For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সোনার কয়েন বা অনেক অনেক টাকার মাঝে দাঁড়িয়ে রয়েছেন এমন স্বপ্ন দেখার অর্থ কি জানেন?

অনেক অনেক টাকার মাঝে দাঁড়িয়ে রয়েছেন বা হঠাৎ করেই মাটি খুঁড়ে সোনার কয়েন খুঁজে পেয়েছেন এমন স্বপ্ন দেখেন নাকি? তাহলে কিন্তু...

|

স্লিপ বিশেষজ্ঞদের করা এক সমীক্ষায় সম্প্রতি জানা গেছে বেশিরভাগ মানুষই একটা স্বপ্ন প্রয়শই দেখে থাকেন। কী সেই স্বপ্ন জানা আছে?

প্রায় কয়েক হাজার মানুষের ইন্টারভিউ নিয়ে জানা গেছে সিংহভাগই সপ্তাহে কয়েকবার অনেক অনেক টাকার মাঝে দাঁড়িয়ে রয়েছেন বা হঠাৎ করেই মাটি খুঁড়ে সোনার কয়েন খুঁজে পেয়েছেন এমন স্বপ্ন দেখে থাকেন। যেমনটা দেখেছিলেন অরিন্দম। মনে পরে অরিন্দমকে। সত্যজিৎ রায় পরিচালিত জনপ্রিয় সিনেমা নয়েকের সেই চরিত্র, যিনি নিজ দমে একজন ক্ষমতাশালী-জনপ্রিয় নায়ক তো হয়ে উঠেছিলেন। কিন্তু সেই লক্ষ পূরণ করতে করতে করে ফেলেছিলেন অনেক ভুল কাজ। তাই তো ঘুমলেই অরিন্দমের পরতো অতীতের ছায়া। যেমন একদিন ঘুমনোর সময় অরিন্দম দেখেছিল অনেক অনেক টাকার মাঝে দঁড়িয়ে আছে সে। কখনও টাকার ঢিপির মধ্যে ঢুকে যাচ্ছে, যেমনটা চোরাবালিতে ঢুকে যায় মানুষ। তাই তো প্রশ্ন জাগে মানুষের মনে যে টাকার স্বপ্ন দেখা মানে কি ধ্বংস?

এই প্রশ্নটির উত্তর খোঁজারই চেষ্টা করা হবে এই প্রবন্ধে। প্রসঙ্গত, স্লিপ বিশেষজ্ঞদের মতে টাকার স্বপ্ন দেখার অনেক মানে হতে পারে। যেমন ধরুন...

১. নিজেকে চিনার চেষ্টা করুন:

১. নিজেকে চিনার চেষ্টা করুন:

হঠাৎ করে সোনার খোঁজ পেয়েছেন, এমন স্বপ্ন দেখলে জানবেন আপনার ভিতরে এমন কিছু শক্তি লুকিয়ে রয়েছে, যাকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধশালী করে তুলতে পারেন। সেই শক্তি ক্রিয়েটিভ শক্তি হতে পারে, হতে পারে মানসিক বা মনের শক্তিও, যা আপনাকে কর্মক্ষেত্রে এবং সমাজিক জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু দুঃখের বিষয় হল নিজের এই সুপ্ত শক্তির বিষয়ে আপনি জানেনই না। তাই তো আপনার স্বপ্ন আপনাকে পথ দেখানোর চেষ্টা করছে।

২. টাকা নিয়ে চিন্তায় থাকলে:

২. টাকা নিয়ে চিন্তায় থাকলে:

অনেক অনেক টাকার প্রয়োজন রয়েছে। এদিকে শত চেষ্টা করেও প্রয়োজনীয় টাকা জোগাড় করে উঠতে পারছেন না! এই ধরনের পরিস্থিতিতেই সাধারণত টাকার স্বপ্ন আসে। এক্ষেত্রে অনেকে স্বপ্নে নিজেকে টাকার ঢিপির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেন বা কখনও টাকার বিছানায় শুয়ে রয়েছেন এমন স্বপ্নও এসে থাকে।

৩. টাকায় লেগে রয়েছে রক্ত:

৩. টাকায় লেগে রয়েছে রক্ত:

সামনে অনেক টাকা রয়েছে। কিন্তু টাকার গায়ে যে রক্ত লাগা। এমন স্বপ্ন দিনের পর দিন দেখলে জানবেন আপনার আত্মা, যাকে আপনি বিবেকও বলতে পারেন, তা আপনাকে আটকাচ্ছে খারাপ কাজ করতে। আসলে যারা মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করেন, তারাই সাধারণত এমন স্বপ্ন দেখে থাকেন। কারণ জানবেন যখনই আমরা খারাপ কাজ করি, তখন আমাদের আত্মা সে কাজ করতে বারে বারে আমাদের বাঁধা দেয়। যাকে অনেকে বিবেক দংশনও বলে থাকেন। এমনটা হলে মস্তিষ্কের অন্দরে এমন কিছু কেমিকালের ক্ষরণ হয় যে এমন স্বপ্ন আসতে শুরু করে।

৪. অনেক অনেক টাকার মালিক হতে চলেছেন:

৪. অনেক অনেক টাকার মালিক হতে চলেছেন:

বিশেষজ্ঞদের মতে বারে বারে টাকার স্বপ্ন দেখলে জানবেন আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন আপনি। তাই তো এমন স্বপ্ন দেখছেন। আসলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার আগেও অনেকক্ষেত্রে এমন স্বপ্ন এসে থাকে। তাই টাকার স্বপ্ন দেখা মানেই তা খারাপ, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই কিন্তু!

৫. দুটো কয়েন রয়েছে হাতের মুঠোয়:

৫. দুটো কয়েন রয়েছে হাতের মুঠোয়:

হাতের মুঠোটা যেন লোহার মতো শক্ত, আর তার মাঝে প্রাণপনে চেপে ধরে রয়েছেন দুটো কয়েন। এমন স্বপ্ন দেখেন নাকি! যদি দেখে থাকেন, তাহলে জানবেন অতীতে ঘটে যাওয়া কোনও ঘটনাকে আপনি শত চেষ্টা করেও ভুলতে পারছেন না। সময় এগিয়ে গেছে তবু আপনি যেন সেই অতীতেই পরে রয়েছেন। তাই তো এমন স্বপ্ন আসছে বারে বারে। এক্ষেত্রে নিজেকে প্রশ্ন করুন কী এমন ঘটনা ঘটেছে যা আপনি চেয়েও ভলতে পারছেন না!

৬. সোনার গয়নার স্বপ্ন দেখলে:

৬. সোনার গয়নার স্বপ্ন দেখলে:

গভীর ঘুমে থাকাকালীন যদি সোনার গয়নার ছবি দেখেন, তাহলে জানবেন হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে উঠতে চলেছেন, হয়তো বা ভাল কোনও খবরও আপনার জন্য় অপেক্ষা করছে। তাই তো এমন স্বপ্ন দেখার পর যকন সকাল হবে, তখন দিনটা খুশি মনে শুরু করতে ভুলবেন না যেন!

৭. জলে টাকা পরে যাওয়া:

৭. জলে টাকা পরে যাওয়া:

কোনও জলাধারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর হঠাৎ করে হাত থেকে টাকা বা কয়েন সেই জলে পরে গেল, এই ধরনের স্বপ্ন দেখলে ভয় পেয়ে যাবেন না। কারণ বিশেষজ্ঞদের মতে এমন ধরনের স্বপ্ন তখনই আসে, যখন কেউ গুডলাকের সন্ধানে থাকেন অথবা খারাপ সময়ে ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। প্রসঙ্গত, অনেকেই বিশ্বাস করেন এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হল তুমুল অর্থনৈতিক ক্ষতি হতে চলেছে। যদিও আপনাদের জানিয়ে রাখি এই ধরণা কিন্তু একেবারেই ঠিক নয়।

Read more about: বিশ্ব
English summary

What Does It Mean To Dream About money?

Dreaming of gold may symbolize financial wealth and physical valuables; or may symbolize greed and temptation.A dream about gold may symbolize your inner values and all that you treasure or value in your life.May be reminding you of inner resources that you are not using or you are underappreciating.
Story first published: Monday, May 21, 2018, 12:49 [IST]
X
Desktop Bottom Promotion