For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সপ্তাহের কোন দিন, কোন কাজটা শুরু করলে সফলতা লাভের সম্ভাবনা বেড়ে যায় সে সম্পর্কে জানা আছে?

সপ্তাহের এক একটা দিন এক একটা গ্রহের প্রভাব বেশি থাকে, যার প্রভাব একেকভাবে আমাদের উপর পরে থাকে।

|

জ্যোতিষশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে সপ্তাহের এক একটা দিন এক একটা গ্রহের প্রভাব বেশি থাকে, যার প্রভাব একেকভাবে আমাদের উপর পরে থাকে। তাই তো গ্রহের প্রভাবকে না বুঝেই যদি কোন কাজ শুরু করে দেন বা কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু বিপদে পরার আশঙ্কা বেড়ে যায়। তাই তো বাকি জীবনটা সুখে-শান্তিতে এবং আনন্দে কাটাতে এই প্রবন্ধটিতে চোখ রাখতে ভুলবেন না যেন!

তাহলে আর অপেক্ষা কেন, কোন দিন, কোন গ্রহের প্রভাব বেশি থাকে, তা জেনে নিয়ে সেইদিন কী কী কাজ করা উচিত আর কীকী নয়, সে সম্পর্কে জেনে নেওয়া যাক!

১. সোমবার:

১. সোমবার:

সপ্তাহের এই দিনটিতে চাঁদের প্রভাব খুব বেশি থাকে। তাই তো এই দিন নতুন চাকরি বা ব্যবসা শুরু করতে মানা করা হয়। তবে গাড়ি, জামা-কাপড় কেনার জন্য এই দিনটি যেমন বেজায় শুভ, তেমনি সোমবার কোনও জায়গা ঘুরতে গেলে জার্নিটা সফল হওযার সম্ভাবনা যায় বেড়ে। এক্ষেত্রে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, তা হল সোমবার ভুলেও কালো রঙের জামা-কাপড় পরা উচিত নয়। কারণ এমনটা করলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। প্রসঙ্গত, শাস্ত্র মতে সোমবার হল মহাদেব শিবের দিন। তাই তো এদিন এক মনে ওম নম শিবায়, এই মন্ত্রটি জপ করতে করতে যদি দেবের আরাধনা করা যায়, তাহলে দারুন সব ফল মেলে।

২. মঙ্গলবার:

২. মঙ্গলবার:

এদিন মঙ্গল গ্রহের প্রভাবে যে কোনও কাজই ধিমে তালে হতে থাকে। তাই তো নতুন কোনও কাজ এদিন শুরু করতে মানা করা হয়। একই কারণে এদিন মেয়েকে শশুর বাড়িতে পাঠাতেও মানা করেন অ্যাস্ট্রোলজাররা। কারণ এদিন মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শশুর বাড়ি গেলে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা বেড়ে যায়। তবে মঙ্গলবার যদি জমি সংক্রান্ত এবং প্রপাটি বিষয়ক কাজ শুরু করা যায়, তাহলে দারুন ফল পাওয়া যায়। শুধু তাই নয়, সার্জারি এবং মেডিসিন রিলেটেড কাজও সপ্তাহের এদিন শুরু করতে পারেন। শুরু করতে পারেন আদালাত সংক্রান্ত কাজও। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার এই কাজগুলি শুরু করলে চটজলদি সফলতা লাভ করার সম্ভাবনা যায় বেড়ে। প্রসঙ্গত, মঙ্গলবার হল হনুমানজির দিন। তাই তো এদিন দেবের অরাধনা করলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা যায় কমে। এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল সুখে-শান্তিতে থাকতে এদিন ভুলেও নীল রঙের জামা-কাপড় পরবেন না যেন!

৩. বুধবার:

৩. বুধবার:

চটজলদি অর্থনৈতিক লাভের স্বাদ মিলবে, এমন কাজ শুরু করার জন্য এই দিনটি আদর্শ। কারণ সপ্তাহের এই বিশেষ দিনটিতে বুধ গ্রহের প্রভাব খুব বেশি থাকে। তাই তো এদিন কোনও ইনভেস্টমেন্ট করলে দারুন ফল পাওয়া যায়। শুধু তাই নয়, বুধবার লোহার কোনও জিনিস কিনলে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে নতুন নতুন সুযোগ আসার সম্ভাবনাও বাড়ে। তবে ভুলেও এদিন কিন্তু নতুন চাকরিতে জয়েন করবেন না। যদি করেন, তাহলে কিন্তু বেজায় বিপদ! সেই সঙ্গে এদিন দেনা মেটাতেও মানা করা হয়।

৪. বৃহষ্পতিবার:

৪. বৃহষ্পতিবার:

সারা সপ্তাহে এই দিনটি সবথেকে শুভ! কারণ এদিন লর্ড বৃহষ্পতির প্রভাব খুব বেশি থাকে। তাই তো যে কোনও শুভ কাজ শুরু করার জন্য বৃহষ্পতিবার বেজায় আদর্শ দিন। এদিন মূল্যবান ধাতু যেমন কেনা উচিত, তেমনি টাকার ইনভেস্টমেন্ট এবং নতুন চাকরি শুরু করার জন্যও বৃহষ্পতিবারের থেকে ভাল দিন আর হয় না বললেই চলে। প্রসঙ্গত, বিয়ে সংক্রান্ত কাজ শুরু করার জন্যও সপ্তাহের এই দিনটি বেজায় আদর্শ।

৫. শুক্রবার:

৫. শুক্রবার:

নতুন কোনও সম্পর্ক শুরু করতে চান? তাহলে তা শুরু করুন শুক্রবার। কারণ সপ্তাহের এই দিনটি এমনটা কাজের জন্য আদর্শ। কিন্তু ভুলেও শুক্রবার কোথাও টাকা ইনভেস্টমেন্ট করবেন না যে!। সেই সঙ্গে এদিন কোথায় ঘুরতে যাওয়া থেকেও বিরত থাকা উচিত। আসলে সপ্তাহের এই দিনটিতে শুক্র গ্রহের প্রভাব বেশি থাকে, তাই তো এদিন এই সব কাজগুলি করতে মানা করা হয়।

৬. শনিবার:

৬. শনিবার:

সপ্তাহের এই দিনটিতে যে কোনও কাজ শুরু করলেই সফলতার স্বাদ পাওয়া যায়। মেলে দারুন সব ফলও। এক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে পদন্নতি ঘটার সম্ভাবনাও বাড়ে। এই কারণেই তো এদিন নতুন চাকরি এবং বৈবাহিক জীবন শুরু করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয়, প্রতি শনিবার টাকা এবং বস্ত্র দান করলেও দারুন সব উপকার পাওয়া যায়। একই ধরনের সুফল মেলে এদিন লোহার কোনও জিনিস কিনলেও। তবে ভুলেও কিন্তু শনিবার মামলা-মোকদ্দমা সংক্রান্ত কাজ শুরু করা উচিত নয়। কারণ এমনটা করলে ক্ষতির সম্মুখিন হওয়ার আশঙ্কা যায় বেড়ে।

৭. রবিবার:

৭. রবিবার:

পড়াশোনা সংক্রান্ত কাজ শুরু করার জন্য এই দিনটির কোনও বিকল্প হয় না বললেই চলে। তবে ভুলেও এদিন বিয়ে সংক্রান্ত কোনও কাজ শুরু করা যেমন উচিত নয়, তেমনি নতুন কোনও সম্পর্ক শুরু করার থেকেও বিরত থাকা উচিত। কারণ এমনটা করলে সম্পর্কের অবনতি ঘটতে সময় লাগে না।

Read more about: বিশ্ব
English summary

which day of week is good and bad

New research suggests you are more likely to die if you have surgery later in the week, but what about theft, car accidents, phishing attacks and outbreaks of war? We offer a guide to the deadliest days of the week
Story first published: Tuesday, June 5, 2018, 12:44 [IST]
X
Desktop Bottom Promotion