For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের কোন দিনগুলি শুভ এবং কোনগুলি অশুভ জানা আছে কি?

|

অ্যাস্ট্রোলজির উপর লেখা একাধিক বই অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কিন্তু শুভ নয়। আর যদি ভুলবশত কোনও অশুভ দিনে কোনও শুভ কাজ শুরু করে দেন, তাহলে কিন্তু বেজায় বিপদ! কারণ সেক্ষেত্রে কাজটি ঠিক মতো নাও হতে পারে। কারণ অশুভ দিনগুলিতে আমাদের আশেপাশে নেগেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে ছোট ছোট কারণে মন খারাপ হয়ে যায়। সেই সঙ্গে হাজারো বাঁধা মাথা চাড়া দিয়ে ওঠে। তাই তো সপ্তাহের প্রতিটি দিনের চরিত্র সম্পর্কে জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন। আর একাজে আপনাকে সাহায্য করতে পারে এই প্রবন্ধ।

 

আসলে এই লেখায় দিন ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হল কোন দিন কেমন সে সম্পর্কে...!

১. সোমবার:

১. সোমবার:

শাস্ত্র মতে সোমবার চাঁদের প্রভাব খুব বেশি থাকে। যে কারণে এই দিন যে কোনও কাজ শুরু করলে দ্রুত তা শেষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সপ্তাহের এই দিনটিতে এমন কাজ শুরু করুন, যা দ্রুত শেষ হোক আপনি চান। শুধু তাই নয়, গাড়ি, বাড়ি এবং জামা-কাপড় কেনার জন্য সোমবার বেজায় শুভ। এমনকী এদিন বাড়িতে রং করা যেমন শুরু করতে পারেন, তেমনি কোথায় বেরাতেও যেতে পারেন। তবে ভুলেও এদিনটিতে কর্মক্ষেত্রে নতুন কোনও কাজ শুরু করবেন না যেন! কারণ এমনটা করলে কিন্তু মনের মতো ফল নাও পেতে পারেন। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কালো জামা পড়লে খারাপ কোনও ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। এই রংটি সপ্তাহের শুরুর দিনটিতে এড়িয়ে চসাই ভাল!

২. মঙ্গলবার:
 

২. মঙ্গলবার:

সপ্তাহের এদিনটিতে মঙ্গলের প্রকোপ বেড়ে যায়। তাই তো টেকনিকাল এবং প্রপাটি সম্পর্কিত কোনও কাজ শুরু করার জন্য মঙ্গলবার বেজায় শুভ। শুধু তাই নয়, এদিন পড়াশোনা সম্পর্কিত নতুন কোনও কোর্স বা আদলাতে কোনও মামলাও শুরু করতে পারেন। কারণ মঙ্গলবার এই কাজগুলি শুরু করলে দ্রুত সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে। প্রসঙ্গত ভুলেও কিন্তু মঙ্গলবার নীল রঙের জামা পরা উচিত নয়। কারণ এমনটা করলে খারাপ কোনও ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে।

৩. বুধবার:

৩. বুধবার:

বুধের প্রভাবে সপ্তাহের এই দিনটিতে শুভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে এদিন যা কিছুই শুরু করুন না কেন, সফলতা আপনার সঙ্গী হবেই হবে। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনাও যাবে বেড়ে। এই কারণেই তো কোনও নতুন প্রজেক্টে টাকা ইনভেস্ট করার ইচ্ছা থাকলে তা বুধবার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে। কী বিষয? নুতন চাকরি ভুলেও বুধবার শুরু করা উচিত নয়। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে সপ্তাহের এদিনটিকে ভুলেও উত্তর দিকে ভ্রমণে বেরবেন না যেন! কারণ এমনটা করলে মারাত্মক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে।

৪. বৃহষ্পতিবার:

৪. বৃহষ্পতিবার:

সপ্তাহের এই দিনটিতে বৃহষ্পতি গ্রহের প্রভাব বেড়ে যায়। তাই তো জ্যোতিষশাস্ত্রে বৃহষ্পতিবারকে সপ্তাহের সবথেকে শুভ দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। এদিন যে কানও কাজই শুরু করুন না কেন, তাতে সাফল্য পেতে সময় লাগে না। সেই সঙ্গে বৃহষ্পতিবার সোনা, হিরে অথবা রূপো কিনলে গৃহস্থে শুভশক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে খারাপ শক্তির প্রভাব কমতে শুরু করে। ফলে সুখ এবং সমৃদ্ধির পথ প্রশস্থ হয়। প্রসঙ্গত, এদিন বিবাহ সম্পর্কিত কথাবার্তা শুরু করলে পরবর্তি সময়ে বৈবাহিত জীবনে কোনও ধরনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় কমে। তবে এক্ষেত্রে শুধু একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল ভুলেও বৃহষ্পতিবার আমিষ খাবার এবং মদ খাওয়া চলবে না। এমনটা করলে দেখবেন দারুন উপকার পাবেন।

৫. শুক্রবার:

৫. শুক্রবার:

শুক্র গ্রহের প্রভাব বেশি থাকে শুক্রবার। তাই তো এদিন নতুন যে কোনও সম্পর্ক শুরু করলে তা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই কারণেই অনেকে শুক্রবারকে বেছে নেন কাউকে প্রেম নিবেদন করার জন্য। তবে এদিন ভুলেও কোথাও টাকা ইনভেস্ট করা চলবে না। সেই সঙ্গে খেয়াল করতে হবে শুক্রবার পশ্চিম দিকে বেরাতে গেলে কিন্তু সে যাত্রা খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

৬. শনিবার:

৬. শনিবার:

ভুলেও নতুন কোনও কাজ সপ্তাহের এই দিনটিতে শুরু করবেন না যেন! কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এদিন কোনও কাজ শুরু করলে তা সহজে শেষ হতে চায় না। ফলে সফলতা লাভের সম্ভাবনা যায় কমে। তবে শনিবার নতুন চাকরি শুরু করার জন্য একেবারে আদর্শ দিন। শুধু তাই নয়, এদিন গৃহপ্রবেশ করাও কিন্তু বেজায় শুভ। প্রসঙ্গত, জ্যোতিষশাস্ত্র মতে শনিবার লোহার জিনিস কিনলে বা বেচলে খারাপ শক্তি পিছু নেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই ভুলেও এমন ভুল কাজ করবেন না যেন!

৭. রবিবার:

৭. রবিবার:

সপ্তাহের এই দিনটিতে জমিজমা সংক্রান্ত কাজ যেমন শুরু করতে পারেন, তেমনি ওষুধ এবং কাঠের ব্যবসা যারা করেন, তারা যদি এদিন কোনও কাজ শুরু করেন, তাহলে সাফল্য লাভের সম্ভাবনা যায় বেড়ে। তবে ভুলেও রবিবার বিবাহ সম্পর্কিত কোনও কাজ শুরু করবেন না যেন! কারণ এমনটা করলে স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের অবনতি ঘটতে সময় লাগে না। তাই এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন। প্রসঙ্গত, বরিবার লোহার কোনও জিনিস কেনা-বেচা করতেও মানা করা হয়। কারণ এমনটা করলে নাকি খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা যায় বেড়ে।

Read more about: বিশ্ব
English summary

which day of week is good and bad

Muhurta is a selection of the best moment (the best date and time) for the commencement of any important action. It helps use the influence of planets and other astrological factors in favorable way to eliminate the adverse impact and make the result of the work the most rewarding. It helps counteract the obstacles in the natal chart and synchronize the actions of a person, the influence of astrological factors and the planned event.
Story first published: Friday, April 20, 2018, 12:43 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more