতিহাস ও তাৎপর্য

|

ছবি হল ১০০০ টি শব্দের প্রতিরুপ। কোনও কিছু বলে বা লিখে যত সহজে বোঝানো যায়, ছবির মাধ্যমে তা আরও সহজে সম্পূর্ণ হয়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। ছবি তোলাটা অনেকের কাছেই একটা ফ্যাসিনেশন বা প্যাশন। কেউ শখে ছবি তোলে আবার কেউ কেউ এটাকে পেশা হিসেবেও বেছে নিয়েছে। ছবি তোলা পাগলপ্রেমীরা শহর থেকে শহরতলি সর্বত্রই তাদের ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পকে। একটি ছবি বুঝিয়ে দেয় হাজার হাজার শব্দকে। আর এই ছবি প্রেমী মানুষদের জন্য প্রতিবছরই ১৯ অগাষ্ট পালন করা হয় 'বিশ্ব আলোকচিত্র দিবস'। সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে এই দিনটি। এইবছরও বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইদিনটি পালন করা হবে।

Photography

১৮৩৭ সালে লুইস ড্যাগুইর ও নাইসফোর নিপেক ড্যাগুইর টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই সিস্টেমের নাম হল ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার এই ব্যাবহারিক উপায়টি আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।

১৮৩৯ সালের ১৯ অগাস্ট সবার প্রথম ফরাসি সরকার এইদিনটি বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে ঘোষণা করেন। সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতিবছরই বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব আলোকচিত্র দিবস। এছাড়াও, শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির যাত্রায় যে সকল মানুষ নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেও এই দিনটি পালন করা হয়।

বর্তমানে চোখের দ্বীতিয় রুপ হয়ে দাঁড়িয়েছে ক্যামেরা। ক্যামেরা ছাড়া আজকের পৃথিবীকে আমরা কল্পনাই করতে পারিনা। এর মাধ্যমে আমরা আমাদের বিশেষ মুহূর্তগুলোকে বন্দি করে রাখি। ছবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক স্মৃতি শেয়ার করি।

ফটোগ্রাফি হল এমন একটি বড় উদ্ভাবন যা গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। কোনও জায়গায় না গিয়েও আমরা ছবি, ভিডিয়োর মাধ্যমে সেই জায়গা সম্পর্কে জানতে পারি, দেখতে পাই। মুহূর্তের মধ্যে কোনও কিছু দেখার, জানার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। মোবাইল থেকে শুরু করে DSLR ক্যামেরা যাই হোক না কেন, কম বেশি সবাই ছবি তুলতে ভালোবাসে। আমরা স্বচক্ষে যা দেখি সেটা ক্যামেরার সাহায্যে আমাদের কাছে আরও সুন্দরভাবে প্রকাশ পায়। ক্যামেরার মূল বিন্দু হল লেন্স। এটি ছাড়া ক্যামেরা অচল।

Read more about: photo
English summary

World Photography Day 2019: history and significance

Every year, 19th August is celebrated 'World Photography Day'. Daguerreotype photographic process developed by Frenchmen Louis Daguerre and Joseph Nicephore Niepce in 1837.On 19thAugust 1839 French government declared World Photography Day.
X
Desktop Bottom Promotion