For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলি

|

প্রত্যেক সম্পর্কেরই নিজস্ব বুনোট থাকে। এক একজন এক একরকমভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলে। সেভাবেই সম্পর্কে জটিলতা তৈরি হলে কে কীভাবে সেটাকে কাটিয়ে উঠবে সেটাও দুটি মানুষের উপরেই নির্ভর করে। [এই ৮ ধরনের মহিলাদের এড়িয়ে চলেন পুরুষরাও]

তবে অনেক সময়ে কিছু এমন বিষয় এসে উপস্থিত হয় যা সম্পর্ককে তিক্ত করে তোলে। তুচ্ছ কারণে বহু সম্পর্ক লড়াইয়ের ময়দানে এসে উপস্থিত হয় ও তিক্ততা বাড়তেই থাকে।

আজকের জেট যুগে মানুষের আকর্ষণের ও কাজকর্মের শেষ নেই। ব্যস্ততা ভরা জীবনে আমাদের পাশের মানুষটির দিকে তাঁকানোরও সময় নেই। এমন নানা কারণে সম্পর্ক তলানিতে এসে ঠেকে। এমনই বিশেষ কয়েকটি কারণ দেখে নিন নিচের স্লাইডে।

স্যোশাল নেটওয়ার্কিং

স্যোশাল নেটওয়ার্কিং

স্যোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কেউ কেউ যেমন হারানো সম্পর্ককে ফিরে পান, তেমনই বহু সম্পর্ক ভেঙে যায় শুধু এর কারণেই।

শরীরের মাপজোক

শরীরের মাপজোক

সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদের দেশে খুব নির্ভর করে। আপনি ফরসা না কালো, রোগা না মোটা, লম্বা না বেঁটে ইত্যাদি। শুধু এই কারণেই বহু সম্পর্ক ভেঙে যায়।

মোবাইল

মোবাইল

আধুনিক যুগে মোবাইল ছাড়া গতি নেই আমাদের। তবে এই যন্ত্রটিই সম্পর্ক নষ্টের অন্যতম কারণ।

বাবা-মা ও পরিবার

বাবা-মা ও পরিবার

নতুন সম্পর্ক তৈরি হলে দুজন মানুষ তা নিজের মতো করে সামলে নেয়। সেখানে তৃতীয় কেউ এসে বেশি নাক গলালে সম্পর্কে তিক্ততা তৈরি হয়।

নিরাপত্তাহীনতা

নিরাপত্তাহীনতা

দুজনের মধ্যে কেউ যদি অপর ব্যক্তিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, সেক্ষেত্রে সম্পর্ক তলানিতে এসে ঠেকে। তা বেশিদিন স্থায়ী হয় না।

পুরনো সম্পর্ক

পুরনো সম্পর্ক

অতীতকে পিছনে ফেলে এগিয়ে চলার নামই জীবন। তবে বারবার অতীতের দিকে তাঁকালে বা কবর খুঁড়ে অতীতের কথা তুলে বের করলে সম্পর্ক প্রভাবিত হয়।

ক্লান্তি

ক্লান্তি

ব্যস্ত জীবনে ক্লান্তি আসবেই। তবে তা থেকে বেরিয়ে আসার পথ জানতে হবে। নাহলে কোনও সম্পর্কই বেশিদিন সুখের হবে না।

কথা-বার্তার অভাব

কথা-বার্তার অভাব

দুজন ভালোবাসার মানুষের মধ্যে কথা-বার্তা বেশি না থাকলে সম্পর্ক গভীরভাবে ধাক্কা খায়।

এমন আরও খবর পড়ুন এখানে :

এই ৬ ধরনের বন্ধুদের এড়িয়ে চলাই মঙ্গল!

আপনার সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগছেন এগুলিই তার লক্ষণ!

এই উপায়ে ভালোবাসার সম্পর্ককে করে তুলুন আরও সুমধুর

কামশক্তি বাড়াতে মেনে চলুন এই ৮টি সহজ টিপস!

এভাবে চুমু খাওয়া এবার বন্ধ করুন!

English summary

Things That Affect Every Relationship

Things That Affect Every Relationship
Story first published: Thursday, December 24, 2015, 13:04 [IST]
X