For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আঙুলের ছাপ দেখে যে কোনও মানুষের চরিত্র সম্পর্কে জেনে নেওয়া যায়, সে সম্পর্কে জানা ছিল কি?

একেবারে ঠিক শুনেছেন পাঠকেরা। হাতের ছাপকে বিশ্লেষণ করে যেমন অপরাধীকে চিহ্নিত করা ফেলা সম্ভব, তেমনি যে কোনও মানুষের চরিত্র সম্পর্কেও স্পষ্ট ধরণা করে নেওয়া যায়।

|

একেবারে ঠিক শুনেছেন পাঠকেরা। হাতের ছাপকে বিশ্লেষণ করে যেমন অপরাধীকে চিহ্নিত করা ফেলা সম্ভব, তেমনি যে কোনও মানুষের চরিত্র সম্পর্কেও স্পষ্ট ধরণা করে নেওয়া যায়। আর মজার বিষয় হল এমনটা করতে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হওয়ার কোনও প্রয়োজন নেই! শুধু একবার পড়ে ফেলতে হবে এই প্রবন্ধটি। তাহলেই দেখবেন কেল্লা ফতে!

১৮৯১ সালে আর্জেন্টিনীয় পুলিস অফিসার জুয়েন বুসেটিচ যখন ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে অপরাধীকে চিহ্নিত করেছিলেন, তখন অনেকে সেই পদ্ধতিকে মান্যতা দেয়নি। কিন্তু পরবর্তি সময়ে একথা প্রমাণিত হয়ে গিয়েছিল যে বাস্তবিকই ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে অপরাধী কে, সে সম্পর্কে জেনে নেওয়া সম্ভব। কারণ প্রতিটি মানুষের আঙুলের গঠন যেমন আলাদা, তেমনি ফিঙ্গারপ্রিন্টও অলাদা। তাই তো হাতের ছাপকে ভাল করে লক্ষ করে সেই মানুষের মনে কী চলছে সে বিষয়ে ধরণা করে ফেলা সম্ভব। তবে এমনটা করতে গেলে প্রথমে হাতের তালুর দিকে থাকাতে হবে এবং বুঝে নিতে আঙুলের পিছনে যে গোলাকৃতি রেখাগুলি রয়েছে, সেগুলি সম্পর্কে, তাহলেই দেখবেন ছবির মতো আপনার চোখের সামনে ভেসে উঠবে সেউ মানুষটির মন এবং তার অন্দরে লুকিয়ে থাকা নানাবিধ গোপন কথা।

তাহলে বন্ধু আর অপেক্ষা কিসের, চলুন জেনে নেওয়া যাখ ফিঙ্গারপ্রিন্ট দেখে মানুষের চরিত্র সম্পর্কে কীভাবে জেনে নেওয়া যায়, সে সম্পর্কে। প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...

১. দা লুপ ফিঙ্গারপ্রিন্ট:

১. দা লুপ ফিঙ্গারপ্রিন্ট:

যাদের আঙুলের ছাপ অনেকটা গোলকার, ফাঁসির মতো দেখতে হয়, তারা বেজায় শান্ত গোছের হন। শুধু তাই নয়, এরা বন্ধু হিসেবে যেমন ভাল হন, তেমনি জীবনসঙ্গী হিসেবেও নিজের দায়িত্ব দারুন ভাবে পূরণ করেন। শুধু তাই নয়, সবাইকে নিয়ে আনন্দে থাকতে এদের জুড়ি মেলা ভার। তাই তো খুব সহজেই এমন মানুষেরা কাউকে বন্ধু বানিয়ে নিতে পারেন। তবে মন খোলা চরিত্রের হওয়ার কারণে এদের ঠকানো খুব সোজা। তাই তো বলি বন্ধু, আপনার আঙুলের ছাপ যদি এমন হয়, তাহলে সহজে নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না যেন! কারণ একথা ভুলে যাবেন না যে দুনিয়ার বাকি মানুষেরা আপনার মতো সরল নয় কিন্তু!

২. দা সুরিয়াল টাইপ:

২. দা সুরিয়াল টাইপ:

কারও হতের দিকে তাকিয়ে যদি দেখেন তার আঙুলের ছাপ অনেকটা ঘূর্ণাবর্তে পাক খেতে খেতে চলা যাওয়ার মতো, তাহলে জানবেন সেই মানুষটা খুব রাগী প্রকৃতির। শুধু তাই নয়, এরা কথায় কথায় মাথা গরম করে ফেলেন। তাই তো জীবনের প্রতিটি ধাপে এদের নানাবিধ সমস্যার সম্মুখিন হতে হয়। তবে একটা কথা মানতেই হবে যে এরা যতই গরম প্রকৃতির হোন না কেন, মানুষ হিসেবে এরা খুব ভাল হন। শুধু তাই নয়, অন্যের কী করে ভাল হয়, সে সম্পর্কে এরা সারাক্ষণ ভাবতে থাকেন, তাই তো বিপদের সময় পাশে দাঁড়াতে এদের জুড়ি মেলা ভার। প্রসঙ্গেত, খুব সহজে এরা কারও উপর রেগে গেলেও বেশিক্ষণ এরা রেগে থাকতে পারেন না। অর্থাৎ যত তাড়াতাড়ি এরা গরম হন, তত তাড়াতাড়ি এরা ঠান্ডাও হয়ে যান। শুধু তাই নয়, মনের কথা এরা যে কারও মুখের উপর বলে দেন। তাই তো অনেকে এমন মানুষদের বেজায় দাম্ভিক ভাবার ভুল কাজটি করে থাকেন।

৩. দা কার্ভ টাইপ:

৩. দা কার্ভ টাইপ:

খেয়াল করে দেখবেন অনেকের আঙুলের রেখা পাহাড়ের মতো হয়। এমন মানুষেরা বেজায় আত্মবিশ্বাসী হন। জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও বাঁধাকে পেরতেই এরা ভয় পান না। এক কথায় এমন মানুষেরা "অ্যাচিভার" হন। কীভাবে সুখে-শান্তিতে থাকতে হয় এবং কীভাবে নিজের গোলকে অ্যাচিভ করতে হয়, তা এদের থেকে ভাল কেউ জানে না। তাই তো সফল মানুষদের তালিকায় এরা থাকেই থাকেন। তবে এমন মানুষেরা বেজায় জেদী হন। ফলে কোনও বিষয়ে নিজেরা যা ভেবে নেন, তার বাইরে গিয়ে কাজ করতে এরা একেবারেই পছন্দ করেন না। তাই তো মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় এদের।

৪. দা উলনার লুপ:

৪. দা উলনার লুপ:

আঙুলের রেখা কি অনেকটা ঝরনার মতো? মানে রেখাগুলি এক জায়গা থেকে শুরু হয়ে অনেকটা জলের স্রোতের মতো বেঁকে অন্য আঙুলের দিকে চলে গেছে? যদি এমনটা হয়ে থাকে, তাহলে জানবেন মানুষটি প্রকৃত অর্থেই জ্যানটলম্যান। শুধু তাই নয়, এরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে জীবন অতিবাহিত করতে পছন্দ করেন। শুধু তাই নয়, এদের নজর খুব তীক্ষ্ন হয়। সেই সঙ্গে নিজের লক্ষে কীভাবে স্থির থাকতে হয়, সে বিষয়ে এমন মানুষদের কোনও বিকল্প হয় না বললেই চলে। তবে একটাই খারাপ দিক রয়েছে এদের চরিত্রের। তা হল এরা ভবিষ্যত সম্পর্কে একেবারেই ভাবতে চান না। পরিবর্তে জীবন যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবেই এরা এগিয়ে চলতে চান।

৫. দা রেডিয়াল লুপ:

৫. দা রেডিয়াল লুপ:

আলোর বিচ্ছুরণ ঘঠছে, এমন ধরনের আঙুলের রেখা যাদের হয়, তারা বেজায় স্বাধীনচেতা হন। নিজের মতো করে জীবনের গাড়িকে চালাতেই এরা পছন্দ করেন। কেউ এদের জ্ঞান দিক, তা এরা একেবারেই পছন্দ করেন না। তবে এদের চরিত্রের একটি ভাল দিকও রয়েছে। কী সেই দিক? এরা স্রোতের বিপরীতে যেতে ভালবাসেন। তাই তো জীবনে সফলতার স্বাদ পেতে এদের বেশি দিন অপেক্ষা করতে হয় না।

Read more about: বিশ্ব
English summary

What Do Your Fingerprints Tell About Your Personality

There are many different things in which one can find out about the personality of an individual. All that one needs to do is check out on some of the physical features as well, since this can reveal the inner side of an individual.
Story first published: Saturday, June 2, 2018, 13:14 [IST]
X
Desktop Bottom Promotion