For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ডিসেম্বরকে কেন বছরের সেরা মাস বলা হয়? জেনে নিন এর আসল কারণ

|

একটি বছরের সমাপ্তি এবং একটি বছরের শুরুর মধ্যস্থতা মাস হল ডিসেম্বর। এটি বছরের সর্বোচ্চ শীতকালীন মাস হিসেবে গণ্য হয় এবং এই মাসটি প্রত্যেকের কাছে উৎসব ও আনন্দের মাস। শীতের আবহাওয়াকে সঙ্গী করে লেপ, কম্বলের তলায় আলসেমি কাটানোর সেরা সময় ডিসেম্বর। এইসবের মাঝেই ক্রিসমাস এবং নতুন বছর আগমনের অপেক্ষার দিন গুনতে থাকে আপামর বিশ্ববাসী। সব মিলিয়ে ডিসেম্বর কিন্তু বছরের সেরা মাস।

December Is The Best Month Of The Year

ডিসেম্বর শুরু হওয়ার সাথে সাথেই আমরা ক্রিসমাস, পিকনিক, ভ্রমণ এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে মেতে উঠি, কিছু নষ্টালজিক মুহূর্তের সাক্ষী হয়ে ওঠে সকলে। এমন আরও অনেক বিষয় রয়েছে যা ডিসেম্বরকে বছরের সেরা মাস হিসেবে চিহ্নিত করে, সেগুলির সম্পর্কে নীচে দেওয়া হল।

১) ক্রিসমাস বা বড়দিন উদযাপন

বহু প্রতীক্ষিত 'ক্রিসমাস' উদযাপন ডিসেম্বরের সেরা সময়। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। সারা বিশ্ব সেজে ওঠে ক্রিসমাসের দিনে। খাওয়া দাওয়া, আনন্দ ও পার্টিতে মেতে ওঠে সকলে। সবচেয়ে বেশি উপভোগ করে বাচ্চারা। পরিবার এবং বন্ধুদের থেকে বিভিন্ন উপহার পেয়ে আনন্দিত হয় তারা। বিশেষত, বাচ্চারা অপেক্ষায় থাকে সান্তাক্লজের থেকে উপহার পাওয়ার জন্য। পরিবারের সবাই ছুটির আমেজকে নস্টালজিক করে তুলতে একত্রিত হয়ে উপভোগ করেন ডিসেম্বরের এইদিনটি।

২) উপহারের দেওয়ার সেরা সময়

ক্রিসমাসের মাস হলেও এটি কুকিজ, কেক প্রস্তুত এবং প্রত্যেককে উপহার দেওয়ার সেরা সময়। শুভেচ্ছা ও উপহারের মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা প্রদান করে।

আরও পড়ুন : ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন হন? জেনে নিন এদের চারিত্রিক বৈশিষ্ট্য

৩) মনোরম আবহাওয়া

ডিসেম্বরে আবহাওয়া মনোরম থাকে। এইসময় জ্বলন্ত রোদ থাকে না বলে ট্যান পড়ারও কোন চিন্তা থাকে না। সোয়েটার গায়ে দিয়ে উপভোগ করা যায় রোদের তাপ।

৪) নতুন বছরের আগমন

ডিসেম্বর মাসের শেষ দিয়েই আগমন হয় নতুন বছরের। ফলে, বছর শেষ হয়ে যাওয়ার মন খারাপ মিশে যায় নতুন বছরের আগমনের আনন্দের সাথে। নতুন বছর কীভাবে শুরু করবেন তার পরিকল্পনা কিন্তু এই ডিসেম্বর মাসেই ঠিক হয়ে যায়। গত বছরের ফেলে আসা দিনগুলিকে ভুলে গিয়ে নতুন করে সেজে ওঠার পরিকল্পনা করা হয় এই মাসে। নিজের বাসস্থানকে নতুনভাবে সাজিয়ে নতুন বছরকে আগমন জানানোর সময় ডিসেম্বর মাস।

৫) ছুটি ও ঘোরার প্রকৃত সময়

পুরো বছরের অবকাশ ও মনখারাপকে দূরে ফেলে রেখে ডিসেম্বর মাস পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটানোর সেরা সময়। আপনি একটি ছোট্ট ট্রিপের পরিকল্পনা করতে পারেন, সারাবছর উপার্জনের পর ডিসেম্বরের শীতের ছুটিতে অনায়াসে ভ্রমণ করতে পারেন বহু জায়গায়।

আরও পড়ুন : ব্ল্যাক ফ্রাইডে কী? জানুন এর গুরুত্ব ও তাৎপর্য

৬) গরম পানীয় এবং খাবার

কিছু খাবার ও পানীয় রয়েছে যেগুলি কেবলমাত্র শীতকালেই উপভোগ করা যায়। সারাবছর চা বা কফি খেলেও এগুলি শীতকালে পান করার মধ্যে একটি আলাদা অনুভূতি রয়েছে। এই চা বা কফি এই সময়ে শুধু ভাল স্বাদ উপভোগ করায় না, পাশাপাশি আপনাকে উষ্ণ রাখতে সাহায্য করে। কিছু খাবার রয়েছে যেগুলি এই সময় আপনার শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে।

৭) একত্রিত পরিবার

বছরের এই মাসটিতে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে একত্রিত হওয়া যায়। শীতের ছুটিতে আপনি পরিকল্পনা করতে পারেন, বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্যদের সঙ্গে দেখা করার, তাদের সঙ্গে সময় কাটানো। এই মাসে বিভিন্ন উৎসবের কারণে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকা পরিবারের সদস্যরা একত্রিত হন এবং আনন্দের সহিত উপভোগ করেন সমস্ত উৎসবগুলি।

৮) তুষারপাত ও বরফ

ভ্রমণপিয়াসী মানুষরা সারাবছর অপেক্ষা করে থাকেন ডিসেম্বরের তুষারপাত ও বরফ উপভোগ করার জন্য। কারণ, পুরো ডিসেম্বর মাসটাই তুষারপাত ও শীতকালীন বরফ ছাড়া অসম্পূর্ণ।

৯) পার্টি করার সেরা সময়

পুরো ডিসেম্বর মাসজুড়ে আনন্দ-উৎসবে মেতে থাকে পুরো বিশ্ববাসী। উৎসবের আবহের গন্ধ ছড়িয়ে থাকে সমস্ত শহর জুড়ে। সেই ১ ডিসেম্বরের থেকে শুরু হয় বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানানোর পরিকল্পনা। তাই বিভিন্ন অনুষ্ঠান ও পার্টির মাধ্যমে বিদায় ও স্বাগতকে উপভোগ করেন সকলে। ক্রিসমাস পার্টি, ৩১ ডিসেম্বর পার্টিতে মাতোয়ারা হন সকলে।

Read more about: december best month festival
English summary

Why December Is The Best Month Of The Year

There are many more things that will make you believe that December is the best month of the year.
X
Desktop Bottom Promotion