For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Strawberry Moon 2022: আজ রাতের আকাশে দেখা যাবে 'স্ট্রবেরি মুন'! কেন এমন আজব নাম? জেনে নিন

|

চাঁদের সৌন্দর্য নিয়ে সবাই যেমন মুগ্ধ, পাশাপাশি কৌতূহলীও কম নয়। বিশেষ করে, পূর্ণিমার চাঁদের মায়াবী রুপ সকলকেই মোহিত করে। বছরে মোট ১২টি পূর্ণিমা থাকে। প্রতিটি পূর্ণিমারই আলাদা নাম ও তাৎপর্য রয়েছে। এর মধ্যে জুন মাসের পূর্ণিমাকে বলা হয় 'স্ট্রবেরি মুন'। এই চাঁদ যেমন বড়, তেমনই উজ্জ্বল। জুনের পূর্ণিমার এই চাঁদ নিয়ে অনেকেই অনেক রকম ব্যখ্যা দেন। চলুন জেনে নেওয়া যাক, কবে, কখন এই চাঁদ দেখা যাবে এবং কেনই বা এই চাঁদকে স্ট্রবেরি মুন বলা হয় -

What is Strawberry Moon

'স্ট্রবেরি মুন' কেন বলা হয়?

জুন মাসে যে পূর্ণিমা পড়ে সেটিকে সাধারণত 'স্ট্রবেরি মুন' বলা হয়। এ বছর ১৪ জুন এই চাঁদ দেখা যেতে পারে৷ তবে 'স্ট্রবেরি মুন' দেখতে কিন্তু একেবারেই স্ট্রবেরির মতো নয়! এই নামটি আমেরিকা এবং কানাডার বিভিন্ন উপজাতিদের থেকে এসেছে। সেখানকার অ্যালগনকুইন, ওজিবওয়ে, ডাকোটা এবং লাকোটা-এর সহ বেশ কিছু উপজাতিরা জুন মাসে পাকা স্ট্রবেরি কাটত। তাঁদের নিজস্ব ভাষায় জুন মাসের পূর্ণিমার চাঁদকে যে নামে ডাকত, সেটার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় 'স্ট্রবেরি মুন'। NASA-র রিপোর্ট অনুযায়ী, 'স্ট্রবেরি মুন' আবার মিড মুন বা হানিমুন নামেও পরিচিত। কারণ বছরের এই মাসেই মধু সংগ্রহ করা হয়।

ভারতে জুন মাসের পূর্ণিমাকে বট পূর্ণিমা বলা হয়, যা হিন্দু ধর্মের অন্যতম উৎসব। ভারতের উত্তর ও পশ্চিম ভারতীয় রাজ্যগুলিতে বিবাহিত মহিলারা এই উৎসবটি পালন করেন।

'স্ট্রবেরি মুন' কখন দেখা যাবে?

১৪ জুন ভারতীয় সময় বিকেল ৫টা ২২ মিনিটে এই চাঁদ উদিত হবে। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী, সকাল ৭টা ৫১ মিনিট হল এই চাঁদ উদয়ের সময়। এই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেকটাই কম থাকে। তাই চাঁদকে এই দিন আরও বড় ও উজ্জ্বল দেখায়। তাই একে 'সুপারমুন' বলা হয়। বিজ্ঞানীদের মতে, প্রতি বছর জুন মাসে চাঁদ নিজের কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর একদম কাছে চলে আসে।

English summary

What is Strawberry Moon? Know How & Where to Watch on June 14 in Bengali

What is Strawberry Moon? Know How & Where to Watch on June 14th 2022. Read on.
X
Desktop Bottom Promotion