For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাপের স্বপ্ন দেখা কি শুভ লক্ষণ?

কি স্বপ্ন দেখা হচ্ছে, তার উপর আগামী দিনে আমাদের জীবন কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করে থাকে। এই যেমন ধরুন, স্বপ্নে সাপকে দেখলে বুঝতে হবে...

|

কম-বেশি আমরা সবাই স্বপ্ন দেখে থাকি। কি তাই তো! কিন্তু জানা আছে কি স্বপ্নের দুনিয়ার সঙ্গে আমাদের বাস্তবের দুনিয়ার যোগ বেজায় গভীর। তাই তো কি স্বপ্ন দেখা হচ্ছে, তার উপর আগামী দিনে আমাদের জীবন কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করে থাকে। আসলে স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে। তাই তো প্রতি মুহূর্তে স্বপ্নের বিশ্লেষণ করাটা জরুরি। এমনটা করলে দেখবেন জীবনে কখনও ভুল সিদ্ধান্ত নিচ্ছেন না। এই যেমন ধরুন, স্বপ্নে সাপকে দেখলে বুঝতে হবে...

১. ভুলকে পিছনে ফেলে এগতে চলেছেন:

১. ভুলকে পিছনে ফেলে এগতে চলেছেন:

এমনটা বিশ্বাস করা হয় যে স্বপ্নে সাপকে দেখার অর্থ হল আপনার জীবন বদলে যেতে চলেছে। কীভাবে বদলাবে জীবন? আসলে স্বপ্নে সাপকে দেখছেন মানে আপনার ব্রেন আপনাকে নির্দেশ দিচ্ছে অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমরা অনেকেই নানা সময় নানা ভুল কাজ করে থাকি। কিন্তু সেই ভুলকে শুধরে সামনে এগতে হবে। আর এমনটা করলে দেখবেন জীবনে ভুল সিদ্ধান্ত নেওহার মাত্রা কমতে শুরু করেছে। আর এমনটা হলে সফলতা যে রোজের সঙ্গী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার বুঝেছেন তো স্বপ্ন হল ব্রেনের ভাষা, যা আমরা বুঝে নিলেই কেল্লা ফতে!

২. গোপন করতে ভালবাসেন?

২. গোপন করতে ভালবাসেন?

খেয়াল করে দেখবেন এমন অনেকেই আছেন যারা মনের কথা খুলে বলতে চান না। বরং মনের সিন্দুকে ছোট থেকে ছোটতর অনুভূতিকে আগলে রাখে। এমন মানুষদের স্বপ্নে সাপ দেখার সম্ভাবনা বেশি থাকে। তাই ঘুমনোর সময় যদি এই সরিসৃপ আপনাকে দেখা দেয়, তাহলে এবার নিশ্চয় আর বুঝতে অসুবিধা হবে না আপনি কেমন ধরনের মানুষ! প্রসঙ্গত, আপনার থেকে কেউ কিছু লুকোচ্ছে, এমন ভাবনা মনে এলেও অনেক সময় সাপের স্বপ্ন এসে থাকে।

৩. মনের ইচ্ছা পূরণের সময় এসে গেছে:

৩. মনের ইচ্ছা পূরণের সময় এসে গেছে:

শাস্ত্র মতে কিছু দিন অন্তর অন্তর যদি সাপের স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনার মনের অন্দরে লুকিয়ে থাকা কোনও ইচ্ছা এবার পূরণ করার সময় এসে গেছে। ধরুন, আপনি হতে চান গায়ক। কিন্তু সমাজিকতার চক্করে সেলস মার্কেটিং-এর কাজ করে চলেছেন। তাই তো সাপের স্বপ্ন এলে বুঝবেন বন্ধু, আপনার স্বপ্ন আপনাকে বলছে চাকরি ছাড়তে, আর বলছে হাতে তুলে নিতে মাইক। আসলে বেশ কিছু গবেষণায় দেখা গেছে অনেক সময়ই আমাদের কনসিয়াস এবং সবকনসিয়াস মাইন্ড নানাভাবে আমাদের পথ দেখিয়ে থাকে। সাপের স্বপ্ন দেখা অনেকটা সেই পথ দেখানোর মতোই!

৪. স্পিরিচুয়াল সমৃদ্ধি ঘটতে চলেছে:

৪. স্পিরিচুয়াল সমৃদ্ধি ঘটতে চলেছে:

শাস্ত্র মতে সাপের স্বপ্ন দেখার অর্থ হল দেহের অন্দরে জন্ম নিতে চলেছে "কুন্দলিনি" শক্তি, যার প্রভাবে স্পিরিচুয়াল গ্রোথ হওয়ার পথ প্রশস্ত হয়। প্রসঙ্গত, স্পিরিচুয়ালিটি মানে কিন্তু পুজো পাঠ নয়, বরং নিজেকে চেনা এবং সমাজের জন্য কিছু করা। মনে পরে স্বামী বিবেকানন্দের সেই কথা, "জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর"। অর্থাৎ জীবের সেবা করলেই দেবের সেবা হয়ে যায়। আর এই ধরণাকেই তো বলে স্পিরিচুয়াল গ্রোথ। তাই সাপের স্বপ্ন দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। কারণ অনেকে চেষ্টা করেও স্পিরিচুয়ালটির সন্ধান পান না, যে শক্তির সন্ধান পেতে চলেছেন আপনি।

৫. খারাপ সময়ের নির্দেশ:

৫. খারাপ সময়ের নির্দেশ:

এমনটা বিশ্বাস করা হয় যে স্বপ্নে সাপকে দেখার অর্থ হল খারাপ সময় আসতে চলেছে। তাই কিছু দিন অন্তর অন্তর যদি এমন স্বপ্ন আসতে থাকে, তাহলে সাবধান হতে হবে। কে বলতে পারে বিপদ কোন দিক থেকে আসছে। প্রসঙ্গত, এমন স্বপ্ন দেখার আরেকটাও অর্থ আছে। কী অর্থ? হতে পারে আপনার জীবনে মাথা চাড়া দিয়ে ওঠা নানা সমস্যা এবার মিটতে চলেছে। আর তারই নির্দেষ দিচ্ছে আপনার ব্রেন।

৬. আপনি কি খুব ভীতু?

৬. আপনি কি খুব ভীতু?

বেশ কিছু স্টাডি করে দেখা গেছে যারা সারাদিনই নানা কারণে ভয়ে ভয়ে থাকেন, তাদের ঘুমানোর সময় সাপের স্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায়। আসলে অনেকের কাছেই সাপ হল ভয়ের প্রতীক। তাই তো ভীতু মানুষদের স্বপ্নে মাঝে মধ্যেই এই সরিসৃপের আগমণ ঘটে থাকে। তাই তো বলি বন্ধু এমন স্বপ্ন দেখা শুরু করলে নিজের সঙ্গে কথা বলুন। ভয়কে হারিয়ে দৃঢ় মনে সামনে এগনোর চেষ্টা করুন। দেখবেন জীবনের ছবিটাই বদলে যাবে।

৭. বিশ্বাসঘাতকতার সাক্ষী হতে পারেন কিন্তু!

৭. বিশ্বাসঘাতকতার সাক্ষী হতে পারেন কিন্তু!

খেয়াল করে দেখবেন সাপ কেমন লুকিয়ে চুরিয়ে চলাফেরা করে। কখনও পাতার নিচে ঘাপটি মেরে, তো কখনও জলের অন্দরে। তাই তো এমনটা বিশ্বাস করা হয় যে সাপের স্বপ্ন দেখার অর্থ হল, হয়তো আপনার ব্রেন আপনাকে সাবধান করছে আসন্ন বিশ্বাসঘাতকতার হাত থেকে বেঁচে থাকার জন্য। আসলে কেউ যখন কারও বিশ্বাস ভঙ্গ করে, তখনই সাধারণত এমন স্বপ্ন এসে থাকে।

Read more about: বিশ্ব
English summary

Snakes in dreams are complex symbols. Like any animal dream, snakes in dreams can have a wide variety of meanings. Despite the fear they arouse, snakes in dreams are actually usually complex and multi-layered symbols. Read on…

Like any animal dream, snakes in dreams can have a wide variety of meanings. Despite the fear they arouse, snakes in dreams are actually usually complex and multi-layered symbols. Read on…
X
Desktop Bottom Promotion